Ad 3

Education makes a door to bright future

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education is a way to success in life

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education is a best friend goes lifelong

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education makes a person a responsible citizen

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education is a key to the door of all the dreams

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Showing posts with label BCS Exam Preparation. Show all posts
Showing posts with label BCS Exam Preparation. Show all posts

Saturday, May 1, 2021

চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি || একই সঙ্গে একাধিক চাকরির প্রস্তুতি || Preparation for the written test of the job

 

চাকরিপ্রার্থীরা সাধারণত কাছাকাছি সময়ে একাধিক নিয়োগ পরীক্ষায় অংশ নেন। এসব পরীক্ষার জন্য তাঁদের একই সঙ্গে প্রস্তুতি নিতে হয়। পরিকল্পিতভাবে একই পড়া পড়েও একাধিক চাকরির প্রস্তুতি সেরে নেওয়া যায়।


♦ একই টপিকে একাধিক ফরম্যাটের প্রশ্ন
কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার আগ পর্যন্ত সম্ভাব্য অনেক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হয়। এসব বিষয়ে কৌশল করে এমনভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব, যাতে একাধিক ধারার চাকরির জন্য নিজেকে তৈরি করা যায়।

একবার যিনি পূর্ণাঙ্গ মৌলিক প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন, তাঁর একাধিক চাকরি পাওয়া নিশ্চিত হয়ে যায়। যেমন—সর্বশেষ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সংবিধান থেকে একটি প্রশ্ন ছিল এমন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী পরিচালিত হয়? ঠিক এই প্রশ্ন লিখিত পরীক্ষায় এলে এভাবে আসতে পারে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি কী? সংবিধানের আলোকে ব্যাখ্যা করুন।’

ঠিক এই টপিকটিই যখন ভাইভা বোর্ডে জানতে চাইবে, তখন তাঁরা জিজ্ঞেস করতে পারেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণে কী কী সমস্যা আছে? এসব সমস্যা আপনি কিভাবে মোকাবেলা করবেন?’

লক্ষ করলে দেখবেন, একই টপিকে প্রিলিমিনারি পরীক্ষায় শুধু রেফারেন্স জানলেই উত্তর করা যাচ্ছে। লিখিত পরীক্ষায় বিশদভাবে বর্ণনা করা লাগছে। আর ভাইভায় বাস্তব সমস্যাকে সামনে আলোচনা করে সমাধান করতে হচ্ছে। কী বুঝলেন? আসলে লিখিত পরীক্ষা ও ভাইভা হলো বিস্তারিত পড়ার বিষয়। কিন্তু প্রিলিমিনারিতে মূল ব্যাপার বা কি-ওয়ার্ড মাথায় থাকলেই হলো! এখন প্রশ্ন হতে পারে, শুধু প্রিলিমিনারি-সংশ্লিষ্ট পড়া পড়ব, নাকি লিখিত-ভাইভাসহ পড়ব? আমি বলব, প্রিলি পাস করলেই যেহেতু লিখিত পরীক্ষার প্রসঙ্গ আসে, তাহলে আগে প্রিলির জন্য তৈরি থাকুন।

আবার অনেকে জিজ্ঞেস করেন, প্রিলি পাসের পর লিখিত পরীক্ষার জন্য বেশি সময় থাকে না। এই অল্প সময়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন, এই আলোচনায় এসব বিষয়ও তুলে ধরা হয়েছে।

♦ প্রিলিতে ফেল করার কারণ
প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলে কে কত বেশি নম্বর পেল, সেটা জরুরি না। পাস হলো কি না সেটাই দেখা হয়। তাই শুধু পাস করাকে টার্গেট করে জটিল ও কঠিন টপিক পুরোপুরি এড়িয়ে যাওয়া উচিত! কিন্তু বেশির ভাগ প্রার্থী কোনো কিছু বাদ না দিয়ে গোগ্রাসে সব পড়তে গিয়ে শেষে দরকারি অনেক কিছুরই প্রস্তুতি নেওয়ার সময় পান না! অনেকের বেলায় প্রিলি ফেলের অন্যতম কারণ হচ্ছে ‘বেশি পড়া’! বিসিএস প্রিলির প্রশ্ন সহজ বা কঠিন যা-ই হোক না কেন, পাস করতে কোনোভাবেই ১২৫-১৩০ এর বেশি নম্বর লাগবে না! আর জুডিশিয়ারিতে সাধারণত ৫৫-৬৫ এর বেশি লাগে না। শুনে অবাক হলেও বাস্তবে এটাই সত্যি!

♦ পড়াশোনা গুছিয়ে নেবেন যেভাবে
প্রথমত, বিসিএস, জুডিশিয়ারি, ব্যাংক ও আইন কর্মকর্তা পদের সিলেবাস থাকলে সেগুলো একসঙ্গে নিয়ে বসুন। এবার সব সিলেবাসের কমন জায়গাগুলো সংকলন করে আলাদাভাবে একটি নিজস্ব সিলেবাস বা প্রস্তুতি গাইডলাইন তৈরি করুন। বিগত বছরের প্রশ্ন পর্যালোচনা করে গুরুত্বের ভিত্তিতে টপিক র‌্যাংকিং করুন। এবার আপনার প্রথম কাজ এই টপিকগুলো আগে শেষ করা।

♦ কমন বিষয়বস্তু চিহ্নিত করুন
বিসিএস প্রিলিমিনারিতে ২০০ নম্বর, জুডিশিয়ারিতে ১০০ নম্বর এবং ব্যাংকে ৮০-১০০ নম্বর থাকে। জুডিশিয়ারির প্রিলিতে সাধারণ বিষয় অর্থাৎ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান ইত্যাদি মিলিয়ে মোট ৪০ নম্বর থাকে। বিসিএসের প্রস্তুতি থেকে এই ৪০ নম্বরের মধ্যে বেশির ভাগই নিশ্চিত করা যায়।

লিখিত পরীক্ষায় বিসিএসের সাধারণ ৯০০ নম্বরের প্রায় সব টপিক জুডিশিয়ারির রিটেনের সাধারণ অংশের ৪০০ নম্বরের মধ্যে থাকে। কিন্তু বিসিএসের গণিতের তুলনায় জুডিশিয়ারির গণিত অনেকটা সহজ হয়। তাই আগে জুডিশিয়ারির গণিত শেষ করতে পারলে বিসিএসের জন্য গণিতের প্রস্তুতির অনেকটাই সম্পন্ন হয়ে যাবে। ব্যাংকের ২০০ নম্বরের রিটেনের মধ্যে অনুবাদ, ফোকাস রাইটিং, বাংলা-ইংরেজি রচনা, গণিতের পাটিগণিত অংশ প্রায় সবই বিসিএস-জুডিশিয়ারির মধ্যে থেকেই থাকে। ব্যাংকের প্রশ্নে লিখিত পরীক্ষায় খুব সাম্প্রতিক ইস্যু বেশি থাকে, যা বিসিএস বা জুডিশিয়ারির বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির সঙ্গে খুব মিলে যায়। ব্যাংকে জেনারেল পদে অঙ্ক বেশি আসে। কিন্তু প্রস্তুতি একই রকম।

আইন কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় সম্পত্তি সম্পর্কিত আইন ও ব্যবসায় আইন থেকে বেশি প্রশ্ন আসে। জুডিশিয়ারিতে সম্পত্তি সম্পর্কিত পুরো ১০০ নম্বরের একটি পরীক্ষা হয়। তাহলে জুডিশিয়ারি প্রস্তুতির পড়া আইন কর্মকর্তা পদে কাজে লাগছে। এ ক্ষেত্রে বাড়তি পড়তে হচ্ছে ‘ব্যবসায় আইন’।

আইন কর্মকর্তা পদের পরীক্ষায় সাধারণ বিষয়ে যে অল্প কিছু প্রশ্ন আসবে, জুডিশিয়ারির প্রস্তুতি থাকলে তা সহজেই উত্তর করা যাবে। এ ক্ষেত্রে শুধু সময়জ্ঞানকে সুন্দরভাবে কাজে লাগাতে জানতে হবে। কারণ এই নিয়োগ (আইন কর্মকর্তা) পরীক্ষায় অল্প সময়ে টু দ্য পয়েন্টে তুলনামূলক বেশি লিখতে হয়!

