Ad 3

Education makes a door to bright future

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education is a way to success in life

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education is a best friend goes lifelong

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education makes a person a responsible citizen

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education is a key to the door of all the dreams

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Monday, September 3, 2018

Dhaka University (DU) Question and Solution of ‘D’ unit (2013-2014)

Dhaka University (DU) Question and Solution of ‘D’ unit (2013-2014)
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ‘ঘ’ ইউনিটের প্রশ্ন ও সমাধান (২০১৩ – ২০১৪)
                   [ উত্তর ভুল মনে হলে  নিচে মন্তব্য করুন ]
বাংলাদেশ বিষয়াবলীঃ

১.  পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবী কে করেছিলেন?

ক. তমিজউদ্দীন খান

খ. সৈয়দ আজমত খান

গ. ধীরেন্দ্রনাথ দত্ত

ঘ. মনোরঞ্জন ধর

উত্তর : গ. ধীরেন্দ্রনাথ দত্ত


২. সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রমের অংশ?

ক. অর্থ

খ. ডাক ও টেলিযোগাযোগ

গ. বিজ্ঞান ও প্রযুক্তি

ঘ. পররাষ্ট্র

উত্তর : ডাক ও টেলিযোগাযোগ


৩. বাংলা একাডেমীতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য এর নাম কি?

ক. ভাষার কথা

খ. ভাষার স্বাধীনতা

গ. মোদের আশা

ঘ. মোদের গরব

উত্তর : ঘ. মোদের গরব


৪. বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে?

ক. ১৯৭৭

খ. ১৯৯৬

গ. ১৯৮১

ঘ. ১৯৮৮

উত্তর : ঘ. ১৯৮৮


৫. সম্প্রতি বাংলাদেশের কয়েকটি অঞ্চলে ডেমু রেল চালু হয়েছে্‌ । ডেমু শব্দের অর্থ কি?

ক. ডিজেল ইলেকট্রিক এন্ড মেকানিক্যাল ইউনিট

খ. ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট

গ. ডিজিটাল ইঞ্জিনিয়ারিং এন্ড মেকানিক্যাল ইউনিট

ঘ. ডিজেল ইঞ্জিনিয়ারিং এন্ড মেকানিক্যাল ইউনিট

উত্তর : ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট



৬. ’ নিপোর্ট’(NIPORT)কোন বিষয়ের সাথে জড়িত?

ক. সমুদ্র বন্দর

খ. পরমাণু বিজ্ঞান

গ. জনসংখ্যা

ঘ. কোনটিই নয়

উত্তর : গ. জনসংখ্যা


৭. ‘ বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত একজন মহিলা মু্ক্তিযোদ্ধা হলেন-

ক. জাহানারা ইমাম

খ. কাঁকন বিবি

গ. ফেরদৌসী প্রিয়ভাষিণী

ঘ. তারামন বিবি

উত্তর :  ঘ. তারামন বিবি


৮. বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান?

ক. মিজোরাম

খ. মেঘালয়

গ. ত্রিপুরা

ঘ. মায়ানমার

উত্তর : খ. মেঘালয়


৯. ১৯৭১ এ মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে কে তুলে ধরেন?

ক. জর্জ হ্যারিসন

খ. সাইমন ড্রিং

গ. পন্ডিত রবি শংকর

ঘ. এদের সবাই

উত্তর : ঘ. এদের সবাই


১০. ১৯৭৪ সালে কোন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ’ডক্টর অব লিটারেচার’ ডিগ্রী দেয়া হয়?

ক. স্যার যদুনাথ সরকার

খ. শর চন্দ্র চট্টপাধ্যায়

গ. কবি কাজী নজরুল ইসলাম

ঘ. সৈয়দ মোয়াজ্জেম হোসেন

উত্তর : গ. কবি কাজী নজরুল ইসলাম


১১. বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে?

ক. ২৪ এপ্রিল

খ. ২ মার্চ

গ. ২৬ মার্চ

ঘ. ১৬ ডিসেম্বর

উত্তর :  খ. ২ মার্চ


১২. ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কোন তারিখে পালিত হয়?

ক. ৩০ জুন

খ. ১ জুলাই

গ. ১৭ সেপ্টেম্বর

ঘ. ১১ ডিসেম্বর

উত্তর :  খ. ১ জুলাই


১৩. স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?

ক. ভারত

খ. শ্রীলংকা

গ. ভূটান

ঘ. মালয়েশিয়া

উত্তর : গ. ভূটান
Dhaka University (DU) Question and Solution of ‘D’ unit (2013-2014)

১৪. ‘ম্যাডোনা ৪৩’ চিত্রকর্মের শিল্পী কে?

ক. কামরুল হাসান

খ. মোহাম্মদ কিবরিয়া

গ. এস এম সুলতান

ঘ. জয়নুল আবেদীন

উত্তর : ঘ. জয়নুল আবেদীন


১৫. গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম কি?

ক. বিঝু

খ. ওয়ানগালা

গ. সান্দ্রে

ঘ. সাংগ্রাই

উত্তর : খ. ওয়ানগালা


১৬. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র?

ক. ওরা ১১ জন

খ. হুলিয়া

গ. মু্ক্তির গান

ঘ. লেট দেয়ার বি লাইট

উত্তর : গ. মু্ক্তির গান


১৭. সর্বপ্রথম বাংলা Search engine- এর নাম কি?

ক. গুগল বাংলা

খ. ঘাস ফড়িং

গ. পিপিলিকা

ঘ. কোনটিই নয়

উত্তর : গ. পিপিলিকা


১৮. ‘গনডোয়ানাল্যান্ড’ কোন স্থানের পূর্ব নাম?

ক. দিনাজপুর

খ. বাগেরহাট

গ. কক্সবাজার

ঘ. নোয়াখালী

উত্তর : ক. দিনাজপুর


১৯. বিজ্ঞানী ড: মাকসুদুল আলম নিচের কোনটি আবিষ্কার করেছেন?

ক. তেজস্ক্রিয় বালি

খ. জীবাশ্ম কয়লা

গ. পাটের জীবন রহস্য

ঘ. কীটনাশক

উত্তর : গ. পাটের জীবন রহস্য

লিঙ্ক: wikipedia.org


২০. কোন আদিবাসি সম্প্রদায়টি মাতৃতান্ত্রিক?

ক. চাকমা

খ. গারো

গ. হাজং

ঘ. মারমা

উত্তর : খ. গারো


২১.  বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা কোনটি?

ক. জাইকা

খ. ইউ এন ডি পি

গ. বিশ্ব ব্যাংক

ঘ. আই এম এফ

উত্তর : গ. বিশ্ব ব্যাংক


২২. রাজশাহীর আদি নাম কি ছিল?

ক. সমতট

খ. রামপুর বোয়ালিয়া

গ. হরিকেল

ঘ. মহাস্থানগড়

উত্তর : খ. রামপুর বোয়ালিয়া


২৩. ‘মুরাইছড়া’ ইকো-পার্ক কোথায়?

ক. খাগড়াছড়ি

খ. নলিতাবাড়ী

গ. বড়লেখা

ঘ. কালিয়া

উত্তর : বড়লেখা


২৪. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি?

ক. লাউয়াছড়া

খ. সুন্দরবন

গ. ভাওয়াল জাতীয় উদ্যান

ঘ. মধুপুর

উত্তর :  খ. সুন্দরবন


২৫.  বঙ্গোপসাগরের গড় গভীরতা কত ফুট?

ক. ২৬০০

খ. ৮৫০০

গ. ৩৬৭০

ঘ. ৫৫৩০

উত্তর : খ. ৮৫০০

আন্তর্জাতিক বিষয়াবলীঃ

১. জাতিসংঘের পতাকায় কোন দুইটি রং আছে?

ক. নীল ও লাল

খ. নীল ও সাদা

গ. লাল ও সাদা

ঘ. সবুজ ও সাদা

সমাধান: খ. নীল ও সাদা

২. নিম্নের কোনটি কোনো সংবাদ সংস্থা নয়–

ক. Yonhap

খ. Xinhua

গ. Smithsonian

ঘ. ITAR-TASS

সমাধান: গ. Smithsonian

৩. কোন মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার গৃহযুদ্ধ শেষ হওয়ার পাঁচ দিন পর আততায়ীর গুলিতে মারা যান?

ক. থিওডোর রুজভেল্ট

খ. আবরাহাম লিংকন

গ. ফ্রাঙ্কলীন ডি. রুজভেল্ট

ঘ. উডরো উইলসন

সমাধান: খ. আবরাহাম লিংকন

৪. কার সম্বন্ধে মার্গারেট থ্যাচার উক্তি করেন যে, “এ লোকের সাথে আমরা কাজ করতে পারি”?

ক. হেনরী কিসিঞ্জার

খ. চৌ এন লাই

গ. নিকিতা ক্রুসচভ

ঘ. মিখাইল গর্বাচেভ

সমাধান: ঘ. মিখাইল গর্বাচেভ

৫. তেনজিন গিয়াতসো কোন নামে অধিক পরিচিত?

ক. শেরপা তেনজিং

খ. অশো

গ. পঞ্চেন লামা

ঘ. দালাই লামা

সমাধান: ঘ. দালাই লামা

৬. আংকর ওয়াট কোন দেশে?

ক. বলিভিয়া

খ. ক্যাম্বোডিয়া

গ. থাইল্যান্ড

ঘ. লাওস

সমাধান: খ. ক্যাম্বোডিয়া

৭. আরব বিশ্বের কোন দেশটিতে এখনও ধর্মীয় সংখ্যালঘু সরকার ক্ষমতায় রয়েছে?

ক. ইরাক

খ. লেবানন

গ. সিরিয়া

ঘ. ইরান

সমাধান: গ. সিরিয়া

৮. বিল গেটস-এর সাথে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা কে ছিলেন?

