Ad 3

Education makes a door to bright future

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education is a way to success in life

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education is a best friend goes lifelong

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education makes a person a responsible citizen

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education is a key to the door of all the dreams

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Showing posts with label Exam Resources. Show all posts
Showing posts with label Exam Resources. Show all posts

Monday, July 26, 2021

চলতি বছরে তিন বিষয়ে হবে এসএসসি-এইচএসসি পরীক্ষা

করোনাভাইরাস পরিস্থিতির কারণে আটকে যাওয়া চলতি বছরের এসএসসি-এইচএসসি বা সমমান পরীক্ষার সম্ভাব্য একটি সময়সূচি গত কয়েকদিন আগে ঘোষণা করা হয়। এবার সেই পরীক্ষা কিভাবে নেওয়া হবে ও ফলাফল কিভাবে প্রকাশ করা সেই নিয়ম জানানো হয়েছে।


ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পরীক্ষা নেওয়া ও ফলাফল প্রকাশের নিয়মের কথা বলা হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষা শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে। বিশ্বব্যাপী কোভিড-১৯ জনিত অতিমারির কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ে কোনো পরীক্ষা নেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেএসসি বা সমমান ও এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে যোগ করে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষা-২০২১ এর ফলাফল দেওয়া হবে। এক্ষেত্রে উচ্চশিক্ষায় ভর্তিতে কোনো রকমের নেতিবাচক প্রভাব পড়বে না।
 
এছাড়া এ মুহূর্তে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে চতুর্থ বিষয় পরিবর্তন বা সংশোধনের সুযোগ নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
 
এর আগে গত ১৫ জুলাই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার চিন্তা করা হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে গ্রুপভিত্তিক তিনটি বিষয়ের ওপর শুধু নৈর্বাচনিক পরীক্ষার মাধ্যমে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। পূর্ববর্তী ক্লাসে আবশ্যিক যে বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হয়েছে, সেগুলোর পরীক্ষা না নিয়ে আগের পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
 
তবে পরীক্ষার প্রশ্ন, নম্বর ও সময় কেমন হবে? এ প্রশ্নেরও উত্তর দেন শিক্ষামন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিন ঘণ্টার পরীক্ষা হবে দেড় ঘণ্টায়। আর প্রশ্নপত্র এখন যেভাবে বহুনির্বাচনী ও রচনামূলক হয়, সেভাবেই হবে। তবে এ ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রশ্ন বাছাই করার ক্ষেত্রে বেশি সুযোগ পাবে। যেমন আগে যেখানে ১০টি প্রশ্নের মধ্যে থেকে ৮টির উত্তর দিতে হত, সেখানে এখন হয়তো সেই ১০টি প্রশ্নই থাকবে। তবে তার মধ্যে তিনটি বা চারটির উত্তর দিতে বলা হতে পারে। অর্থাৎ শিক্ষার্থীদের প্রশ্ন বেছে নেওয়ার সুযোগ বেড়ে যাবে।
 
ডা. দীপু মনি জানান, প্রতি বিষয়ে মোট নম্বর ১০০–এর বদলে ৫০ নম্বর করা হবে। পরে এই ৫০ নম্বরকে ১০০–তে রূপান্তর করে পরীক্ষার ফল দেওয়া হবে।
 
এ সময় তিনি আরও জানান, এসএসসি বা সমমানের পরীক্ষার্থীদের আগামী রোববার (১৮ জুলাই) থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হবে। ১২ সপ্তাহে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। ৩টি নৈর্বাচনিক বিষয়ের ওপর প্রতি সপ্তাহে ২টি করে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এইচএসসি বা সমমান পরীক্ষার্থীদের আগামী ২৬ জুলাই থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হবে। ১৫ সপ্তাহে মোট ৩০টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। ৩টি নৈর্বাচনিক বিষয়ে (৬টি পত্রে) প্রতিটি পত্রে ৫টি করে মোট ৩০টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।
 
ডা. দীপু মনি আরও বলেন, কোভিড-১৯ পরিস্থিতির সার্বিক বিবেচনায় পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হলে সেক্ষেত্রে পরীক্ষার্থীর পূর্ববর্তী জেএসসি বা জেডিসি বা এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে অথবা শুধু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসএসসি বা এইচএসসি বা সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
 
এর আগে গত ৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষার্থীদের ৬০ দিন ও এইচএসসি পরীক্ষার্থীদের ৮৪ দিন ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়ার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরীক্ষা আয়োজন করা নিয়ে সংশয় দেখা দেয়। এ অবস্থায় এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের বিকল্প মূল্যায়নের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
চলতি বছরে তিন বিষয়ে হবে এসএসসি-এইচএসসি পরীক্ষা