এবার আসি টপিক নির্বাচনে। যেমন—বাংলায় জুডিশিয়ারি সিলেবাসে কিছু কবি-সাহিত্যিকের নাম উল্লেখ আছে। বিসিএসে এর চেয়ে কিছুটা বেশি আছে। বিসিএসের সাহিত্য অংশে আদি যুগ ও মধ্যযুগ থাকলেও জুডিশিয়ারিতে এদিক থেকে তেমন প্রশ্ন আসে না। তাহলে এখানে আপনাকে অবশ্যই আগে জুডিশিয়ারির বাংলা সিলেবাস শেষ করে সময় পেলে বিসিএসের বাদ পড়া টপিক পড়তে হবে।

প্রায় সব নিয়োগ পরীক্ষায় মৌলিক বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। এসব বিষয়ে একবার কষ্ট করে জোরালো প্রস্তুতি নিতে পারলে নিয়োগ পরীক্ষাগুলোতে ভালো করা যাবে।

♦ মৌলিক জ্ঞান বাড়াতে হবে
বিভিন্ন বিষয়বস্তুর ওপর শুদ্ধভাবে বাংলা-ইংরেজিতে লিখতে পারা; গণিতের বেসিক অপারেশন যেমন—যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সমাধান করতে পারা এবং বাংলাদেশের ভৌগোলিক বিষয়, ইতিহাস, ঐতিহ্য, জাতীয় পর্যায়ের সুবিধা-অসুবিধা, চ্যালেঞ্জ, টার্গেট, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি সম্পর্কে জানা সাধারণ বেসিক বা মৌলিক জ্ঞানের মধ্যে পড়ে।

♦ মৌলিক জ্ঞান বাড়ানোর উপায়
১। নির্ভরযোগ্য পত্রিকার অর্থনীতি, আন্তর্জাতিক ও মতামত পাতায় মনোযোগ দিন। পুরো পত্রিকায় চোখ বুলান। এতে আপনি আপডেটেড হয়ে যাবেন। প্রতিদিন ইংরেজি পত্রিকার প্রিন্টেড বা অনলাইন ভার্সন থেকে ন্যূনতম একটি খবর জোরে রিডিং পড়ুন। পত্রিকার খবর থেকে নতুন নতুন বাক্য বিন্যাস ও শব্দ খাতায় লিখে শিখুন। শেখা বাক্যের কাঠামো ও শব্দ বাস্তবজীবনে ব্যবহার শিখুন। টিভিতে খবর দেখুন। অনুসন্ধানী প্রতিবেদন দেখুন।

২। পত্রিকা বা বই পড়ার সময় বইয়ের দিকে তাকিয়ে মনোযোগের সঙ্গে পড়ুন। এতে বানান ঠিক হয়ে যাবে এবং বাক্য গঠন সুন্দর হবে। এই পর্যায়ে বানান ভুলের কারণে লিখিত পরীক্ষায় নম্বর একেবারে কমে যায়।

৩। সুযোগ পেলে স্বীকৃত জ্ঞানী বা বিখ্যাত লোকদের বক্তব্য শুনুন। বিতর্ক দেখুন। জাতীয় সংসদ, সুপ্রিম কোর্ট, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর দিকে নজর রাখুন। মনে রাখবেন, তাঁরা যা বলছেন, দেশের মধ্যে সেসবই ঘটছে!

৪। একই পড়া একই বই থেকে বারবার না পড়ে আলাদা আলাদা বই পড়ুন।

৫। বাংলা, গণিত, ইংরেজি ও মৌলিক সাধারণ জ্ঞানের জোরালো প্রস্তুতি নিন।

৬। দৈনিক কার্যক্রমের যোগ, বিয়োগ, ভাগ, পূরণ ক্যালকুলেটর ছাড়া করুন। যেখানে-সেখানে কলম চালানোর অভ্যাস করুন। যত ধরনের অঙ্ক আছে, তার মূল কিন্তু যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। শুধু শিখতে হয় কখন কোনটা করতে হবে!

৮। যেটা যতটুকু পড়বেন, বুঝে পড়বেন, যেন চাইলেই সেসব টপিক নিয়ে জড়তা ছাড়া কমপক্ষে দুই মিনিট অনর্গল সঠিক তথ্য-উপাত্ত দিয়ে প্রেজেন্টেশন দিতে পারেন।

এভাবে ধাপে ধাপে পড়তে থাকলে এটাই আপনার পুঞ্জীভূত জ্ঞানে পরিণত হবে, যা প্রিলিমিনারি, লিখিত ও ভাইভায় কাজে লাগবে।

চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি || একই সঙ্গে একাধিক চাকরির প্রস্তুতি || Preparation for the written test of the job


Thursday, April 22, 2021

সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কিছু অজানা কৌশল || BCS Exam with Jobs Preparation

 

সাধারণ জ্ঞান বিষয়টা সাধারণই। ভয় পাওয়ার মতো কোনো বিষয় নয়। তবু কেউ কেউ ভয় পান। যেকোনো চাকরি কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের জন্য বেশ ভালো নম্বর বরাদ্দ থাকে। ৩৬তম বিসিএস পরিসংখ্যান ক্যাডারে প্রথম স্থান অধিকারী মোহাম্মদ কামাল হোসেনের সঙ্গে কথা বলে সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল জানাচ্ছেন,,,!!

চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানের গুরুত্ব

একদিকে সব চাকরির প্রিলি ও লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে অনেক নম্বর বরাদ্দ থাকে, অন্যদিকে ভাইভা তো সাধারণ জ্ঞান ছাড়া কল্পনাই করা যায় না। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থপনায় যথাক্রমে ৩০, ২০ ও ১০ নম্বর বরাদ্দ থাকে। একটু সচেতন হলেই প্রিলি পরীক্ষায় আপনার প্রধান অস্ত্র হয়ে উঠতে পারে এই ৬০ নম্বর। এ ছাড়া বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে যথাক্রমে ২০০ ও ১০০ নম্বর বরাদ্দ থাকে, যা লিখিত পরীক্ষায় ইংরেজি, গণিত ও মানসিক দক্ষতায় বরাদ্দ মোট নম্বর অথবা ইংরেজি, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বরাদ্দ মোট নম্বরের সমান। এ ছাড়া বাংলা ও ইংরেজি বিষয়ের লিখিত পরীক্ষায় যে ৪০ ও ৫০ নম্বরের রচনা বা প্রবন্ধ লিখতে হয়, বেশির ভাগ ক্ষেত্রে তা সাধারণ জ্ঞাননির্ভর হয়ে থাকে। একইভাবে ব্যাংক জব পরীক্ষায় ফোকাস রাইটিং/কম্পোজিশন অংশে প্রধানত সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্নেরই মুখোমুখি হতে হয়।

সরকারি ও বেসরকারি অন্য সব চাকরি পরীক্ষার প্রিলি, লিখিত ও ভাইভা—প্রতিটি ধাপে বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও সমসাময়িক ঘটনাগুলো মোট নম্বরের উল্লেখযোগ্য অংশ দখল করে রাখে। উল্লেখ্য, তুলনামূলক বেশি নম্বরের সাধারণ জ্ঞানে একটু সচেতন ও সতর্ক থাকলেই ভালো করাও সহজ। গণিত, বিজ্ঞান বা ইংরেজিতে যেখানে আগে থেকে মজবুত মৌলিক জ্ঞান না থাকলে ভালো করা কষ্টসাধ্য, সেখানে সাধারণ জ্ঞানে কিন্তু আগে থেকে আপনার মৌলিক জ্ঞান ভালো না থাকলেও পরিকল্পিত পরিশ্রমে কারো সহযোগিতা ছাড়াই আপনি দক্ষ হয়ে উঠতে পারবেন এবং কিছু তথ্য টপিকভিত্তিক নোট করে পড়লে মনে রাখা যাবে আর ভালো নম্বর তোলা সহজ হবে। সুতরাং ঠিকঠাক গুরুত্ব দিলে চাকরির বাজারে আপনাকে সফল করতে অসাধারণ হয়ে উঠবে এই সাধারণ জ্ঞান। 

যেভাবে শিখতে পারেন

♦ দৈনিক পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে। বাংলা ও ইংরেজি ভাষার এক বা একাধিক পত্রিকা পড়তে পারলে ভালো হয়। পত্রিকার সম্পাদকীয় পাতা, আন্তর্জাতিক পাতা, অর্থনীতি পাতা ছাড়াও প্রথম ও শেষ পাতা পড়তে হবে।

♦ বিবিসি, সিএনএন, আলজাজিরা প্রভৃতি আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিত চোখ রাখতে হবে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটে যাওয়া ঘটনাগুলো বিশ্লেষণ করে নিজের মতামত দেওয়া শিখতে হবে।

♦ গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত কোথাও পেলে তা ডায়েরিতে নোট করে রাখা যেতে পারে।

♦ যেসব বিষয়বস্তু কঠিন মনে হয়, সেগুলো ছন্দ বা সূত্র বানিয়ে মনে রাখা যেতে পারে। এ ছাড়া নিজের পরিচিত কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত করে মনে রাখা যেতে পারে। যেমন আপনার পরিচিত যদি কারোর নাম আকবর থাকে তাহলে সম্রাট আকবর সংশ্লিষ্ট তথ্যগুলো পরিচিত আকবরের সঙ্গে মিলিয়ে মনে রাখলে পরবর্তী সময়ে ব্রেন সহজে মনে করিয়ে দেবে।

♦ সব ঘটনার তারিখ বা সাল মনে রাখা সহজ নয়। শুধু গুরুত্বপূর্ণ ঘটনার তারিখ ও সাল মনে রাখলেই হবে।

♦ বাংলাদেশ ও বিশ্বের দুটি মানচিত্র সংগ্রহে রাখতে হবে। মাঝে মাঝে মানচিত্রে চোখ বুলিয়ে নিজের পঠিত বিষয়ের সঙ্গে মেলালে স্মৃতিতে থাকবে।

♦ ফেসবুকের বিভিন্ন চাকরির গ্রুপ, পেজ থেকে সাধারণ জ্ঞানের নিয়মিত আপডেট পেতে পারেন। এ ছাড়া শুধু সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য ফেসবুকে বিভিন্ন গ্রূপ রয়েছে। সেখানে সাধারণ জ্ঞানের আপডেট, মৌলিক প্রস্তুতিসহ সাধারণ জ্ঞানবিষয়ক বিভিন্ন লেখা পোস্ট করা হয়।

♦ সহায়ক গ্রন্থ হিসেবে বাংলাদেশের সংবিধান, অষ্টম, নবম, দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণির ভূগোল, ইতিহাস ও বিশ্বসভ্যতা বই পড়া যেতে পারে। এ ছাড়া বাজারের প্রচলিত ভালো মানের একটা সাধারণ জ্ঞানের গাইড বই ও তথ্যভিত্তিক মাসিক ম্যাগাজিন পড়তে পারলে কাজে দেবে। আর সাম্প্রতিক বিষয়ের জন্য কালের কণ্ঠ পত্রিকার ‘চাকরি আছে’ পাতায় প্রতি মাসে সাম্প্রতিক মডেল টেস্ট (উত্তরসহ) দেওয়া হয়। বিগত মডেল টেস্ট থেকে বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গেছে।

♦ বিভিন্ন আলোচনাসভা, সেমিনারে অংশগ্রহণ এবং বন্ধু-বান্ধবের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করলে ধীরে ধীরে সাধারণ জ্ঞান বাড়বে।

সাধারণ জ্ঞানের বিসিএস প্রিলির সিলেবাস

এই সিলেবাসের বিষয়গুলো পড়াশোনা করলে অন্যান্য চাকরির পরীক্ষার সাধারণ জ্ঞান অংশটার প্রস্তুতি হয়ে যাবে।

► বাংলাদেশ বিষয়াবলি (৩০)

১। বাংলাদেশের জাতীয় বিষয়াবলি (৬) :

প্রাচীনকাল থেকে সমসাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস—ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন; ছয় দফা আন্দোলন ১৯৬৬; গণ-অভ্যুত্থান ১৯৬৮-১৯৬৯; ১৯৭০ সালের সাধারণ নির্বাচন; অসহযোগ আন্দোলন ১৯৭১; ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ; স্বাধীনতা ঘোষণা; মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলি; মুক্তিযুদ্ধের রণকৌশল; মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা; পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়।

২। বাংলাদেশের কৃষিজ সম্পদ (৩) : শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা

৩। বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী, উপজাতিসংক্রান্ত বিষয়াদি।       (৩)

৪। বাংলাদেশের অর্থনীতি (৩) : উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিক, জাতীয় আয়-ব্যয়, রাজনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি।

৫। বাংলাদেশের শিল্প ও বাণিজ্য (৩) : শিল্পোৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানীকরণ, গার্মেন্টশিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেনদেন ও অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি।

৬। বাংলাদেশের সংবিধান (৩) : প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ।

৭। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা (৩) : রাজনৈতিক দলগুলোর গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুধীসমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা।

৮। বাংলাদেশের সরকারব্যবস্থা (৩) : আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতিনির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনার কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার।

৯। অন্যান্য (৩) : বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যমসংশ্লিষ্ট বিষয়াদি। 

► আন্তর্জাতিক বিষয়াবলি (মান ২০)

১। বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি।         ৪

২। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। ৪

৩। বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ।      ৪

৪। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি।     ৪

৫। আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি।    ৪

 ► ভূগোল (বাংলাদেশ ও বিশ্বপরিচয়), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা (মান ১০)

১। বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব।          ২

২। অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব। ২

৩। বাংলাদেশের পরিবেশ : প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ।             ২

৪। বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন : আবহাওয়া ও জলবায়ুর নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন—অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব।             ২

৫। প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা : দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা।           ২

সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কিছু অজানা কৌশল || BCS Exam with Jobs Preparation



Wednesday, April 14, 2021

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বিসিএস কিংবা চাকরির জন্য সাধারণ জ্ঞান-১

 ১. মেট্রোরেলের প্রথম ট্রেন দেশে আসে কবে?