ক. পল এ্যালেন

খ. স্টিভ জবস

গ. পল ব্রেনার্ড

ঘ. জন ব্যাকাস

সমাধান: ক. পল এ্যালেন

৯. Great Leap Forward ইতিহাসের এই অতি সমালোচিত কর্মসূচীটির প্রবক্তা হচ্ছেন

ক. দেং শিয়াও পিং

খ. মাও সে তুঙ

গ. হু জিনতাও

ঘ. চৌ এন লাই

সমাধান: খ. মাও সে তুঙ

১০. কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম দুইবার নোবেল পুরস্কার পান?

ক. স্যার আইজ্যাক নিউটন

খ. আলবার্ট আইনস্টাইন

গ. আলেকজান্ডার গ্রাহাম বেল

ঘ. মেরি কুরি

সমাধান: ঘ. মেরি কুরি

১১. মাইকেল জর্ডান কোন খেলার সাথে যুক্ত ?

ক. বেসবল

খ. বাস্কেটবল

গ. ফুটবল

ঘ. রাগবি

উত্তর : খ. বাস্কেটবল

লিঙ্ক: wikipedia

১২. মালদ্বীপের প্রধান ভাষা –

ক. হিন্দী

খ. মালয়

গ. আরবী

ঘ. ধীভেহী

উত্তর :  ঘ. ধীভেহী

লিঙ্ক: wikipedia

১৩. ১৯৬০ সালে কোন দেশ সর্বপ্রথম একজন মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করে ?

ক. ভারত

খ. ইসরায়েল

গ. আয়ারল্যান্ড

ঘ. শ্রীলংকা

উত্তর : ঘ. শ্রীলংকা

লিঙ্ক: wikipedia.org

১৪. ব্রিটিশ পার্লামেন্টের আরেক নাম –

ক. ওয়েস্টমিন্সটার

খ. হাউজ অব লর্ডস

গ. হাউজ অব কমন্স

ঘ. হাউস অব রিপ্রেজেন্টেটিভ

উত্তর :  ক. ওয়েস্টমিন্সটার
১৫. ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট হবে –

ক. নবম আইসিসি বিশ্বকাপ ক্রিকেট

খ. দশম আইসিসি বিশ্বকাপ ক্রিকেট

গ. একাদশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট

ঘ. দ্বাদশ  আইসিসি বিশ্বকাপ ক্রিকেট

উত্তর : গ. একাদশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট

১৬. লন্ডনের ১১ নং ডাউনিং স্ট্রিটে কে বাস করেন ?

ক. ব্রিটিশ প্রধানমন্ত্রী

খ. ব্রিটিশ বিরোধী দলীয় নেতা

গ. ব্রিটিশ চ্যান্সলর অব দ্য এক্সচেকার

ঘ. ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

উত্তর : গ. ব্রিটিশ চ্যান্সলর অব দ্য এক্সচেকার

লিঙ্ক: wikipedia.org

১৭. ভারতের নতুন রাজ্য তেলেঙ্গানা প্রাক্তন কোন রাজ্যের অন্তর্গত ছিল –

ক. মধ্যপ্রদেশ

খ.অন্ধ্র প্রদেশ

গ. ছত্তিশগড়

ঘ. কর্ণাটক

উত্তর : খ.অন্ধ্র প্রদেশ

১৮. ভূটানের রাষ্ট্রীয় ফুল কি ?

ক. নীল পপি

খ. লাল গোলাপ

গ. পদ্ম

ঘ. লিলি

উত্তর : ক. নীল পপি

১৯. পোলান্ডের মুদ্রার নাম :

ক. পেসো

খ. জলটি

গ. করুনা

ঘ. ইউরো

উত্তর : খ. জলটি

২০. আরব বসন্তের সূচনা হয় –

ক. ডিসেম্বর ২০১০, তিউনিসিয়ায়

খ. মার্চ ২০১১, মরক্কোয়

গ. জানুয়ারি ২০১২, মিশরে

ঘ. জুন ২০১২, বাহরাইনে

উত্তর : ক. ডিসেম্বর ২০১০, তিউনিসিয়ায়


 
২১. কোন ব্রিটিশ সমরপদকটি সর্বোচ্চ মর্যাদার ?

ক. অর্ডার অব দ্যা ব্রিটিশ

খ. ভিকটোরিয়া ক্রস

গ. মিলিটারী ক্রস

ঘ. মিলিটারী মেডেল

উত্তর : খ. ভিকটোরিয়া ক্রস

২২. স্পার্টলি দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত –

ক. প্রশান্ত মহাসাগর

খ. ভূমধ্যসাগর

গ. দক্ষিণ চীন সাগর

ঘ. ভারত মহাসাগর

উত্তর : গ. দক্ষিণ চীন সাগর

২৩. কোন সনের কৃষ্ণ সোমবারে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচকের ৩৩% দরপতন হয় ?

ক. ১৯৮৭

খ. ১৯৯৯

গ. ১৯৩০

ঘ. ২০০৭

উত্তর : ক. ১৯৮৭

২৪. প্রাক্তন সিআইএ এজেন্ট এডোয়ার্ড স্নোডেন মার্কিন সরকারের টেলিফোন ও ইন্টারনেটে আড়িপাতার যে গোপন কর্মসূচীর কথা দেন –

ক. প্রিজম

খ. রেইনবো

গ. ফেসবুক

ঘ. উইকিলিকস

উত্তর : ক. প্রিজম

২৫. মাদাগাসকারের রাজধানীর নাম :

ক. আনতানানারিভো

খ. পারামারিবো

গ. মাসেরু

ঘ. আস্তানা

উত্তর : ক. আনতানানারিভো
English

1. When you think someone is “introspective”, you think s/he is –

A. selfish

B. thoughtful

C. rude

D. reserved

Answer: B. thoughtful

2. ‘To lose heart’ is

A. to have a heart attack

B. to lose courage

C. to fall in love

D. to be without passion

Answer: B. to lose courage

3. He stood before me. The underlined word is

A. Noun

B. Adverb

C. Verb

D. Preposition

Answer: D. Preposition

4. Choose the pair which is out of place

A. ambiguity/clarity

B. humane/kind

C. colossal/tiny

D. worsen/improve

Answer: B. humane/kind

5. The synonym for ‘Nepotism’ is

A. Terrorism

B. Desposition

C. Neatness

D. Favouritism

Answer: D. Favouritism


 
Fill in the blanks (6 – 8)

6. Please leave your key ________ the reception.

A. in

B. on

C. at

D. with

Answer: C. at

7. We better ________ the schedule of the examination.

A. to check

B. checked

C. checking

D. check

Answer: D. check

8. I’ll call you ________

A. when I’ll go home.

B. when I go home.

C. while I get home.

D. as I go home.

Answer: B. when I go home.

Answer the questions according to the instructions provided. (9 – 12)

9. Which of the following is a positive attribute?

A. haughty

B. conceited

C. irritable

D. unassuming

Answer: D. unassuming

10. Select the correct spelling

A. reminiscience

B. reminiscense

C. reminiscence

D. reminisence

Answer: C. reminiscence

11. A cobbler is a person who

A. sells shoes

B. mends cobblestones

C. mends shoes

D. exports cobblestones

Answer: C. mends shoes

12. ‘Dog days’ means

A. a period of being carefree

B. a period of misfortune

C. days when dogs breed

D. hot weather

Answer: D. hot weather

13. বিপদ কখনও একা আসে না।

A. Misfortunes comes never alone.

B. Misfortunes never come alone.

C. Misfortunes never alone comes.

D. Misfortunes comes alone ever.

Answer: B. Misfortunes never come alone.

14. অন্যের দোষ ধরা সহজ।

A. It is easy to find fault of others.

B. It is easy to find out fault of others.

C. It is easy to find fault with others.

D. It is easy to find out faults of others.

Answer: D. It is easy to find out faults of others.
Choose the word that is closest in meaning to the keyword in italics. (18 – 19)

15. It was indiscreet action on their part.

A. unfair

B. secret

C. imprudent

D. hasty

Answer: C. imprudent

16. The back charges an exorbitant rate of interest.

A. moderate

B. excessive

C. fair

D. increasing

Answer: B. excessive

Which of the following sentences is correct? (17 – 20):

17.

A. I insist that she come along.

B. I insist that she comes along.

C. I insist that she came along.

D. I insist that she may come along.

Answer: A. I insist that she come along.

18.

A. I have looked for a good doctor before I met you.

B. I had looked for a good doctor before I met you.

C. I looked for a good doctor before I meet you.

D. I am looking for a good doctor before meeting you.

Answer: A. I have looked for a good doctor before I met you.

19.

A. Silver as well as cotton have fallen is price.

B. Bangla as well as English are taught here.

C. The mayor, with his councilors, is to be present.

D. The king, with his ministers, are going on a trip.

Answer: C. The mayor, with his councilors, is to be present.

20.

A. He chose well and prospered.

B. He choose well and prospered.

C. He choiced well and prospered.

D. He chosen well and prospered.

Answer: A. He chose well and prospered.

 
Read the following passage carefully and answer Questions (21 – 25):

Researches suggest that there are creatures that do not know what light means at the bottom of the sea. They don’t have either eyes or ears; the can only feel. There is no day or night for them. There are no winters, no summers, no sun, no moon, and no stars. It is as if a child spent its life in darkness in bed, with nothing to see or hear. How different our own life is! Sight shows us the ground beneath our feet and the heavens above us – the sun, moon, and stars, shooting stars, lightning and the sunset. It shows us day and night. We are able to hear voice, the sound of the sea, and music. We feel, we taste, we smell. How fortunate we are!

21. We discover that the sea creatures in the story ________.

A. have the same sense that we do

B. have no sense of hearing as well as sight

C. live in darkness because they do not like light

D. do not hear the sound of sea as they are accustomed to it.

Answer: B. have no sense of hearing as well as sight

22. Which statement is true in the context of the passage?

A. We are unfortunate because we cannot experience winter and summer.

B. We can feel, smell and taste unlike the deep sea creatures.

C. We can spend our lives in darkness in bed.

D. We can see the ground beneath our feet and the depth of the ocean.

Answer: B. We can feel, smell and taste unlike the deep sea creatures.