Friday, November 9, 2018

৩৮ তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার বাংলা অংশের সমাধান



১) ব্যক্ত এর বিপরীত শব্দ — গূঢ়
২) বাংলা কৃৎ প্রত্যয়— মোড়ক।
৩) কোনটি সার্থক বাক্যের গুণ নয়? –আসক্তি।
৪) বীরবল ছদ্ম নাম — প্রমথ চৌধুরী।
৫) মুখরা রমনী বশীকরণ — অনুবাদ নাটক।
৬) চন্দ্ররা — রবীন্দ্রনাথ ঠাকুর।
৭) পূর্বাশা এর সম্পাদক — সঞ্জয় ভট্টাচার্য।
৮) কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক — রামরাম বসু।
৯) মেঘনাদ বধ কাব্য — ১৮৬১ সালে।
১০) Null and void এর পরিভাষা —বাতিল।
১১) কোন বানান শুদ্ধ? – এর সঠিক উত্তর নেই।।
১২) গিন্নি – অর্ধ তৎসম।
১৩) শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় —
শ্রুৎ + ধা + অ+ আ।
১৪) পুষ্পসৌরভ – তৎপুরুষ।
১৫) সূর্য শব্দের সমার্থক – অর্ক।
১৬) হ্ম = হ+ম।
১৭) সদ্যোজাত — সদ্যঃ+ জাত।
১৮) শ্রীকৃষ্ণকীর্তন — নাট গীতি।
১৯) সন্ধ্যাভাষা — চর্যাপদ।
২০) চন্দ্রাবতী — কাব্য।
২১) বিদ্যাপতি — মিথিলা।
২২) বিদ্যাসাগরের আত্নজীবনী —আত্মচরিত।
২৩) মতিচূর — প্রবন্ধ।
২৪) জসীম উদ্দিনের রচনা — ঠাকুরবাড়ির আঙিনা।
২৫) কোন বানানটি শুদ্ধ — ত্রিভুজ।
২৬) কোনটি অপপ্রয়োগ — একত্রিত।
২৭) বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধবনি — ৭ টি।
২৮) বাবা — তুর্কি শব্দ।
২৯) আমার ঘরের চাবি —- লালন শাহ।
৩০) অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা— প্রলয়োল্লাস।
৩১) নীলদর্পন নাটক —- ঢাকা থেকে প্রকাশিত।
৩২) রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ —
শেষলেখা।
৩৩) নদী ও নারী উপন্যাসের রচয়িতা
—- হুমায়ুন কবির।

৩৮ তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার বাংলা অংশের সমাধান

Sunday, June 3, 2018

University admission Test Preparation and BCS Exam Resources


University admission Test Preparation and BCS Exam Resources 


০১.জাতিসংঘের বর্তমান মহাসচিব                                                                

ক. বান কি মুন                                         খ. কফি আনান

গ. আন্তোনিও গুতেরিস                              ঘ. দ্যাগ হামারশোল্ড

০২.আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদর দফতর

ক. নিউ ইয়র্কে                                         খ. প্যারিসে

গ. জেনেভায়                                           ঘ. লন্ডনে

০৩.NATO-এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?                                                 

ক. মন্টিনিগ্রো                                          খ. পাপুয়া নিউগিনি

গ. আইভরি কোস্ট                                     ঘ. নিরক্ষীয় গিনি
University admission Test Preparation and BCS Exam Resources

 
০৪.বিশ্ব তথ্য অধিকার দিবস কোনিট?                                                             

ক. ২৭ সেপ্টেম্বর                                      খ. ২৮ সেপ্টেম্বর

গ. ২৭ অক্টোবর                                        ঘ. ২৮ অক্টোবর

০৫.সমপ্রতি আনান কমিশন কোন আন্তর্জাতিক সমস্যার ওপর প্রতিবেদন প্রদান করেছে?           

ক. ফিলিস্তিন সমস্যা                                 খ. রোহিঙ্গা সমস্যা

গ. কুর্দি সমস্যা                                        ঘ. সিরিয়ার গৃহযুদ্ধ

৬.কফি আনান কোন দেশের নাগরিক?                                                            

ক. ঘানা  খ. নাইজেরিয়া   গ. নাইজার           ঘ. কেনিয়া

৭.      বিশ্বব্যাংকের Soft Loan Window কোনটি?                                     

ক. MIGA    খ. IBRD     গ. IDA            ঘ. IFC

৮.আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. জেনেভা                                             খ. টোকিও

গ. ন্যুরেমবার্গ                                           ঘ. হেগ

৯.Which UN organization declared the Sundarbans as the world heritage?