ক. ৩০ মার্চ, ২০২১

খ. ৩১ মার্চ, ২০২১

গ. ১৮ মার্চ, ২০২১

ঘ. ২৬ মার্চ, ২০২১


২. মেট্রোরেলের কোচগুলো তৈরি হয়েছে কোন দেশে?

ক. চীন

খ. যুক্তরাষ্ট্র

গ. জাপান

ঘ. তাইওয়ান


৩. কোন বন্দর দিয়ে মেট্রোরেলের কোচ দেশে পৌঁছে?

ক. মোংলা বন্দর

খ. চট্টগ্রাম বন্দর

গ. পায়রা বন্দর

ঘ. কক্সবাজার বন্দর


৪. দক্ষিণ এশিয়ায় লিঙ্গবৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে শীর্ষ দেশ কোনটি?

ক. ভারত

খ. নেপাল

গ. ভুটান

ঘ. বাংলাদেশ


৫. বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা?

ক. জাতিসংঘ

খ. সুইজারল্যান্ডভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)

গ. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

ঘ. সেন্টার ফর হেলথ অ্যান্ড জেন্ডার ইকুইটি


৬. সম্প্রতি প্রকাশিত ‘বাংলাদেশে বাজেট: অর্থনীতি ও রাজনীতি’ বইটির লেখক কে?

ক. আকবর আলি খান

খ. মোহাম্মদ ইউনুস

গ. ওয়াহিদউদ্দিন মাহমুদ

ঘ. খোন্দকার ইব্রাহিম খালেদ


৭. সম্প্রতি কোন বাংলাদেশি জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির ‘বাংলাদেশ চেয়ার’ নির্বাচিত হয়েছেন?

ক. অধ্যাপক শাহরিয়ার আলম

খ. অধ্যাপক রায়হান আহমেদ

গ. অধ্যাপক হারুন-অর-রশিদ

ঘ. অধ্যাপক রফিকুল ইসলাম


৮. সম্প্রতি প্রেসিডেন্টের সঙ্গে মতানৈক্যের জের ধরে কোন দেশের তিন বাহিনীর (সেনা, নৌ ও বিমান) প্রধান একযোগে পদত্যাগ করেছেন?

ক. যুক্তরাষ্ট্র

খ. ব্রাজিল

গ. ইকুয়েডর

ঘ. আর্মেনিয়া


৯. কোন মোবাইল ফোন প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিনিয়োগ করতে শুরু করেছে?

ক. নকিয়া

খ. এইচটিসি

গ. শাওমি

ঘ. মটোরোলা


১০. দেশে এখন পর্যন্ত কতটি স্টার্টআপকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে?

ক. ১৭২টি

খ. ১৭০টি

গ. ১৮৭টি

ঘ. ১০৯টি

১১. মানুষের তৈরি বিশ্বের গভীরতম খাল কোনটি?

ক. চীনের গ্র্যান্ড খাল

খ. সুয়েজ খাল

গ. গ্রিসের করিন্থ খাল

ঘ. কোনোটিই নয়


১২. আন্তর্জাতিক শ্রম সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের হার কত?

ক. ৩৮ শতাংশ

খ. ৩৫ শতাংশ

গ. ৪২ শতাংশ

ঘ. ৩৪ শতাংশ


১৩. ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় কতজন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়?

ক. ১ হাজার ৬৪২ জন

খ. ১ হাজার ৫০৯ জন

গ. ১ হাজার ২০০ জন

ঘ. ১ হাজার ৯০৮ জন


১৪. ১৯৭২ সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত ছিল?

ক. ৭০ ডলার

খ. ২১ ডলার

গ. ৯৮ ডলার

ঘ. ৪৫ ডলার


১৫. কত সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য বাংলাদেশের?

ক. ২০৩১ সাল

খ. ২০৪১ সাল

গ. ২০৫০ সাল

ঘ. ২০৭১ সাল


১৬. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে ‘ইতিহাসের মহানায়ক’ নামে বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ করেছে—


ক. সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

খ. বাংলা একাডেমি

গ. বাংলাদেশ আওয়ামী লীগ

ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়


১৭. বিশ্ব বাণিজ্যের ১২ শতাংশের বেশি পণ্য পরিবহন হয় কোন খাল দিয়ে?

ক. চীনের গ্র্যান্ড খাল

খ. সুয়েজ খাল

গ. গ্রিসের করিন্থ খাল

ঘ. কোনোটিই নয়


১৮. সুয়েজ খালে প্রথম জাহাজ ভাসে কবে?

ক. ১৮৬৯ সালের ১৭ নভেম্বর

খ. ১৮৭৯ সালের ২৭ নভেম্বর

গ. ১৯৬৯ সালের ২ জানুয়ারি

ঘ. ১৮৬৭ সালের ১৭ নভেম্বর


১৯. সম্প্রতি বিশাল এক পণ্যবাহী জাহাজ সুয়েজ খালে আটকে যায়। জাহাজটির নাম কী?

ক. এভার গ্রিন

খ. এভার গিভেন

গ. সুইজ জায়ান্ট

ঘ. কুইন ম্যারি


২০. সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় ইউজিসি থেকে শিক্ষাকার্যক্রম শুরুর অনুমোদন পেয়েছে?

ক. রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

খ. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়

গ. গাজীপুর বিশ্ববিদ্যালয়

ঘ. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সৃজনশীল বিশ্ববিদ্যালয়


২১. যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সম্প্রতি কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারের যে গোপন শিবিরটি বন্ধ করে দিয়েছে, তার নাম কী?

ক. সেভেন্থ ক্যাম্প

খ. ক্যাম্প সিক্স

গ. ক্যাম্প-সেভেন

ঘ. সিক্রেট ক্যাম্প


২২. আন্তর্জাতিক আর্থিক প্রকাশনা এশিয়ামানি দেশের কোন ব্যাংককে বাংলাদেশের সেরা ডোমেস্টিক ব্যাংক ২০২১ হিসেবে স্বীকৃতি দিয়েছে?

ক. ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)

খ. সাউথ ইস্ট ব্যাংক

গ. ব্র্যাক ব্যাংক

ঘ. ডাচ-বাংলা ব্যাংক


২৩. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?

ক. ৬ এপ্রিল

খ. ৮ এপ্রিল

গ. ৪ এপ্রিল

ঘ. ৭ এপ্রিল


২৪. সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশের বাণিজ্য ও বিনিয়োগের জন্য বাংলাদেশকে একটি প্রতিশ্রুতিশীল গন্তব্য অভিহিত করে সে দেশের কোম্পানিগুলোকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং একটি হাইটেক পার্কে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন?