23. Judging from the passage, we can say that this passage is mainly about __________.

A. life of sea creatures at the bottom of the sea

B. how changes in the seasons are perceived by the deep-sea creatures

C. how wonderful our lives were and will be

D. the superiority of human beings over some creatures in terms of senses

Answer: D. the superiority of human beings over some creatures in terms of senses

24. ‘Researches’ in line 1 suggest

A. stories one hears about the deep sea creatures from sailors

B. scientific discoveries about the deep sea

C. laboratory tests conducted by marine biologists

D. Detailed studies about the deep sea creatures to discover new information about them.

Answer: D. Detailed studies about the deep sea creatures to discover new information about them.

25. In the passage a child in darkness is likened to ___________.

A. someone who lives where there are no season

B. an animal without the sense of touch

C. a sea creature with no seeing or hearing ability

D. a deaf child unaffected by the environment

Answer: C. a sea creature with no seeing or hearing ability
বাংলা

১. সঠিক বিপরীত শব্দযুগল নয়

ক. কোমল-কঠিন

খ. উত্তম-মধ্যম

গ. প্রসন্ন-বিষণ্ন

ঘ. নীরস-সরস

সমাধান: খ. উত্তম-মধ্যম

ব্যাখ্যা: সঠিক বিপরীত শব্দযুগল: উত্তম-অধম

২. সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়?

ক. ঢাকায়

খ. বরিশালে

গ. কুমিল্লায়

ঘ. হুগলিতে

সমাধান: গ. কুমিল্লায়

৩. কথায় যা বর্ণনা করা যায় না–

ক. অকথ্য

খ. অবর্ণনীয়

গ. অনির্বচনীয়

ঘ. অনুচ্চার্য

সমাধান: গ. অনির্বচনীয়

ব্যাখ্যা: যা বর্ণনা করা যায় না- অবর্ণনীয়

যা কথায় প্রকাশ করা যায় না/ বলা যায় না- অকথ্য

যা উচ্চারণ করা যায় না/ অযোগ্য- অনুচ্চারণীয়/ অনুচ্চার্য

৪. হিন্দি- শব্দটি মূলত–

ক. সংস্কৃত

খ. উর্দু

গ. ফারসি

ঘ. গুজরাটি

সমাধান: গ. ফারসি

৫. কোনটি উষ্ম বর্ণ?

ক. হ

খ. ঙ

গ. ঞ

ঘ. ঝ

সমাধান: ক. হ

ব্যাখ্যা: হ-বর্ণে দ্যোতিত ধ্বনি মূলত উষ্ম ঘোষধ্বনি

৬. ঐহিক- শব্দের বিপরীত শব্দ হলো:

ক. বিষণ্ন

খ. বিবাদ

গ. বৈরাগ্য

ঘ. পারত্রিক

সমাধান: ঘ. পারত্রিক

৭. সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থের নাম

ক. ঘুম নেই

খ. আকাল

গ. পূর্বাভাস

ঘ. ছাড়পত্র

সমাধান: খ. আকাল
৮. কোন বানানটি খাঁটি ষত্ব-বিধানের উদাহরণ?

ক. বিশেষণ

খ. ষোড়শ

গ. ভূষণ

ঘ. স্পষ্ট

সমাধান: ঘ. স্পষ্ট

৯. শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?

ক. দূরাকাঙ্খা, বাল্মীকী, পল্বল

খ. দুর্ভাবনা, মিথস্ক্রিয়া, ব্যভিচার

গ. ত্রিভূজ, প্রনয়ণ, বিমর্ষ

ঘ. শিহরণ, মরুদ্যান, অঞ্জলি

সমাধান: খ. দুর্ভাবনা, মিথস্ক্রিয়া, ব্যভিচার

সঠিক বানান: দুরাকাঙ্ক্ষা, বাল্মীকি, ত্রিভুজ, প্রণয়ন, মরূদ্যান

১০. হৈমন্তী-তে ইহারা অন্য জাতের মানুষ- বলতে বুঝানো হয়েছে–

ক. বনমালী বাবুকে

খ. শিশিরকে

গ. অপুর শ্বশুরকে

ঘ. অপুকে

সমাধান: গ. অপুর শ্বশুরকে

১১. গিজগিজ- কোন পদ?

ক. সর্বনাম

খ. অব্যয়

গ. বিশেষণ

ঘ. ক্রিয়া

সমাধান: খ. অব্যয়

১২. তাহারেই পড়ে মনে- কবিতায় ব্যবহৃত পুষ্পারতি- শব্দটি কিভাবে গঠিত হয়েছে?

ক. সমাসযোগে

খ. সন্ধিযোগে

গ. প্রত্যয়যোগে

ঘ. বিভক্তিযোগে

সমাধান: ক. সমাসযোগে

ব্যাখ্যা: পুষ্পের আরতি = পুষ্পারতি (ষষ্ঠী তৎপুরুষ)

১৩. কুঁড়ি- শব্দটি এসেছে

ক. কুঁড়ে- থেকে

খ. কুড়িল- থেকে

গ. কোরক- থেকে

ঘ. পুষ্প- থেকে

সমাধান: গ. কোরক- থেকে

১৪. শিশিরসিক্ত- কোন সমাসের দৃষ্টান্ত?

ক. করণ তৎপুরুষ

খ. ষষ্ঠী তৎপুরুষ

গ. অলুক তৎপুরুষ

ঘ. কর্ম তৎপুরুষ

সমাধান: ক. করণ তৎপুরুষ (শিশির দিয়ে সিক্ত)

১৫. বুরুশ- শব্দটি কোন ভাষার প্রভাবে তৈরি?

ক. ফারসি

খ. চীনা

গ. ইংরেজি

ঘ. ফরাসি

সমাধান: গ. ইংরেজি (brush)

১৬. কোন শব্দদ্বয় বিদেশি উপসর্গ?

ক. উদ, অপি

খ. দর, ফি

গ. প্রতি, উপ

ঘ. বে, স

সমাধান: খ. দর, ফি (উভয়েই ফারসি উপসর্গ)

১৭. শাস্ত্রমতে কাব্যরস–

ক. মনোরঞ্জক

খ. পাঞ্চালিকা

গ. অমৃত

ঘ. শিক্ষা দান করে

সমাধান: গ. অমৃত

১৮. সংশয়ে দুলে দুলে কাঁটাটি ডানদিকে হেলে থেমে যায়।- বাক্যটি কোন রচনার অন্তর্গত?

ক. সাহিত্যে খেলা

খ. কলিমদ্দি দফাদার

গ. একটি তুলসী গাছের কাহিনী

ঘ. একুশের গল্প

সমাধান: গ. একটি তুলসী গাছের কাহিনী

১৯. concoct- অর্থ

ক. মুরগীর ডাক

খ. বানিয়ে বলা

গ. সামঞ্জস্য

ঘ. বর্ণনামূলক সূচী

সমাধান:    খ. বানিয়ে বলা

২০. কোনটি অবস্থানবাচক বিশেষণ?

ক. মজা পুকুর

খ. চলন্ত গাড়ি

গ. তরল পদার্থ

ঘ. সামুদ্রিক ঝড়

সমাধান: ঘ. সামুদ্রিক ঝড়

২১. বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কী?

ক. সাধনা

খ. কালি ও কলম

গ. বঙ্গদর্শন

ঘ. বঙ্গভারতী

সমাধান: গ. বঙ্গদর্শন

২২. কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে?

ক. একত্র

খ. ফলশ্রুতি

গ. অধীনস্থ

ঘ. নির্ভরশীলতা

সমাধান: গ. অধীনস্থ

২৩. নিচের কোনটি সর্বাংশে শুদ্ধ বাক্য:

ক. আমার মত অভাগা আর কে আছে?

খ. এমন দুরাবস্থায় সে কখনো পড়েনি।

গ. তুমি নির্দোষী নও।

ঘ. কাপড় পড়ে বাইরে যাও।

সমাধান: ক. আমার মত অভাগা আর কে আছে?

এমন দুরবস্থায় সে কখনো পড়েনি।

তুমি নির্দোষ নও।

কাপড় পরে বাইরে যাও।

২৪. কোনটি অভিশ্রুতির উদাহরণ নয়?

ক. আজি > আইজ

খ. চলিল > চলল

গ. আসিয়া > এসে

ঘ. কন্যা > কইন্যা

সমাধান: গ. আসিয়া > এসে

২৫. কী করিছ বনে কুঞ্জভবনে?- চরণটির লেখক?

ক. রোকেয়া

খ. রবীন্দ্রনাথ

গ. নজরুল

ঘ. জসীমউদদীন

সমাধান: খ. রবীন্দ্রনাথ

Thursday, July 26, 2018

প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিএসসি) রুটিন ২০১৮ | প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮ এর প্রশ্ন কাঠামো

প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিএসসি) রুটিন  ২০১৮ |
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮ এর প্রশ্ন কাঠামো
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ১৮ নভেম্বর শুরু

প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিএসসি) রুটিন  ২০১৮ |  ১৮ নভেম্বর শুরু
*তারিখ বিভিন্ন কারণে যেকোন সময় পরিবর্তন হতে পারে

এবার সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময় আগের মতোই আড়াই ঘণ্টা। আগে পরীক্ষা শুরু হতো বেলা ১১টায়। এবার উত্তরপত্র মূল্যায়ন হবে একই উপজেলায়। আগে ভিন্ন উপজেলায় উত্তরপত্র মূল্যায়ন করা হতো। এবার থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হবে। আগে এ সময় দেওয়া হতো ২০ মিনিট
প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিএসসি) রুটিন  ২০১৮ |  প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮ এর প্রশ্ন কাঠামো








Friday, July 20, 2018

উপদেশমূলক বাণী-হৃদয়স্পর্শী কিছু কথা-তৃতীয় খন্ড

151.⌠⌠জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম। যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেইল করাটা স্বাভাবিক⌡⌡

152.⌠⌠কখনো কখনো কাউকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন., কিন্তু... একবার যদি আপনি সামনে এগিয়ে যেতে পারেন... তবে পেছন ফিরে দেখবেন আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটাই আপনি নিয়েছিলেন ⌡⌡

153. নিজেকে সস্তা করে ফেলবেন না, তাহলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা পাবেন না।

154. পৃথিবীতে যদি অপেক্ষা না থাকতো, তবে বোধ হয় পৃথিবীটা এতো সুন্দর হতো না।

155. একটি হাঁস যদি সারাদিন পানিতে থাকেলেও, তাঁর গায়ে লেগে থাকে না, ঝরে পড়ে।
তেমনি মা তাঁর সন্তানকে যতো ই অভিশাপ দেয় না কেনো, তা সন্তানের গায়ে লাগে না।

156. সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে, সম্পর্ক বদলায় না আপনজনের সঙ্গে, খালি আপনজন বদলে যায় সময়ের সঙ্গে..

157. যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি।

158. মানুষের সব সখ মেটা উচিত নয় । কারন সব সখ মিটে গেলে, বেচেঁ থাকার প্রেরণা নষ্ট হয়ে যায় ।

159. পৃথিবীতে যদি দুঃখ না থাকতো, তবে মানুষ সুখ খুঁজতো না। দুঃখই মানুষকে সুখ সন্ধানী করে তুলে।

160. কোনো কিছু না পাওয়ার জন্য আপনিই বেশী দায়ী, কারণ একটাই, আপনার চাওয়ায় ত্রুটি ছিল।

161. মানুষকে জোর করে পরাধীনতার শিকলে বন্দি করা গেলেও, মানুষের মনের স্বাধীনতা হরন করার সাধ্য কারো নেই। আকাশের মতোই মনের স্বাধীনতা সর্বব্যাপী।

162. জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর করবেন না , কারন অন্ধকারে আপনার চায়াও আপনাকে ছেড়ে চলে যায় ।

163. বিশ্বাস মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়। একটি সত্য ঘটনা একজন বিশ্বাস করলেও, অন্যজন বিশ্বাস নাও করতে পারে। যে বিশ্বাস করছে না তাকে বিশ্বাস করানোটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এক্ষেত্রে প্রমাণ অতি জরুরি। ......................প্রত্যাশী।

164. লাজুক ধরনের মানুষ কোন সময়ই মনের কথা বলতে পারে না, মনের কথা হড়বড় করে বলতে পারে একমাত্র পাগলেরাই | তাই পাগলেরাই পৃথিবীর সবচেয়ে সুখী | _____হুমায়ূন আহমেদ

165. প্রতিটি মানুষের জীবনেই একজন বিশেষ মানুষ আসে। সেই মানুষটি জীবনে এসে হয় অগোছালো জীবন গুছিয়ে দেয়, না হয় গোছালো জীবনকে অগোছালো করে দেয় |

166. বড় গাছ নড়ে কম। বড় মাছের কাঁটা কম। জ্ঞানী লোকের কথা কম । সৎ লোকের সংখ্যা কম। গুণী লোকের কদর কম। মরা নদীর পানি কম। রাগী লোকের ধৈর্য কম । সুস্থ লোকে খায় কম। মূর্খ লোকের আক্কেল কম। নিষ্ঠুর লোকের মায়া কম। শিশুদের হিংসা কম। সৎ লোকের বন্ধু কম। মেয়ে মানুষের বুদ্ধি কম। নিঃশ্বাসের বিশ্বাস কম|

167. যদি ভাল পেনসিল হাতে না পারো,, কারো সুখের গল্প লিখার জন্যে.. তাহলে ভাল রাবার হও,, যেনো কারো দুঃখ মুছে দিতে পারো..!!

168. "সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে"

169. জীবনে যদি কেউ তোমার জন্য Wait  না করে তবে পাবলিক টয়লেটে গিয়ে কিছুক্ষণ বসে থাকো।বাহির হয়ে দেখবে লাইনে দাঁড়িয়ে অনেকেই তোমার জন্য Wait করছে.

170. মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেওনা। কেননা, সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে।
171. ভালবাসতে মানুসে রুপ খুজুনা,সুন্দর একটা মন খুজু,কারন রুপের ভালবাসা একদিন ফুরিয়ে জাই,কিন্তু মনের ভালবাসা কুনদিন ফুরাইনা 

172. কাওকে পাওয়ার আসা করুনা,কারন তাকে পেতে গিয়ে তুমি নিজে ধঙ্গস হৈয়ে যেতে পার,নিজেকে এমনভাবে তৈরি কর যাতে মানুস তুমাকে পাওয়ার আসা করে 

173. সাধারন হওয়াটাই একটা অসাধারন বিষয়, সবাই সাধারন হতে পারে না | ..... হুমায়ুন আহমেদ..... 

174. মনের মতন স্ত্রী আর সংসার হলে জীবনের সব দুঃখ, সব ব্যর্থতা, সব সমস্যার মোকাবেলা করা যায়। ----- নিমাই ভট্টাচার্য। 

175. "মেয়েদের বোঝা খুব কঠিন। একটি মেয়েকে কখনো পুরোপুরি বুঝতে যা না। পুরোপুরি বুঝতে গেলে হয় আপনি পাগল হয়ে যাবেন নয়তো আপনি মেয়েটির প্রেমে পড়ে যাবেন।" 

176. হাসি সব সময় সুখের অনুভুতি বুঝায় না। এটা মাঝে মাঝে এটাও বোঝায়, আপনি কতটা বেদনা লুকাতে পারেন। 

177. “ভালোবাসা কোনো অধিকারের মধ্যে কাউকে আটকিয়ে ফেলে না, বরং তাকে নতুন স্বাধীনতা দান করে। “ - ---রবীন্দ্রনাথ ঠাকুর 

178. চেহারা দেখে যদি মানুষ চেনা যেতো তাহলে ভুল মানুষের প্রেমে পরে এতো কাদতে হতো না_____ 

179. সেই ছেলেকে জীবন সঙ্গী করো, যার ভবিষ্যৎ ভালো। সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো, যার অতীত ভালো। _________ (রবীন্দ্রনাথ ঠাকুর) 

180. মিথ্যার শক্তি অনেক বেশি। সুন্দর, সত্য বাণীর চেয়ে এ কারণেই গুজব আগে ছড়ায়। ___*হুমায়ূন আহমেদ*___ 

181. মাঝে,মাঝে কষ্ট করে হলেও একা একা চলা শিখতে হয়? কারণ,যাকেছাড়া আপনি চলতে পারবেন না, বা বাঁচতে পারবেন না ভাবছেন, সে কিন্তু, আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে... 

182. তুমি দেখতে সুন্দর বলে, অন্যকে ঘৃনা করোনা।কারন, তুমি যার হাতে সৃষ্টি, সে তার হাতে সৃষ্টি । কখনো নিজের সুন্দোর্য নিয়ে অহংকার করোনা. 

183. হাসাতে না পারলে, কাঁদাবে না।আনন্দ দিতে না পারলে,কষ্ট দিবে না। ভালবাসতে না পারলে,ঘৃণা করবে না। আর বন্ধু হতে না পারলে, শত্রু হবে না? 

184. কাউকে আবেগের ভালোবাসা দিওনা, মনের ভালোবাসা দিও! কারন আবেগের ভালবাসা ১দিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরোদিন থেকে যাবে... ___এলটন ডি 

185. যদি তুমি কাওকে ভালবাস, তবে তাকে মুক্তি দাও, যদি সে ফিরে আসে, তবে সে তোমার। আর যদি ফিরে না আসে, তবে সে কোনদিন ও তোমার ছিল না, 

186. জীবনে কাউকে এতোটা ভালোবাসা উচি না যাতে তাকে ভুলতে কষ্ট হয়, আবার এতটাও ঘৃণা করা উচিত নাহ যে তার জন্য তোমার মায়া হয়.

187. বিনা মেঘে বৃষ্টি হয় না , সূর্য না ডুবলে রাত হয় না , কিছু এমন মানুষ আছে , যাদের সুপ্রভাত না বললে দিনই শুরু হয় না 

188. হারিয়েছে সে-ই কিছু পেয়েছে। এটাই পৃথিবীর একমাত্র লোকসান যাতে আসলে লাভই ভাগ্যে জুটে যায়। 

189. জীবনে এমন একটা সময়ও আসে,যখন নক্ষত্রের জ্যোতিতেও প্রাণের শিরা বেদনার্ত হয়ে ওঠে। 

190.  প্রত্যেক প্রেমিকের জীবনে একটাই সত্য রয়েছে- প্রেমিকের দুঃখে কাঁদবার কেউ নেই; কিন্তু প্রেমিকের কীর্তিকথার বিদ্রুপের হাসি হাসতে সারা জগৎ প্রস্তুত হয়ে আছে। 

191.  সকল ভয়ই মৃত্যভয়ের প্রকাশ্য ছদ্মাবরণ। পরিবর্তনকে ভয় পাই বলেই আমরা ভয় দ্বারা আক্রান্ত হই। 

192.  বস্তুর সীমাবদ্ধতা হলো- তা পাওয়ার আগ পর্যন্ত অস্থিরতা কাজ করে। কিন্তু পাওয়া হয়ে গেলেই তা তৃপ্তি দেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। 

193.  পৃথবীতে মানুষই একমাত্র সৃষ্টি যে চিন্তা ও অনুভূতির দ্বারা তার জৈবিক অবস্থা বদলাতে পারে। 

194.⌠⌠জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম।যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেইল করাটা স্বাভাবিক⌡⌡ 

195.  পৃথিবীতে বেচে থাকতেহলে প্রতি পদে পদেমায়াকে তুচ্ছকরতে হয়।- হুমায়ূন আহমেদ

196. কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে, না পাওয়ার বেদনা অনেক বেশী যন্ত্রনাদায়ক।------------ প্রত্যাশী। 

197.  চাঁদকে উদ্দেশ্য করে তীর ছুঁড়ো,যদি তীর চাঁদের গায়ে নাও লাগে তবে নিশ্চিত তা "তারা" গুলোর বুক তো ভেদ করবেই।বড় কিছু হবার চেষ্টা করো,একটা না একটা কিছু হতে পারবেই। 

198.  কথা বলা শিখতে একজন মানুষের দুই বছর লাগে, কিন্তু-কি বলা উচিত নয়, তা শিখতে লাগে সারাজীবন। 

199. তোমার জিবনে কষ্ট বলনা,যে তোমার কষ্ট বুঝেনা।তাকে ভালোবাস না যে কিনা তোমার ভালোবাসার মর্ম বুঝেনা। 

200.  কারো সাথে বন্ধুত্ব করা সহজ কিন্তু বন্ধুত্ব রক্ষা করা পানির ওপর পানি দিয়ে লেখার চেয়েও কঠিন.