ক. UNICEF                                        খ. UNHCR

গ. UNCTAD                                       ঘ. UNESCO

১০. জাতিসংঘের সর্বশেষ (১৯৩তম) সদস্য রাষ্ট্র কোনটি?                                    

ক. পূর্ব তিমুর                                           খ. দক্ষিণ সুদান

গ. কঙ্গো                                                 ঘ. কাতালোনিয়া

১১.জাতিসংঘের প্রথম মহাসচিব কে?                                                               

ক. কফি আনান                                        খ. ট্রিগভেলি

গ. উ-থান্ট                                              ঘ. বুট্রোস ঘালি

১২.জাতিসংঘ কর্তৃক ঘোষিত Sustainable Development Goals (SDG) কত সালের মধ্যে বাস্তবায়ন করতে হবে?                              
 ক. ২০২০                                              খ. ২০২৫

গ. ২০৩০                                                ঘ. ২০৪০

১৩.সমপ্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক কোন দুটি পুরস্কারে ভূষিত হন?                

ক. প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন এবং এজেন্ট অব চেইঞ্জ এওয়ার্ড

খ. প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন অব দি অর্থ 

গ. এজেন্ট অব চেইঞ্জ এওয়ার্ড এবং চ্যাম্পিয়ন অব দি আর্থ

ঘ. ওয়ার্ল্ড ফুড প্রাইজ এবং চ্যাম্পিয়ন অব দি আর্থ

ঙ. এজেন্ট অব চেইঞ্জ এওয়ার্ড এবং ওয়ার্ল্ড ফুড প্রাইজ

১৪.জাতিসংঘের মহাসচিব হিসেবে কে নিয়োগ পেয়েছেন?                                    

ক. হেলেন ক্লার্ক                                       খ. সুজানা মালকুরা

গ. অ্যান্তোনিও গুতেরেস                             ঘ. ভুক জেরেমিক            


১৫.প্রতি বছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা?                         

ক. UNDP

খ. UNCTAD

গ.World Bank

ঘ. WTO

ঙ. IMF

১৬.কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে?                                           

ক. UNESCO                                      খ. UNEP

গ. WWF   ঘ. UNWTO                         ঙ. ILO

১৭.World Intellectual Property Organisation (WIPO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?      

ক. লিসবন

খ. নিউইয়র্ক

গ. হেগ

ঘ. লন্ডন

ঙ. জেনেভা

১৮.স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত?

ক. জেনেভাখ. লন্ডন                                  খ. হেগ

গ. প্যারিস                                              ঘ. ওয়াশিংটন

১৯.   কোন সংস্থা চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কার দিয়ে থাকে?          

ক. UNESCO                                      খ. UNEP            

গ. FAOঘ. IUCN                                 ঙ. WWF

২০. IPCC-এর পূর্ণরূপ কোনটি?                                                                  

ক. International Panel for Climate Change

 খ. International Place for Climate Change

গ. Intergovernmental Place for Climate Change

ঘ. International Package for Climate Change

২১. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে?                      

ক. বি.এ.সিদ্দিকী

খ. খাজা ওয়াসিউদ্দিন

গ. হুমায়ুন রশিদ চৌধুরী

ঘ. ড. কামাল হোসেন

ঙ. আবু সায়ীদ চৌধুরী

২২.বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

ক. ১৯৭২                            খ. ১৯৭৩

গ. ১৯৭৪                            ঘ. ১৯৭৫


২৩.সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে কোন সংস্থা?

ক. ইউনেস্কো                   খ. ইউনিসেফ     

গ. ইউএনডিপি                ঘ. ডব্লিউএইচও


২৬. Sustainable Development Goals (SDG) জাতিসংঘের সাধারণ সম্মেলনে গৃহীত হয়

ক. ২০১৫ সালে                                       খ. ২০১৬ সালে

গ. ২০১৪ সালে                                        ঘ. ২০১৩ সালে

২৭. ১ জুলাই ২০১২ থেকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট                                         

ক. ইয়াংজেন                                           খ. জিম ইয়ংকিম

গ. ফিলিপস মে                                         ঘ. মার্ক জাকারবার্গ

২৮. বর্ণবাদ বিরোধী দিবস কোনটি?                                                                

ক. ১ জানুয়ারি                                         খ. ২১ মার্চ

গ. ২১ মে                                                ঘ. ৮ এপ্রিল

২৯. Who has been elected as the new Secretary General of the United Nations for the next tenure? 

ক. Anibal Silva                       খ. Vitally Antonio

গ. Antonio Gutters                  ঘ. Matthew Rycroft

৩০.How many goals are set for the SDGs?                                    

ক. 8       খ. 10      গ. 15      ঘ. 17

৩১.Where is the Headquarter of UNHCR?                                    