ক. চীন

খ. যুক্তরাষ্ট্র

গ. ভারত

ঘ. যুক্তরাজ্য


২৫. সংবিধান সংশোধনীর ফলে কোন রাষ্ট্রপ্রধানের ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা নিশ্চিত?

ক. ভ্লাদিমির পুতিন

খ. জো বাইডেন

গ. নরেন্দ্র মোদি

ঘ. কোনোটাই নয়


সঠিক উত্তর


১. ৩১ মার্চ, ২০২১

২. জাপান

৩. মোংলা বন্দর

৪. বাংলাদেশ

৫. সুইজারল্যান্ডভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)

৬. আকবর আলি খান

৭. অধ্যাপক হারুন-অর-রশিদ

৮. ব্রাজিল।

৯. শাওমি

১০. ১৭০টি

১১. গ্রিসের করিন্থ খাল

১২. ৩৮ শতাংশ

১৩. ১ হাজার ৬৪২ জন

১৪. ৭০ ডলার

১৫. ২০৪১ সালে

১৬. সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

১৭. সুয়েজ খাল

১৮. ১৮৬৯ সালের ১৭ নভেম্বর

১৯. এভার গিভেন (জাপানি মালিকানাধীন)

২০. রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

২১. ক্যাম্প-সেভেন

২২. ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)

২৩. ৭ই এপ্রিল

২৪. যুক্তরাষ্ট্র

২৫. ভ্লাদিমির পুতিন

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বিসিএস কিংবা চাকরির জন্য সাধারণ জ্ঞান-১


বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বিসিএস কিংবা চাকরির জন্য সাধারণ জ্ঞান-২

১. মিয়ানমারের সঙ্গে কয়টি দেশের সীমান্ত আছে? 

ক.৪টি 

খ.৫টি 

গ.৬টি 

ঘ.৩টি 


২. তাতমাদো কোন দেশের সশস্ত্র বাহিনীর নাম? 

ক. কম্বোডিয়া 

খ. তিউনিসিয়া

খ. তানজানিয়া

ঘ. মিয়ানমার 

৩. 'চেকবই কূটনীতি' কোন দেশের সঙ্গে সম্পর্কিত? 

ক. যুক্তরাষ্ট্র

খ. জাপান 

গ. চীন 

ঘ. কানাডা

৪. সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নতুন ধরনের বন্ডের অনুমোদন দিয়েছে। বন্ডটির নাম কী? 

ক. সাজেদা বন্ড 

খ. গ্রিন বন্ড 

গ. সবুজ ঋণপত্র 

ঘ. কে অ্যান্ড কে বন্ড 


৫. বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের নতুন উদ্বোধন করা ওটিটি কলিং সেবার নাম কী? 

ক. পিপীলিকা 

খ. বাংলা বার্তা 

গ. কথোপকথন

ঘ. আলাপ 


৬. বাংলাদেশের মানুষের গড় আয়ু বৈশ্বিক বৃদ্ধির—

ক. অর্ধেক 

খ. সমান 

গ. দ্বিগুণ

ঘ. এক-তৃতীয়াংশ 


৭. ল্যানসেট কী? 

ক. সম্প্রতি মঙ্গলে প্রেরিত নভোযান

খ. বাংলাদেশের কেনা যুদ্ধ বিমান 

গ. চিকিৎসা সাময়িকী 

ঘ. টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান 


 ৮. বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নরওয়েভিত্তিক বহুজাতিক কোম্পানি টেলিনর ও মালয়েশিয়াভিত্তিক বহুজাতিক আজিয়াটা শীর্ষ দুই প্রতিযোগী প্রতিষ্ঠান। এই দুই প্রতিযোগী কোন দেশে জোট বেঁধে একীভূত হতে যাচ্ছে? 

ক. মালয়েশিয়া 

খ. নরওয়ে 

গ. কাতার 

ঘ. সংযুক্ত আরব আমিরাত 


৯. দশম ডি-৮ সম্মেলনে সভাপতি হিসেবে ভাষণ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের সম্মেলনের সভাপতি ছিলেন—

ক. ইমরান খান 

খ. রিসেপ তাইয়েপ এরদোয়ান

গ. জোকো উইদোদো 

ঘ. হাসান রুহানি 


১০.১৯৯৯ সালে ঢাকায় অনুষ্ঠিত ডি-৮-এর দ্বিতীয় সম্মেলনে কে সভাপতিত্ব করেছিলেন? 

ক. শেখ হাসিনা 

খ. খালেদা জিয়া

গ. শেখ হাসিনার অনুপস্থিতিতে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ 

ঘ. পারভেজ মোশাররফ 


১১. মিষ্টি পানের জন্য বিখ্যাত—

ক. মহেশখালী 

খ. কুষ্টিয়া 

গ. বরিশাল

ঘ. নোয়াখালী 


১২. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ কে? 

ক. ক্রিস্টিন ল্যাগার্দ 

খ. গীতা গোপীনাথ 

গ. অভিজিৎ ব্যানার্জি

ঘ. মাইকেল ক্রেমার 


১৩. পাহাড়ের প্রধান উৎসব 'বৈসাবি' কোন মাসে পালিত হয়? 

ক. আষাঢ় 

খ. ভাদ্র 

গ. ফাল্গুন

ঘ. চৈত্র


১৪. 'বিজু' কাদের উৎসব? 

ক. ত্রিপুরা 

খ. মারমা

গ. চাকমা

ঘ. গারো 


১৫. মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য 'কাল ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর'। এটি কোন কবির রচনা থেকে নেওয়া হয়েছে? 

ক. রবীন্দ্রনাথ ঠাকুর 

খ. নির্মলেন্দু গুণ 

গ. কাজী নজরুল ইসলাম 

ঘ. সুকান্ত ভট্টাচার্য 


১৬. প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যাত্রার জন্য নির্বাচিত হয়েছেন কে? 

ক. নোরা ফাতেমা 

খ. নোরা জামান 

গ. নোরা খাসোগি 

ঘ. নোরা মাতরোশি 


১৭. ১৭০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী নেতৃত্ব দিতে যাচ্ছেন কোন সংবাদ সংস্থাকে? 

ক. এএফপি

খ. সিএনএন

গ. রয়টার্স 

. আল-জাজিরা


১৮. আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের পরবর্তী প্রধান সম্পাদক হচ্ছেন—

ক. আলেসান্দ্রা গ্যালোনি

খ. ক্রিস্টোফার ক্রিস 

গ. রিবন কাইস 

ঘ. স্টিভেন অ্যাডলার 


১৯. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত কে? 

ক. বাইডেন নিজে 

খ. বারাক ওবামা 

গ. লিওনার্দো ডি ক্যাপ্রিও 

ঘ. জন কেরি 


২০. বাংলা কোন সনের যাত্রা শুরু হলো? 

ক.১৪২৭ 

খ. ১৪২৮ 

গ.১৪২৯ 

ঘ. ১৪৩০ 


২১. সম্প্রতি বাজারে একচেটিয়াতন্ত্র কায়েমের অভিযোগে ২৮০ কোটি ডলার জরিমানা করা হয়েছে কোন প্রতিষ্ঠানকে? 

ক. আলিবাবা 

খ. আমাজন 

গ. ফেসবুক 

ঘ. মাইক্রোসফট 


২২. বিজিএমইএর নতুন সভাপতি কে? 