উপদেশমূলক বাণী-হৃদয়স্পর্শী কিছু কথা-দ্বিতীয় খন্ড

71.কাউকে অন্ধের মত বিশ্বাষ করোনা, তাহলে জীবনে অনেক প্রতারিত হবে।

72. পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। 

73. কোটিবার চিন্তা কর কোনো সিদ্ধান্ত নেয়ার আগে কিন্তু সিদ্ধান্ত নেয়ার পর কখনও পিছনে ফিরিওনা যদি কোটিটা সমস্যা আসে। 

74. সেই ধৈর্যশীল যে অতীত ভুলতে পারে আর সেই বুদ্ধিমান যে বর্তমান ও ভবিষ্যৎ কে নিয়েই শুধু ভাবে। 

75. প্রশংসা ভালো লোককে আরো ভালো করে, আর খারাপ লোককে করে আরো বেশি খারাপ

76. কাউকে বেশি বিশ্বাস করো না, বেশি বিশ্বাস করার পরিনাম কখনো ভালো হয় না। 

77. সবচেয়ে শক্তিশালি ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রিত রাখতে সক্ষম হয়।

78. “সৌন্দর্য যে ক্ষনস্থায়ী, ফুলকে দেখেই তা উপলদ্ধি করতে হবে।”

79. বড় গাছ নড়ে কম। বড়মাছের কাঁটা কম।জ্ঞানী লোকের কথা কম । সৎলোকের সংখ্যা কম।গুণী লোকের কদর কম।মরা নদীর পানি কম। রাগী লোকের ধৈর্য কম ।সুস্থ লোকে খায় কম। মূর্খলোকের আক্কেল কম। নিষ্ঠুরলোকের মায়া কম। শিশুদেরহিংসা কম। সৎ লোকের বন্ধুকম। মেয়ে মানুষের বুদ্ধি কম। নিঃশ্বাসেরবিশ্বাস কম| 

80. প্রতিটি মানুষের জীবনেই একজন বিশেষ মানুষ আসে। সেই মানুষটি জীবনে এসে হয়অগোছালো জীবন গুছিয়ে দেয়,না হয় গোছালো জীবনকে অগোছালো করে দেয়

81. বিশ্বাস মানুষের একান্তব্যক্তিগত বিষয়।একটি সত্য ঘটনা একজন বিশ্বাস করলেও, অন্যজনবিশ্বাস নাও করতে পারে।যে বিশ্বাস করছে না তাকে বিশ্বাস করানোটা অনেক কষ্টসাধ্যব্যাপার।এক্ষেত্রে প্রমাণ অতি জরুরি। ...................

82. কোনো কিছু না পাওয়ার জন্য আপনিই বেশী দায়ী,কারণ একটাই, আপনার চাওয়ায় ত্রুটি ছিল।-------

83. মানুষের সব সখ মেটা উচিত নয় । কারন সব সখ মিটে গেলে,বেচেঁ থাকার প্রেরণা নষ্ট হয়ে যায় ।

84. যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়,সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি।

85. ۞⌠⌠শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি⌡⌡۞-পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। 

86. আপনার প্রিয় মানুষটি কোন কারণে আপনার উপর রাগ করতে পারে।কেননা, এটা তাঁর অধিকার।আর তাঁর রাগ ভাঙ্গানোটা আপনার দায়িত্ব। -

87. নিজেকে সস্তা করে ফেলবেন না, তাহলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা পাবেননা।

88. জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম। যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্র টা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেইল করাটা স্বাভাবিক

89. কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না,যাকে কষ্ট দিলে তার দ্বিগুনকষ্ট তোমার নিজের হয়।

90. ভাবনার উত্তম সময় রাত।কেননা, নিরবতা তখনসঙ্গী হয়। 
উপদেশমূলক বাণী-হৃদয়স্পর্শী কিছু কথা-দ্বিতীয় খন্ড
91. “আমার বয়স যখন পাঁচবছর- আমার মা আমাকে বলেছিলো সুখই হলো জীবনের চাবিকাঠি।যখন আমি স্কুলে গেলামআমাকে লিখতে বলা হলো আমি বড় হয়ে কি হতে চাই।আমি লিখলাম- আমি বড়হয়ে সুখি হতে চাই।তারা বলেছিলো আমি প্রশ্নটা ঠিকমতো বুঝিনি,এবং আমি বলেছিলাম তারাই জীবনের অর্থটা এখনো বোঝেনি।”- জন লেলন

92. যে লোক ধৈর্য্য ধরতে পারে, তার জন্য আনন্দও প্রশান্তি অপেক্ষা করে।--- জন লিলি। 

93. অভিমান হল হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার। যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না | _  

94. "তোমার যা নেই তার পেছনে ছুটো।যা আছে তা নষ্ট করো না।মনে রেখো আজকে তোমার যা আছে।গতকাল তুমি সেটার পেছনে ছুটে ছিলে--- এপিকিউরাস। 

95. এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মকাণ্ডের জন্য ধংস হবেনা. যারা খারাপ মানুষের এসব কর্ম-কাণ্ড দেখেও কিছু করেনা তাদের জন্যই ধংস হবে !---আইনস্টাইন  

96. কেউ যদি তোমার ভালবাসার মূল্যনা বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারন জীবনটা এত তুচ্ছ না।  

97. মানুষ সবচেয়ে বড় ভুলকরে তখনই,যখন সে কারো প্রতি অসম্ভব ভাবে দুর্বল হয়ে পড়ে।  

98. কেউ ভুল করে ফেললে,সবার সামনে তিরস্কার না করে,আলাদাভাবে বলে তাকে শুধরে নেয়ার সুযোগ দিন। 

99. পাপের কাজ করে লজ্জিত হলে পাপকমে যায়, আর পুণ্যকাজকরে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায় |_____হযরত আলী (রাঃ)"  

100. জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া খুব একটা কঠিন কাজ নয় ।কিন্তু , কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে,সেখান থেকে একা একা ফিরে আসা খুব বেশি কঠিন ।

101. পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে, কিন্তু খুবকম মানুষই সেই প্রদীপথেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে|___

102. যে মায়ের সন্তান দেশের জন্য জীবন দিয়েছে তার মাতৃত্বের গৌরব চির ভাস্বর। 

103. কাউকে কাছে টানার আগে, প্রশ্রয় দেবার আগে বারবার ভাবুন দুজন দুজনার যোগ্য কিনা।কাছে টেনে অযোগ্যতা কিংবা অক্ষমতার কথা জানিয়ে নিজেও অপমানিত হবেননা কিংবা কাউকে অপমান করার ও অধিকার আপনার নেই।। 

104. চাঁদকে উদ্দেশ্য করে তীর ছুঁড়ো,যদি তীর চাঁদের গায়ে নাও লাগে তবে নিশ্চিততা "তারা" গুলোর বুক তো ভেদ করবেই। বড় কিছু হবার চেষ্টা করো,একটা না একটা কিছু হতে পারবেই। 

105. প্রেম হল এমনএকটা সাগরের নাম । যার পাশ দিয়ে যাওয়ার সময় মনে হবে, "ইস!! একবার যদি নামতে পারতাম । আর যারা সে সাগরে নেমেছে তার মনে হয়, "ইস !! কেন যে নামলাম ?? ......... 

106. অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার অতীত কে অতিরিক্ত মুল্য দেয়াও ঠিক না… ——-  

107. ¤¤যে তোমাকে কষ্ট দেয় তার জন্য কখনো চোখের জল ফেলনা… বরং,,তাকে ধন্যবাদ দাও! তার ছেয়ে ভাল কাওকে খোঁজার সুযোগ করে দেয়ার জন্য! || 

108. মনীষী বলেছেন, সুন্দরী নারী এবং পেছনের দরজা মানুষকে সবসময় পেছনের দিকেই টানে! 

109. চেহারা দেখে যদি মানুষ চেনা যেতো তাহলে ভুল মানুষের প্রেমে পরে এতো কাদতে হতো না_____  

110. হাসি সব সময় সুখের অনুভুতি বুঝায় না।এটা মাঝে মাঝে এটাও বোঝায়,আপনি কতটা বেদনা লুকাতে পারেন।:'

111. "মেয়েদের বোঝা খুব কঠিন।একটি মেয়েকে কখনো পুরোপুরি বুঝতে যানা।পুরোপুরি বুঝতে গেলে হয় আপনি পাগল হয়ে যাবেন নয়তো আপনি মেয়েটির প্রেমে পড়ে যাবেন।"

112. জীবনে কাউকে এতোটা ভালোবাসা উচিনা যাতে তাকে ভুলতে কষ্ট হয়, আবার এতটাও ঘৃণা করা উচিত নাহ যে তার জন্য তোমার মায়া হয়.... 

113. কাউকে আবেগে রভালোবাসা দিওনা,মনের ভালোবাসা দিও!কারন আবেগের ভালবাসা ১দিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরোদিন থেকে যাবে...__ 

114. এমন কাউকে ভালবেসনা যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার আর কোন মূল্য নেই ।তাকেই ভালবেস যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে ।  

115. সাহায্য খুব দামী একটি উপহারের নাম।সবাই এই উপহার দিতে পারে না।যারা আপনাকে এই উপহারটি দেয় তারা মনের দিক থেকে অনেক বড় মানুষ... 