ক. Brussels           খ. Geneva

 গ. Rome               ঘ. Vienna

৩২.Who is going to swear in as 9th UN SecretaryGeneral on 1 January 2017?

ক. Antonio Gutters                           খ. Ban Ki-Moon

গ. Kurt Waldheim                             ঘ. U Thant

৩৩.When is the World Population Day observed?

ক. 31 May                                         খ. 11 July

গ. 4 October                                      ঘ. 10 December       

৩৪. How many countries are the numbers of World Bank?       

ক. 186         খ. 187          গ. 188          ঘ. 189

৩৫. Which of the following bodies work for the welfare of labors?           

ক. CIRDAP                                        খ. ILO

গ. UNDP                                             ঘ. WHO

৩৬.Which organization declared the 21 February as the International Mother Language Day?

ক. UNESCO                                      খ. UNEPA 

গ. UNHCR                                         ঘ. UNICEF

৩৭. In which city is the International Court of Justice situated?

 ক. Geneva                                                                Hague

 গ. London                                                                 ঘ. New York

৩৮. How many goals are set in the Sustainable development Goals?      

ক. 15             খ. 16            গ. 17            ঘ. 18

৩৯. কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়?

ক. ৫ জুন       খ. ৬ জুন      গ. ১৯ জুলাই       ঘ. ৮ মার্চ

৪০.জাতিসংঘের নবনির্বাচিত মহাসচিব কোন দেশের নাগরিক?                              

ক. জার্মানি     খ. ইংল্যান্ড        গ. পর্তুগাল       ঘ. মেক্সিকো

৪১.বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?                                                         

ক. ১৩৬তম       খ. ১৩৭তম     গ. ১৩৮তম       ঘ. ১৩৯তম

৪২.জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি?                                                 

ক. প্যালেস্টাইন                          খ. মোনাকো

গ. পূর্ব তিমুর                               ঘ. ম্যাকাও

৪৩.জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতি মেয়াদকাল কত?

ক. ১ মাস                                   খ. ১ বছর    

গ. ২ মাস                                    ঘ. ২ বছর

৪৪. ভেটো শব্দের অর্থ                                                   

ক. আমি এটা জানি না

খ. আমি এটা মানি না

গ. আমি কোন মতামত দিব না                    

ঘ. আমি সমর্থন করি

৪৫. আন্তর্জাতিক শান্তি দিবস কবে?                                                                 

ক. ২১ সেপ্টেম্বর                                      খ. ২৫ সেপ্টেম্বর

গ. ২২ সেপ্টেম্বর                                       ঘ. ৮ সেপ্টেম্বর

৪৬. জাতিসংঘের কোন শাখা জনসংখ্যা নিয়ে কাজ করে?                                     

ক. FAO                            খ. UNESCO

গ. UNHCR                       ঘ. UNFPA

৪৭. আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয় কোন সালে?                                 

ক. ১৯৮৯            খ. ১৯৯০      গ. ২০০০      ঘ. ২০০১

[Note: শিশু সনদ গৃহীত ২০ নভেম্বর ১৯৮৯ এবং কার্যকর হয় ১৯৯০।]

৪৮. আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত হয়                                                    

ক. ৩ জুন                                               খ. ১১ জুলাই

গ. ২১ সেপ্টেম্বর                                       ঘ. ১৬ ডিসেম্বর

৪৯. বিশ্ব শিক্ষক দিবস কোনটি?                                                                     

ক. ১০ আগস্ট                                          খ. ৫ অক্টোবর

গ. ১৫ অক্টোবর                                        ঘ. ১ নভেম্বর

৫০. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় কোন দেশ?

ক. জার্মানি     খ. ফ্রান্স     গ. যুক্তরাজ্য     ঘ. রাশিয়া


উত্তর: ০১.গ. ০২.গ. ০৩.ক. ০৪.খ. ০৫.খ. ০৬.ক. ০৭.গ.  ৮.ঘ. ৯.ঘ. ১০.খ. ১১.খ. ১২.গ. ১৩ক. ১৪.গ. ১৫খ. ১৬.ক.  ১৭.ঙ. ১৮. খ. ১৯. খ. ২০গ. ২১. গ. ২২. গ. ২৩.ক.

উত্তর: ২৬ ক, ২৭. খ. ২৮,খ ২৯. গ. ৩০.ঘ. ৩১.খ ৩২.ক ৩৩ খ, ৩৪.ঘ. ৩৫খ. ৩৬ ক.৩৭ খ ৩৮ গ ৩৯ খ ৪০.গ ৪১ ক. ৪২.ক ৪৩.ক ৪৪. খ. ৪৫ ক. ৪৬ গ ৪৭,ক ৪৮ গ ৪৯.খ. ৫০.  ক.