ক. ফারুক হাসান 

খ. রুবানা হক 

গ. ফারুক হোসেন

ঘ. কামাল হাসান 


২৩. দেশের ইতিহাসে বেসরকারি ব্যাংকের প্রথম নারী এমডি কে? 

ক. হুমায়রা আশরাফি 

খ. গীতা গোপিনাথ 

গ. সেলিনা হায়াত 

ঘ. হুমায়রা আজম 


২৪. সনজীদা খাতুন কোন প্রতিষ্ঠানের সভাপতি? 

ক. নজরুল একাডেমি 

খ. ছায়ানট 

গ. মুক্তিযুদ্ধ জাদুঘর 

ঘ. বাংলা একাডেমি অনুবাদ কমিটি 


২৫. জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নাম কী? 

ক. ইউএনইপি

খ. ইউএনডিপি

গ. আইপিসিসি

ঘ. ইউএনইপিসি


সঠিক উত্তর

১. মিয়ানমারের সঙ্গে কয়টি দেশের সীমান্ত আছে? 

উত্তর: ৫টি (বাংলাদেশ, চীন, ভারত, থাইল্যান্ড ও লাওস) 


২. তাতমাদো কোন দেশের সশস্ত্র বাহিনীর নাম? 

উত্তর: মিয়ানমার


৩. 'চেকবই কূটনীতি' কোন দেশের সঙ্গে সম্পর্কিত? 

উত্তর: চীন (বহু দেশের সরকারকে অবকাঠামো তৈরির নামে ঋণ দিয়ে নিজের নিয়ন্ত্রণের বলয়ে নিয়ে আসছে চীন। এটি এখন 'চেকবই কূটনীতি' নামে পরিচিত হয়েছে) 


৪. সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নতুন ধরনের বন্ডের অনুমোদন দিয়েছে। বন্ডটির নাম কী? 

উত্তর: গ্রিন বন্ড (এটি এনেছে সাজেদা ফাউন্ডেশন। দেশের প্রথম গ্রিন বন্ড এটি) 


৫. বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের নতুন উদ্বোধন করা ওটিটি কলিং সেবার নাম কী? 

উত্তর: আলাপ 


৬. বাংলাদেশের মানুষের গড় আয়ু বৈশ্বিক বৃদ্ধির—

উত্তর: দ্বিগুণ (গত ৫০ বছরে বাংলাদেশিদের আয়ু বেড়েছে ২৪ বছরের বেশি। একই সময়ে পৃথিবীব্যাপী মানুষের গড় আয়ু বেড়েছে ১২ বছর) 


৭. ল্যানসেট কী? 

উত্তর: চিকিৎসা সাময়িকী (যুক্তরাজ্যভিত্তিক) 


৮. বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নরওয়েভিত্তিক বহুজাতিক কোম্পানি টেলিনর ও মালয়েশিয়াভিত্তিক বহুজাতিক আজিয়াটা শীর্ষ দুই প্রতিযোগী প্রতিষ্ঠান। এই দুই প্রতিযোগী কোন দেশে জোট বেঁধে একীভূত হতে যাচ্ছে? 

উত্তর: মালয়েশিয়া


৯. দশম ডি-৮ সম্মেলনে সভাপতি হিসেবে ভাষণ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের সম্মেলনের সভাপতি ছিলেন—

উত্তর: রিসেপ তাইয়েপ এরদোয়ান


১০. ১৯৯৯ সালে ঢাকায় অনুষ্ঠিত ডি-৮-এর দ্বিতীয় সম্মেলনে কে সভাপতিত্ব করেছিলেন? 

উত্তর: শেখ হাসিনা


১১. মিষ্টি পানের জন্য বিখ্যাত—

উত্তর: মহেশখালী


১২. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ কে? 

উত্তর: গীতা গোপীনাথ


১৩. পাহাড়ের প্রধান উৎসব 'বৈসাবি' কোন মাসে পালিত হয়? 

উত্তর: চৈত্র


১৪. 'বিজু' কাদের উৎসব? 

উত্তর: চাকমা 


 ১৫. মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য 'কাল ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর'। এটি কোন কবির রচনা থেকে নেওয়া হয়েছে? 

উত্তর: কাজী নজরুল ইসলাম


১৬. প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যাত্রার জন্য নির্বাচিত হয়েছেন কে? 

উত্তর: নোরা মাতরোশি (সংযুক্ত আরব আমিরাতের নাগরিক) 


১৭. ১৭০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী নেতৃত্ব দিতে যাচ্ছেন কোন সংবাদ সংস্থাকে

উত্তর: রয়টার্স


১৮. আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের পরবর্তী প্রধান সম্পাদক হচ্ছেন—

উত্তর: আলেসান্দ্রা গ্যালোনি


১৯. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত কে? 

উত্তর: জন কেরি 


২০. বাংলা কোন সনের যাত্রা শুরু হলো? 

উত্তর: ১৪২৮ 


২১. সম্প্রতি বাজারে একচেটিয়াতন্ত্র কায়েমের অভিযোগে ২৮০ কোটি ডলার জরিমানা করা হয়েছে কোন প্রতিষ্ঠানের? 

উত্তর: আলিবাবা


২২. বিজিএমইএর নতুন সভাপতি কে? 

উত্তর: ফারুক হাসান


২৩. দেশের ইতিহাসে বেসরকারি ব্যাংকের প্রথম নারী এমডি কে? 

উত্তর: হুমায়রা আজম


২৪. সনজীদা খাতুন কোন প্রতিষ্ঠানের সভাপতি? 

উত্তর: ছায়ানট


২৫. জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নাম কী? 

উত্তর: ইউএনইপি

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বিসিএস কিংবা চাকরির জন্য সাধারণ জ্ঞান


Friday, February 12, 2021

BCS Exam Preparation for Preliminary with Bank Jobs

 বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ১০০ টি প্রশ্ন বিসিএস প্রিলি + লিখিত + ভাইভা


১. ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্যে ৭ জনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় কতো সালে কোন তারিখে ?
উত্তর- ১৫ ডিসেম্বর ১৯৭৩
২. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের জেলার নাম নড়াইল। তার সমাধি কোথায় ?
উত্তর- ঝিকরগাছার গোয়ালহাটি গ্রামে
৩. কোন তারিখে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ ত্রিপুরা রাজ্যের আমবাসা গ্রাম থেকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরাস্থানে দাফন করা হয় ?
উত্তর- ১০ ডিসেম্বর ২০০৭
৫. মহান মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠের মধ্যে কয়জন নৌবাহিনীর সদস্য ছিলেন ? তাদের নাম লিখুন।
উত্তর- ২ জন, বীরশ্রেষ্ঠ রহুল আমিন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ
৬.‘‘ব্লু- বার্ড ’’কি ?
উত্তর-মতিউর রহমান যে বিমানটি ছিনতাই করে আনতে চেষ্টা করেছিলেন তার নাম
৭. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ এর জন্ম কোন জেলায় ?
উত্তর- ফরিদপুর জেলায়
৮. ‘‘পলাশ” কি ?
উত্তর- ইঞ্জিনরুম আর্টিফিশার যে জাহাজে যুদ্ধ করেছিল তার নাম
৯. বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের বাড়ি কোন জেলায়?
উত্তর- ভোলা জেলায়
১০. বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর চাপাই নবাবগঞ্জের যুদ্ধে ১৪ ডিসেম্বর ’৭১ শহীদ হন। চাপাই নবাবগঞ্জ ,কতো নং সেক্টরের অধীনে ছিল ?
উত্তর- ৭ নং সেক্টর
১১. সিপাহী মোস্তফা কামাল ১৯৬৮ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। তিনি কত নম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেয় ?
উত্তর- চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট
১২. বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে গ্রামের নামকরণ করা হয়েছে‘‘মতিনগর” এই গ্রামের পূর্বের নাম কি ?
উত্তর- রামনগর
১৩. আখাউড়ার উত্তরে দরুইন গ্রামে কোন শহীদের সমাধি রয়েছে ?
উত্তর- বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল
১৪. সাত বীরশ্রেশ্ঠের মধ্যে কয়জন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য ছিলেন ?
উত্তর- ২ জন,বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী মোস্তফা কামাল
১৫. ‘‘তিন জন মরার চেয়ে দুই জনের বাঁচা ভালো” - উক্তিটি কোন বীরশ্রেষ্ঠের?
উত্তর- বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
১৬. মুক্তিযুদ্ধে প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। তিনি কোন তারিখে শহীদ হন ?
উত্তর- ৮ এপ্রিল ১৯৭১
১৭. কোন বীরশ্রেষ্ঠ পাকিস্তানের ১৭৩ ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ন থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ?
উত্তর- বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
১৮. ধলই বিওপির যুদ্ধে শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ ?
উত্তর- বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান
১৯. বীরশ্রেষ্ঠদের পরিবারকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কতো টাকা ভাতা প্রদান করা হয় ?
উত্তর- ২৫০০ টাকা
২০. এ পর্যন্ত কয়জন বীরশ্রেষ্ঠের সমাধি শহীদ বুদ্ধিজীবী কবরাস্থানে আছে। তাদের নাম লিখুন ?
উত্তর- ২ জন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
২১. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ বাংলাদেশে আনা হয় কবে এবং কোথা থেকে?
উত্তর- ৬ নভেম্বর’০৭ ভারতের আমবাসা থেকে
২২. ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী কবে গঠিত হয় ?
- ২১ নভেম্বর ১৯৭১
২৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন। তার নাম কি?
-মাদার মারিও ভেরেনজি
২৪.মুক্তিযুদ্ধে প্রথম কোন রেজিম্যান্ট সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ?
-ইস্ট বেঙ্গল রেজিম্যান্ট
২৫. বাংলাদেশে একবার মামলা হলে যে উকিল তা পরিচালনা করেন তিনি মারা যাওয়ার সময় জামাইকে মামলা হস্তান্তর করেন ।” উক্তিটি কার ?
উত্তর- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২৬. একজন বীরশ্রেষ্ঠের জীবন ও আত্মত্যাগের কাহিনী নিয়ে ‘‘অস্তিত্বে আমার দেশ” নামে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। বীরশ্রেষ্ঠর নাম কি ?
উত্তর- বীরশ্রেষ্ঠ মতিউর রহমান
২৭. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্ম কোন জেলায় ?
-ঝিনাইদহ
২৮. হামিদুর রহমান কত নং সেক্টরে যুদ্ধ করেন ?
-৪ নং সেক্টরে
২৯. ২৬ মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয় কোন সালে ?
- ১৯৮০ সালে
৩০. বাংলাদেশের পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকার ?
-জাপানের
৩১. মুজিব নগর স্মৃতি সৌধের স্থপতি কে ?
- তানভীর কবীর
৩২. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ?
- কামরুল হাসান
৩৩. বীর প্রতীক তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেছেন ?
-১১ নং সেক্টরে
৩৪. ‘‘যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ
মুজিবুর রহমান” উক্তিটি কার লেখা কবিতার অংশ ?
-অন্নদাশঙ্কর রায়
৩৫. ১৯৭১ সালে জর্জ হ্যারিসনের ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ এ ভারতীয়
কোন ব্যক্তি মূল ভূমিকা রেখেছেন ?
-রবি শংকর
৩৬. মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় ৬৮+১ জনকে ‘‘বীর উত্তম” উপাধি দেওয়া হয়। জিয়াউর রহমানের ক্রমিক নং কত ?
-৩ নং
৩৭. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি আঞ্চলিক সেক্টরে ভাগ করা হয় ?
-১০টি
৩৮. ১৮৭০ সালে ‘‘বঙ্গবন্ধু” নামে একটি মাসিক পত্রিকা বের করা হয়। এর সম্পাদক কে ছিলেন ?
-বঙ্গচন্দ্র রায়
৩৯.মহান মুক্তিযুদ্ধে ভারতের কত জন সৈন্য নিহত হয়েছেন ?
-১৮০০০ জন
৪০.বৃটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় কোন সালে ?
-৪ ফেব্র“য়ারি ১৯৭২
৪১.জিয়উর রহমান কত নং সেক্টরের প্রধান ছিলেন ?
-১ নং
৪২. বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের পদবী কি ছিল ?
-ক্যাপ্টেন
৪৩.বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্ম স্থান কোথায় ?
-নরসিংদী
৪৪.স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কখন ?
-২ মার্চ’১৯৭১
৪৫.মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত ?
-সেগুনবাগিচা
৪৬.স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায় ?
-ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে
৪৭.বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের কবর কোথায় ?
-চাপাই নবাবগঞ্জে
৪৮.বীরশ্রেষ্ঠ হামিদুরের পদবী কি ছিল ?
-সিপাহি
৪৯.মুক্তিযুদ্ধে প্রথম কোন রেজিমেন্ট সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ?
-ইস্ট বেঙ্গল রেজিমেন্ট
৫০.মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য কত জন কে বীর উত্তম খেতাবে দেওয়া হয় ?
-৬৮ জন+১জন
৫১.মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য কত জনকে বীর বিক্রম উপাধি দেওয়া হয়?
-১৭৫ জন
৫২.মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য কত জনকে বীর প্রতীক খেতাব দেওয়া হয় ?
-৪২৬ জন
৫৩.মুক্তিযুদ্ধের কয় নং সেক্টরে কোন কমান্ডার ছিল না ?
-১০ নং
৫৪.মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয় ?
-২০০১ সালে
৫৫.‘স্টপ জেনোসাইট’ চলচ্চিত্রের নির্মাতা কে ?
-জহির রায়হান
৫৬.মুক্তিযুদ্ধে শহীদ একমাত্র মহিলা সাংবাদিকের নাম কি ?
-রোকেয়া গফুর
৫৭.ঢাকা সিটি কর্পোরেশন মুক্তিযুদ্ধাদের নামে কয়টি সড়কের নাম করন করে ?
-৫ টি
৫৮.শেখ মুজিবকে কে প্রথম জাতির জনক আখ্যা দেয় ?
-আ. স.ম. আব্দুর রব
৫৯. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ হন কোন বীরশ্রেষ্ঠের সমাধী সোনা মসজিদে?
- বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর
৬০.মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’’ গানটির রচয়িতা কে ?
-গোবিন্দ হালদার (কলকাতা)
৬১.মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কয়টি ভাগে মুক্তিযুদ্ধাদের খেতাব প্রদান করা হয়?
- ৪ টি ভাগে
৬২. মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে খেতাব প্রদান করা হয়?
-৬৭৭ জন
৬৩. জাতীয় শিশু দিবস কবে কার জন্ম দিবসে পালন করা হয়-
- ১৭ মার্চ শেখ মুজিবের জন্ম দিবসে
৬৪. ২৫ মার্চ ১৯৭১ বিকালে ইয়াহিয়া কর্তৃক স্বাক্ষরিত বাঙালী নিধনের হুকুমনামার সাংকেতিক নাম কি?
উত্তর- অপারেশন সার্চ লাইট
৬৫. কবে কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমায় বৈদ্যনাথতলা ইউনিয়নে ভবেরপাড়া গ্রামে শপথ গ্রহণ করেন?
উত্তর- ১৭ এপ্রিল ১৯৭১
৬৬. মুক্তিযুদ্ধ চলাকালিন শেখ মুজিবকে কোন কারাগারে বন্দি করে রাখা হয়?
-মিয়াওয়ালী কারাগারে
৬৭. তারামন বিবি খেতাব কি ?
- বীর প্রতীক
৬৮. কয়জন মহিলাকে বীর প্রতীক খেতার প্রদান করা হয় ?
- ২ জন
৬৯. বাংলাদেশের সর্ব কনিষ্ঠ বীর প্রতীকের নাম কি ?
-শহীদুল ইসলাম (লালু) টাঙ্গাইল
৭০. একজন বিদেশী কে বীর প্রতীক খেতাব দেওয়া হয় তার নাম কি?
উত্তর- মিঃ ডবি¬উ . এ. এস ওয়াডারল্যান্ড (অস্ট্রেলিয়া)
৭১. কোন বীরশ্রেষ্ঠের কোন কবর নেই?
উত্তর- মোঃ রহুল আমীন বীরশ্রেষ্ঠ
৭২. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ৭ নং সেক্টরের অধীন চাপাই নবাবগঞ্জের যুদ্ধে কোন তারিখে শহীদ হন?
উত্তর- ১৪ ডিসেম্বর ১৯৭১ শহীদ হন।
৭৩. সর্বশেষ বীর উত্তম প্রতীক প্রাপ্তের নাম কি?
উত্তর- বিগ্রেডিয়ার জেনারেল শাফায়েত জামিল
৭৪. ১০ জানুয়ারি শেখ মুজিব দেশে প্রত্যাবর্তন করেন। বিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিম এর পাঠানো বিমানের নাম কি?
উত্তর- কমেট বিমান
৭৫. মহানমুক্তি যুদ্ধ চলাকালিন সময়ে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
উত্তর- উথান্ড
৭৬. বাংলাদেশ প্রবাসী সরকারের সদস দপ্তর ছিল কোথায়?
উত্তর- কলকাতার ৮ নং থিয়েটার রোডে
৭৭. মুক্তিফৌজ কবে গঠন করা হয়?
উত্তর-৪ এপ্রিল ১৯৭১
৭৮. কবে মুক্তিফৌজ নাম পরিবর্তন কের মুক্তিবাহিনী করা হয়?
উত্তর- ১০ এপ্রিল ১৯৭১ সরকার গঠনের পর
৭৯. মুক্তিযুদ্ধের প্রথম সংগঠক হিসেবে ২৬ মার্চ ১৯৭১ চট্রগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র পতিষ্ঠা করা হয়। এর অন্যতম উদ্যোক্তার নাম কি?
উত্তর-বেলাল মোহাম্মদ।
৮০. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ কোথায় নির্মাণ করা হয়েছে ?
-মৌলভীবাজার কাঠালতলা নামক স্থানে
৮১. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন ?
-রিচার্ড নিক্সন
৮২. বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের পদবী কি ছিল ?
-ক্যাপ্টেন
৮৩. ১৯৭১ সালে প্রথম মুক্তিফৌজ গঠন করা হয় কোথায় ?
- সিলেটে
৮৪. মুজিবনগর দিবস পালন করা হয় কবে?
উত্তর-১৭ এপ্রিল
৮৫. দিবস পালন করা হয় ১৬ ডিসেম্বর। জাতীয় দিবস পালন করা হয় কবে?
উত্তর-২৬ মার্চ
৮৬. জেলহত্যা দিবস পালন করা হয় ৩ নভেম্বর।বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
উত্তর-১৪ ডিসেম্বর
৮৭. পলাশী দিবস পালন করা হয় ২৩ জুন। ছয়দফা দিবস পালন করা হয় কবে?
উত্তর-২৩ মার্চ
৮৮. সেপ্টেম্বর ১৯৪৭ বুড়িগঙ্গা নদীতে একটি নৌকার মধ্যে বসে ‘‘যুবলীগ” গঠন করা হয়। ‘‘ছাত্রলীগ” গঠন করা হয় কবে?
উত্তর-৪ জানুয়ারি ১৯৪৮ সালে
৮৯. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৯০. মুক্তিযুদ্ধের কমান্ডে শেখ মুজিবের পদবী কি ছিল?
উত্তর- সুপ্রীম কমান্ডার অব দ্য আর্ম ফোর্সেস
৯১. শেখ মুজিবকে পাকিস্তান কারাগার থেকে মুক্তি দেওয়া হয় কবে?
উত্তর-১৯৭২ সালের ৮ জানুয়ারি
৯২. পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়
-২২ ফেব্র“য়ারি ১৯৭৪
৯৩. মুক্তিযুদ্ধে নূর মোহাম্মদ শেখ ৮ নং সেক্টরে যুদ্ধরত ছিলেন। তিনি ৫ সেপ্টেম্বর ১৯৭১ শহীদ হন। তিনি কোন যুদ্ধে শহীদ হন?
উত্তর- ঘুটিপুরের যুদ্ধে
৯৪. ল্যান্স নায়েক আব্দুর রউফ বুড়িঘাট যুদ্ধে ৮ এপ্রিল ১৯৭১ শহীদ হন। তিনি কোন সেক্টরে যুদ্ধ করেন?
উত্তর- ১ নং সেক্টরে
৯৫.সাতজন বীরশ্রেষ্ঠ এর মধ্যে কয়জন সিপাহী ছিলেন ও তাদের নাম লিখুন?
উত্তর-২জন, সিপাহী হামিদুর ও সিপাহী মোস্তফা কামাল
৯৬. ২২ আগস্ট ৭১ মতিউর নহমান যে বিমানটি ছিনিয়ে আনার চেষ্টা করেন সেই বিমানটির নাম কি?
উত্তর- ব্লুবার্ড নামক বিমান
৯৭. ক্যাপ্টেন ডাঃ সেতারা বেগম বীর প্রতীক এর ক্রমিক নং কত?
উত্তর-১৫ নং
৯৮. মোছাঃ তারামন বিবি বীর প্রতীক এর ক্রমিক নং কত?
উত্তর-৩৯৪ নং
৯৯. একজন বিদেশীকে বীরপ্রতীক খেতাব দেওয়া হয় তার নাম মিঃ ডবি¬উ . এ. এস ওয়াডারল্যান্ড। তিনি কোন দেশের নাগরিক?
উত্তর- অস্ট্রেলিয়া
১০০. বীরশ্রেষ্ঠ হামিদুরের পৈত্রিক বাড়ি কোথায় ?
উত্তর-ভারত বিভাগের সময় তারপৈত্রিক বাড়ি চব্বিশ পরগনা জেলায়।

BCS Exam Preparation for Preliminary with Bank Jobs