116. পৃথিবী অনেক সুন্দর হয় যদি সুন্দর চোখে দেখা যায়।জীবন অনেক সহজ হয়যদি তা সহজ করে গ্রহণকরা হয় 

117. নিজেকে খুব বেশী চালাক ভাবতে যেওনা ।ভুলে যেওনা- নিঃশব্দে পথ চলার ক্ষমতা তোমার থাকলে, অন্য কেউ হাওয়ায় উড়ে চলার ক্ষমতা রাখে,অস্বাভাবিক নয়।  

118. পৃথীবি খুব সুন্দর অনেক মানুষ কে ভাল লাগতে পারে তাই বলে সবার সাথে প্রেম করা যায়?মনে রেখ ভাল লাগার মানুষ অনেক BUT মনের মানুষ ১জন...  

119. মাঝে মাঝে কষ্টকরে হলেওএকা একা চলা শিখতে হয়?কারণ,যাকেছাড়া আপনি চলতে পারবেননা, বা বাঁচতে পারবেননা ভাবছেন, সে কিন্তু, আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে...  

120. তুমি দেখতে সুন্দর বলে,অন্যকে ঘৃনা করোনা।কারন,তুমি যার হাতে সৃষ্টি,সে তার হাতে সৃষ্টি ।কখনো নিজের সুন্দোর্যনিয়ে অহংকার করোনা.  
121. হাসাতে না পারলে,কাঁদাবে না।আনন্দদিতে না পারলে,কষ্টদিবে না।ভালবাসতে না পারলে,ঘৃণা করবে না।আর বন্ধু হতে না পারলে, শত্রু হবে না..

122. কখনো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো না। তাহলে একদিন দেখবে, নিজেকে বিশ্বাস করানোর মত, এই পৃথিবীতে কাওকেই পাশে খুঁজে পাবে না।  

123. যে তোমায় সত্যিকার ভাবে ভালোবাসে..... সে শত দুঃখ কষ্ট সহ্য করেই তোমার পাশে রবে..... তাকে বেঁধে রাখতে অন্য কোন কিছুর প্রয়োজন নেই..... তোমার ভালোবাসাই সেক্ষেত্রে যথেষ্ট... আর............ যদি ভালো না বাসে তাহলে কোন কিছুর বিনিময়ে তুমি তাকে ধরে রাখতে পারবে না....  

124. এমন কাউকে ভালোবেসো না, যার কাছে প্রয়োজন ব্যতিত তোমার আর কোনো মূল্য নেই , তাকেই ভালোবাসো, যে প্রয়োজনে অপ্রয়োজনে সর্বদাই তোমার প্রয়োজন অনুভব করবে ।  

125. মনের মাঝে তাকেই জায়গা দাও । যে জায়গা পাওয়ার যোগ্যতা রাখে । তার জন্য কোন জায়গা রেখোনা, যে তোমার পুরো মনটাকে খালি করে চলে যাবে। ভুল মানুষকে নিয়ে কখনো স্বপ্ন দেখনা । তাহলে সেই স্বপ্নের সাথে তুমি ও হারিয়ে যাবে । আর জীবনে অনেক কষ্ট পাবে । 

126. কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক হয় না, জীবনে একটা কথা মনে রেখো কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না......৷৷  

127. "হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না। মানুষের ভাগ্য থাকে কর্মে" 

128. যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়।আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্টপাবার ক্ষমতাও তার তত বেশি। তাইকাউকে কষ্ট দিবে না ......  

129. জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর করবেন না , কারন অন্ধকারে আপনার চায়াওআপনাকে ছেড়ে চলে যায় ।  

130. যদি ভাল পেনসিল হাতে না পারো,, কারো সুখের গল্প লিখার জন্যে.. তাহলে ভালরাবার হও,, যেনো কারো দুঃখমুছে দিতে পারো..!! 

131. কাউকে যদি ভালবাস, ভালবেসো চিরদিন। আর যদি না বাসো, বেসনা কোন দিন। অবুজ মননিয়ে খেলা খেলনা, কোন নিষ্পাপহৃদয়ে বেথা দিয়না..

132. মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেওনা। কেননা, সে তোমার এই দুর্বলতারসুযোগ নিয়ে কষ্ট দিতে পারে।  

133. উত্তপ্ত মরুর বুকে অবিশ্রাম হেঁটেও তুমি হবেনা ক্লান্ত, দাঁড়াবে ক্ষনিকের তরে,যদি আশা হয় প্রখর, সংকল্প হয় দৃঢ়....তবে পড়িতে পারো মরীচিকার ছলে... ভয় নেই এথেকেও পরিত্রাণ পাইবে সুদৃঢ় মনোবলে.....!!

134. মুখের কথাকে নয়, বিশ্বাস করুন কাজকে। 

135. আপনার প্রিয় মানুষটি কোন কারণে আপনার উপর রাগ করতে পারে। কেননা, এটা তাঁর অধিকার। আর তাঁর রাগ ভাঙ্গানোটা আপনার দায়িত্ব। 

136. সেই তোমাকে সত্যিকারের ভালবাসে, যে তোমার দেয়া শত কষ্ট, যন্ত্রনা, অপমান মুখ বুঝে সহ্য করে। 

137. ভালো মানুষের রাগ থাকে বেশী। আর যারা মিচকা শয়তান তাঁরা রাগে না। পাছায় লাথি দিলেও, লাথি খেয়েও হাসবে। - হুমাহুন আহমেদ। 

138. ভালোবাসার সুখ যেমন স্বর্গীয়। তেমনি যন্ত্রণাও নরকীয়, তবুও তা মধুর।একজন সুন্দরী আকর্ষনীয় নারীর পাশে ২ ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে যাচ্ছে। গ্রীষ্মের গরমের মাঝে ২ মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। - আলবার্ট আইনস্টাইন। 

139. সব মানুষই প্রেমে পড়ে। কেউ প্রকাশ করে,কেউ লুকিয়ে রাখে। প্রেম ভালোবাসা থেকে এ জগতে কেউই দূরে থাকতে পারে না। 

140. লাজুক ধরনের মানুষ বেশির ভাগ সময় মনের কথা বলতে পারে না। মনের কথা হড়বড় করে বলতে পারে শুধু মাত্র পাগলরাই। পাগলরা মনে হয় সেই কারনে সুখি। ...... হুমায়ুন আহমেদ। 

141. যে ব্যক্তি অপরের দোষের কথা তোমার নিকট প্রকাশ করে, সে নিশ্চয়ই তোমার দোষের কথাও অপরের নিকট প্রকাশ করে থাকে| 

142. পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত। একজন হলো - যে তোমাকে জন্ম দিয়েছে আর একজন হলো - যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে... 

143. কখনো ই কারো এমন প্রশংসা করবেন না। যে প্রশংসা কারো মনে প্রশ্নের সৃষ্টি করতে পারে।

144. ভালবেসে সারা জীবনের জন্য যার হাতটা ধরতে পারবে না, অল্প কিছুদিনের জন্য তার হাত ধরে অভিনয় করোনা। 

145. কারো সাথে বন্ধুত্ব করার আগে তাকে পরীক্ষা করে নেয়া উচিত, সে বন্ধুত্বের যোগ্য কিনা। 

146. বেশি কিছু আশা করা ভুল, বুঝলাম আমি এত দিনে, মুক্তি মিলে না কোন দিন জড়ালে হৃদয় কোন ঋণে। ........শ্রীকান্ত 

147. প্রত্যেক মানুষের মাথায় এক বা একাধিক টেকনিকেল সমস্যা থাকে । আর তাই বলে এটা ভাবার কোনো অবকাশ নেই যে সে পাগল । ___ধীমান সরকার । 

148. মেয়েদের মন হয় নরম এবং অনুভূতিপ্রবণ। সে কারণে ওদের উপর ভালমন্দ দু’টি দিকেরই প্রভাব অত্যন্ত তীব্র হয়ে থাকে। সুতরাং মেয়েদের যদি সময়মত সুশিক্ষা দেওয়া না হয় তবেএর বিষম ফল পিতা মাতাকে দুনিয়া ও আখেরাতে সমভাবে ভোগ করতে হবে। .......ইমাম আহমদ ইবনে হাম্বল (রাহঃ) 

149. পরের প্রশংসা পেতে হলে, অপরকে প্রশংসা করতে হয় - বি সি রায়. 

150. ۞⌠⌠শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি⌡⌡۞ -পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। 

উপদেশমূলক বাণী-হৃদয়স্পর্শী কিছু কথা-প্রথম খন্ড

1.ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে । ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে ৷

2.যার মন পাথরের মত তুমি তাকেই ভালবাস কারণ তুমি যদি পাথরে একবার ফুল ফুটাতে পার তাহলে সেই ফুল সুধু তোমাকেই সুবাস দেবে

3.হাসি সব সময় সুখের অনুভূতি বোঝ যায় না,, এটা মাঝে মাঝে এটাও বোঝায়, আপনি কতটা বেদনা লুকাতে পারেন।

4.ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতি হারায় না, হারিয়ে যায় সময় গুলো। 

5.বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে। কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না।

6.প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না। "ফুলের চাষ করো"। দেখবে প্রজাপতিই তোমার পিছনে ছুটবে।

7.যদি আপনার কাছে কেউ কিছু বলতে চায়, তবে মনোযোগ দিয়ে তার কথা গুলো শুনুন। কিছু দিতে পারেন বা না পারেন, আপনার আন্তরিকতা তার হৃদয়কে স্পর্শ করবে।

8.কোনোকিছু আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয় দুটি সময়ে। সেটি অর্জন করার পূর্বে এবং হারিয়ে ফেলার পর। এই দুইয়ের মধ্যেবর্তী সময়ে তার মূল্য মাথায় রাখুন। তাকে হারিয়ে ফেলার সম্ভাবনা কমে যাবে। 

9."ভুল ভ্রান্তি দিয়েই মানুষের জীবন। সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোন মানে হয় না"।

10.সাফল্য সুখের কারন নয় বরং সুখই সাফল্যের চাবিকাঠি। আপনি যাই করুন না কেন, তা যদি মন থেকে ভালোবেসে খুশিমনে করতে পারেন, তবে সাফল্য আসবেই।

11.সুখের পেছনে ছুটতে নেই।সুখ প্রজাপতির মত।ধরতে গেলে ধরা দেয়না কিন্তু চুপ করে থাকলে ঠিকই গায়ে এসে বসে।। 

12.এক ফোটা বিষ' অনেক পানি নষ্ট করতে" ছোট্ট একটা পাথর' একটা গ্লাস ভাঙ্গতে পারে" আর ছোট্ট একটা মিথ্যা কথা" পুরো Life টা নষ্ট করে দিতে পারে" 

13.অনেক জিনিস অন্যের ভাগে পড়ে যা আমার ভাগে পড়ে না , তাই নিয়ে দুঃখ করে লাভ নেই । কেননা আমার ভাগে যা পড়েছে তা অন্যের ভাগে হয়তো পড়েনি ।

14.পাহাড়ের উপর দারিয়ে আকাশ কে যতটা কাছে মনে হয় , আকাশ ততোটা কাছে নয়. ঠিক তেমনি কোন মানুষ কে যতটা আপন মনে হয় , আসলে সে কখনো ততোটা আপন নয়.???

15.যে যেতে চায় তাকে যেতে দাও আটকিয়ে রাখার চেস্টা করো নাহ। আটকালেই সে ভাব্বে যে তাকে তোমার কোন গতি নেই, তুমি অচল। যে তোমার মুল্য বোঝে নাহ তাকে আটকে রাখার কোন দরকার নেই। AvOid koro খুশি থাকো। avoid করার মাঝে ও একটা মজা আছে। বিশ্বাস নাহ করলে একবার ট্রাই করেই দেখো।

16.মিথ্যাবাদির শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করে না বরং সেই নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না।  

17.জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম। যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেইল করাটা স্বাভাবিক। 

18.বিপদ যত বড় হোক না কেন, তাকে চিরস্থায়ী মনে করো না ধৈর্য ধরে স্রস্টার কাছে বিপদ থেকে মুক্তির প্রার্থনা করো।  

19.“মাথা ছাড়া যেমন মানব দেহের কথা কল্পনা করা যায় না, তেমনি সবর বা ধৈর্য ছাড়া কোনো কিছুই সঠিক হয় না।” 

20.মিথ্যা বললে তা তোমার মনেই রয়ে যায়। মনকে খোঁচাতে থাকে। সত্য বলার সবচেয়ে বড় সুবিধা হলো তুমি কি বলেছো তা আর তোমার মনে রাখার প্রয়োজনীয়তা নেই। 

21.জীবনে আশা করা, কারো প্রতি আস্থা রাখা ও নিজের ক্ষমতার উপর বিশ্বাস করা থামিও না। কিছু খারাপ স্মৃতির জন্য এই তিনটা থেকে বিরত থাকলে জীবনে সুখ খুঁজে পাওয়া যায় না।

22. ভালোবাসো অল্প ভালোবাসো অল্প নয় বেশি করে, যাকে তুমি অনেক বেশি ভালোবাসো। মনে রাখবে সারা জীবন ধরে.মন দিও মনের মানুষকে পাবে যাকে নিজের করে সারা জীবনের জন্য। বিয়ে করবে তো কর রূপ সৌন্দর্য আর অর্থ কে নয় একজন প্রকৃত মানুষ কে..মানুষ রুপি জানোয়ার কে নয় । 

23. মনের মানুষের মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেওনা। কেননা, সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে।  

24. ভালবাসতে মানুষ ভালবাসতে মানুষ রূপ খোজেনা,সুন্দর একটা মন খোজে,কারণ রূপের ভালবাসা একদিন ফুরিয়ে যায়,কিন্তু মনের ভালবাসা কোনদিন ফুরায়না । 

25. কাউকে পাওয়া কাউকে পাওয়ার আসা করোনা, কারণ তাকে পেতে গিয়ে তুমি নিজে ধংস হয়ে যেতে পার, নিজেকে এমনভাবে তৈরি কর যাতে মানুষ তোমাকে পাওয়ার আসা করে। 

26. চেহারা দেখে চেহারা দেখে যদি মানুষ চেনা যেতো তাহলে ভুল মানুষের প্রেমে পরে এতো কাঁদতে হতো না_____ 

27. হাসি সব সময় সুখের অনুভূতি বুঝায় না। এটা মাঝে মাঝে এটাও বোঝায়, আপনি কতটা বেদনা লুকাতে পারেন। 

28. মিথ্যার শক্তি মিথ্যার শক্তি অনেক বেশি। সুন্দর, সত্য বাণীর চেয়ে এ কারণেই গুজব আগে ছড়ায়। ___*হুমায়ূন আহমেদ*

29. সেই ছেলেকে সেই ছেলেকে জীবন সঙ্গী করো, যার ভবিষ্যৎ ভালো। সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো, যার অতীত ভালো। _________ (রবীন্দ্রনাথ ঠাকুর)  

30. ভালোবাসা কোনো “ভালোবাসা কোনো অধিকারের মধ্যে কাউকে আটকিয়ে ফেলে না, বরং তাকে নতুন স্বাধীনতা দান করে। “ - ---রবীন্দ্রনাথ ঠাকুর

31. "মেয়েদের বোঝা "মেয়েদের বোঝা খুব কঠিন। একটি মেয়েকে কখনো পুরোপুরি বুঝতে পারা যায় না । পুরোপুরি বুঝতে গেলে হয় আপনি পাগল হয়ে যাবেন নয়তো আপনি মেয়েটির প্রেমে পড়ে যাবেন।" 

32. জীবনে কাউকে জীবনে কাউকে এতোটা ভালোবাসা উচিত না যাতে তাকে ভুলতে কষ্ট হয়, আবার এতটাও ঘৃণা করা উচিত নাহ যে তার জন্য তোমার মায়া হয়....। 

33. যদি তুমি যদি তুমি কাউকে ভালবাস, তবে তাকে মুক্তি দাও, যদি সে ফিরে আসে, তবে সে তোমার। আর যদি ফিরে না আসে, তবে সে কোনদিন ও তোমার ছিল না । 

34. কাউকে আবেগের কাউকে আবেগের ভালোবাসা দিওনা, মনের ভালোবাসা দিও! কারণ আবেগের ভালবাসা ১দিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে... ___এলটন ডি। 

35. হাসাতে না হাসাতে না পারলে, কাঁদাবে না। আনন্দ দিতে না পারলে,কষ্ট দিবে না। ভালবাসতে না পারলে,ঘৃণা করবে না। আর বন্ধু হতে না পারলে, শত্রু হবে না?  

36. তুমি দেখতে তুমি দেখতে সুন্দর বলে, অন্যকে ঘৃণা করোনা। কারণ, তুমি যার হাতে সৃষ্টি, সে তার হাতে সৃষ্টি । কখনো নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করোনা । 

37. মাঝে,মাঝে মাঝে,মাঝে কষ্ট করে হলেও একা একা চলা শিখতে হয়? কারণ, যাকেছাড়া আপনি চলতে পারবেন না, বা বাঁচতে পারবেন না ভাবছেন, সে কিন্তু আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে...। 

38. পৃথিবী খুব পৃথিবী খুব সুন্দর, অনেক মানুষ কে ভাল লাগতে পারে তাই বলে কি সবার সাথে প্রেম করা যায়? মনে রেখ ভাল লাগার মানুষ অনেক BUT মনের মানুষ ১জন...। 

39. নিজেকে খুব নিজেকে খুব বেশী চালাক ভাবতে যেওনা । ভুলে যেওনা- নিঃশব্দে পথ চলার ক্ষমতা তোমার থাকলে, অন্যকেউ হাওয়ায় উড়ে চলার ক্ষমতা রাখে, অস্বাভাবিক নয় । 

40. পরিপূর্ণ তৃপ্তি পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়েঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই...। 

41. পৃথিবী অনেক পৃথিবী অনেক সুন্দর হয় যদি সুন্দর চোখে দেখা যায়। জীবন অনেক সহজ হয় যদি তা সহজ করে গ্রহণ করা হয় । 

42. সাহায্য খুব সাহায্য খুব দামী একটি উপহারের নাম। সবাই এই উপহার দিতে পারে না। যারা আপনাকে এই উপহারটি দেয় তারা মনের দিক থেকে অনেক বড় মানুষ । 

43. এমন কাউকে এমন কাউকে ভালবেসনা যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার আর কোন মূল্য নেই । তাকেই ভালবেস যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে । 

44. পৃথিবীতে প্রিয় পৃথিবীতে প্রিয় মানুষ গুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতই প্রবাহিত হবে । 

45. জানি তুমি জানি তুমি আমাকে ভালোবাসো না,তাই বলে যাকে তাকে যেন মন দিয়ে বসে থেক না. . . ভালো বন্ধু কামনা করি সারা জীবন। 

46. কিছু কিছু কিছু কিছু কথা থাকে যা মুখে বলা যায় না!! তা চোখে দিয়ে বুজঝে নিতে হয়। আর তা যদি হয় ফার্স্ট প্রেম অর ফাস্ট দেখা। সে চোখের ভাষা বুজতে হবে!!!  

47. মিথ্যা বলে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো... তাতে করে তোমার উপর রাগ করলেও কখনো তোমার থেকে বিশ্বাস হারাবে না!  

48. যখন তোমরা যখন তোমরা ৩ জন থাকো , তখন ২জন চুপি চুপি কথা বলবে না। তাহলে অন্য জনের মনে কষ্ট আসবে।  

49. সত্যিকারের ভালবাসা সত্যিকারের ভালবাসা জীবনে একবার হয়। কোন সময়,কোন জায়গায়, কার সাথে কিভাবে হয় তা কেউ বলতে পরেনা। So মন দিয়ে ভালোবাসো"। 

50. যদি তুমি যদি তুমি কাঊকে পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করে না পাও। তবে মনে করবে অন্য কেঊ তোমাকে পাওয়ার জন্য দোয়া করছে যার দোয়া তোমার চেয়ে সত্যি এবং সত।  

51. কিছু কল্পনা কিছু কল্পনা রেখো অপুর্ণতার আশায়...কিছু কল্পনা রেখ নিজের ভাষায়। কিছু বন্ধু রেখো সময়ের কারণে, কিছু বন্ধু রেখো জীবনে মরণে।

52. ভালোবেসে মূল্যহীন হওয়ার চেয়ে না ভালোবেসে অমূল্য থাকাই শ্রেয়। 

53. যে আজ মিথ্যা বলে সুখ পায়,সে একদিন সত্য বলতে গিয়ে কাঁদবে। 

54. সফলতার পিছনে ছুটো না, যোগ্যতা অর্জন কর , দেখবে সফলতা তোমার পিছনে ছুটবে|  

55. সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ... 

56. তুমি কখনোই সব কিছু পেতে পার না, কারন সবকিছু রাখার জায়গাও তোমার নেই। 

57. জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই। মনে রেখ, তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে। 

58. কাউকে পাওয়ার আশা কোরো না, নিজেকে এমন ভাবে তৈরি করো যেন মানুষ তোমাকে পাওয়ার আশা করে । 

59. আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে  

60. জীবনে উন্নতি করতে চাইলে অবশ্যই স্বপ্নগুলোকে বড় করতে হবে। 

61. যেটা হয়ে গেছে তার জন্য আফসোস করো না। যা হতে যাচ্ছে তা নিয়ে চিন্তা কর।

62. অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করলেও, স্বভাব বদলাতে পারে না। 

63. দেহের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্য হাজার গুনে শ্রেষ্ঠ...  

64. কেউ কাউকে ঠকিয় না। পরে হয়তো তুমি তোমার ভূল বুঝতে পারবে কিন্তু তখন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। 

65. যৌবনের ইবাদত বৃদ্ধ বয়সের ইবাদতের চেয়েঅনেক বেশি দামী, আর বৃদ্ধ বয়সের পাপ যৌবনের পাপের চেয়ে অনেক বেশি জগন্য। 

66. মুর্খের সঙ্গে বন্ধুত্ব করো না, সে তোমার উপকারের চেষ্টা করে তোমার ক্ষতি করবে।  

67. যে প্রতিবেশী তোমার থেকে শান্তি প্রত্যাশা করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করো না।  

68. একজন মহান ব্যক্তিকে চেনা যায় ছোট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে।  

69. মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে। 

70. তুমি অপরের যত ক্ষতি চাইবে, তার চেয়ে বেশি তুমি নিজেই ক্ষতির সম্মুখীন হইবে।  

Sunday, July 15, 2018

IBA admission test Question-আইবিএ বিবিএ ভর্তি প্রস্তুতি: জেনে নাও খুঁটিনাটি

IBA admission test Question -আইবিএ বিবিএ ভর্তি প্রস্তুতি: জেনে নাও খুঁটিনাটি

এইচএসসি বা সমপর্যায়ের পরীক্ষা সমাপ্তির পর তোমাদের অনেকেরই স্বপ্ন থাকে ব্যবসায় প্রশাসন বিষয়ে পড়াশোনা করার। এই বিষয়ে স্নাতকশ্রেণির পড়াশোনা হচ্ছে বিবিএ, যার পূর্ণাঙ্গ অর্থ ‘ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-র বিবিএ ডিগ্রি বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক ডিগ্রিগুলোর মধ্যে একটি। এই স্বপ্নপূরণের পথে কীভাবে প্রস্তুতি নেবে, কী কী করণীয় সে ব্যাপারে তোমাদের মনে যত প্রশ্ন রয়েছে, এই লেখাটির মাধ্যমে তার সবগুলোর উত্তর পেয়ে যাবে।

আইবিএ-তে ভর্তি পরীক্ষা কারা দিতে পারে?

তুমি যেকোন গ্রুপ থেকেই পড়াশোনা করো না কেন, (সায়েন্স/আর্টস/কমার্স) এইচএসসি (মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিম) পাশ করার পরে বিবিএতে ভর্তি পরীক্ষা দিতে পারবে। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, মাদ্রাসা- কোন ভেদাভেদ নেই, সবাই পারবে পরীক্ষা দিতে।

ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে জিপিএ কত লাগবে?

অনেকে মনে করো যে এসএসসি, এইচএসসিতে গোল্ডেন থাকা লাগবে বা ইংরেজিতে এ প্লাস থাকতে হবে। এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আইবিএতে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে তোমার এসএসসি এবং এইচএসসি উভয় মিলিয়ে মোট জিপিএ ৭.৫ থাকলেই যথেষ্ট (চতুর্থ বিষয় সহ)।

IBA admission test Question -আইবিএ বিবিএ ভর্তি প্রস্তুতি: জেনে নাও খুঁটিনাটি

জিপিএর উপর ভিত্তি করে পয়েন্ট ঠিক করা হয়।

এসএসসিতে তোমার জিপিএ ৪.৫ হলে পাবে ৩ পয়েন্ট, আর ৩.৫ জিপিএ হলে পাবে ২ পয়েন্ট।

এইচএসসিতে জিপিএ ৪ হলে পাবে ৩ পয়েন্ট, এবং জিপিএ ৩ হলে ২ পয়েন্ট।

এই পয়েন্টগুলো যোগ করে মোট ৫ পয়েন্ট পেলেই তুমি যোগ্য পরীক্ষা দেওয়ার জন্য।

আইবিএতে কি শুধু ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরাই পড়ে?

এটি একটি প্রচলিত ভুল ধারণা। আগেই বলেছি, এখানে বাংলা-ইংরেজি-মাদ্রাসা কোন মাধ্যমের ভেদাভেদ নেই। তুমি যে মাধ্যমেই পড়াশোনা করো না কেন, যোগ্যতা থাকলে অবশ্যই সুযোগ পাবে আইবিএতে।

একটি মজার তথ্য জেনে অবাক হবে, সাধারনত আইবিএতে ভর্তি পরীক্ষায় প্রতিবছর উত্তীর্ণদের ভেতর ইংলিশ মিডিয়ামের চেয়ে বাংলা মিডিয়ামের শিক্ষার্থীদের সংখ্যাই বেশি থাকে! সুতরাং, তোমার ভয় পাওয়ার কোন কারণ নেই।

ভর্তিযুদ্ধে কত পরীক্ষার্থী অংশ নেয়? উত্তীর্ণ হয় কতজন?

প্রতিবছর গড়ে ছয় থেকে সাত হাজার শিক্ষার্থী অংশ নেয় আইবিএ ভর্তি পরীক্ষায়। সেখান থেকে লিখিত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় ১৮০ জন, তাদেরকে একটি চূড়ান্ত মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হয়। মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে বাছাই হয় ভাগ্যবান ১২০ জন শিক্ষার্থী।

এত এত পরীক্ষার্থীদের মাঝে আমি কি পারবো?

প্রথমেই জেনে রেখো, পরীক্ষার্থীর সংখ্যা অনেক হলেও সত্যিকারের প্রতিযোগিতায় আসার যোগ্যতা থাকে খুব কম শিক্ষার্থীরই। যেহেতু আইবিএ-র ভর্তি পরীক্ষা বছরের শেষদিকে হয়, এর আগেই মেডিকেল ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য পরীক্ষাগুলো সমাপ্ত হয়ে যায়। অনেকেই তাই কৌতূহল বা শখের বশে পরীক্ষা দিতে আসে যথাযথ প্রস্তুতি ছাড়া।

তোমার সত্যিকারের প্রতিযোগিতা হবে মাত্র ১০-১৫% পরীক্ষার্থীর সাথে। সুতরাং এত পরীক্ষার্থী দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই।

ভর্তি পরীক্ষা কখন অনুষ্ঠিত হয়? সার্কুলার কখন ছাড়ে?

সাধারনত অক্টোবরের একদম শুরুতেই ফর্ম ছাড়া হয় ওয়েবসাইটে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুর সাত সপ্তাহের ভেতর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণত অক্টোবরের একদম শেষে বা নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত হয় আইবিএ বিবিএ ভর্তি পরীক্ষা (এটি fixed নয়, বছরভেদে আগে পরে হতে পারে)।

এ তো গেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য। সব জানার পর যদি লক্ষ্য স্থির করো আইবিএতেই পড়তে চাও, চলো তবে জেনে নেওয়া যাক কীভাবে নেবে পরিপূর্ণ প্রস্তুতি।

আইবিএ বিবিএ ভর্তি পরীক্ষার পাঠ্যসূচি কী?

আইবিএ ভর্তি পরীক্ষার জন্য কোন ধরাবাঁধা পাঠ্যসূচি বা সিলেবাস নেই। যেহেতু কোন নির্দিষ্ট সিলেবাস নেই, সুতরাং শতভাগ প্রস্তুতি নেওয়া কারো পক্ষেই সম্ভব না। এক্ষেত্রে মাথায় রাখতে হবে, অনুশীলনের বিকল্প কিছু নেই। তুমি যা পড়বে এর ৪০% হয়তো মনে থাকবে না, সেটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই। এই ৬০% কে পুঁজি করেই বিজয়ের নিশান উড়িয়ে দিতে পারবে তুমি। সুতরাং “কী কী পড়বে” তারচেয়েও বেশি গুরুত্বপূর্ণ “কী কী বাদ দিয়ে পড়বে”।

আমাকে কি ইংরেজি ও গণিতে অসাধারন দক্ষ হতে হবে?

আমরা অনেকেই আছি, যাদের ইংরেজির ভিত্তি তেমন শক্ত নয় অথবা গণিতে দুর্বল। তাদের জন্য কাজটি কঠিন নিঃসন্দেহে, কিন্তু যতই দুর্বল হওনা কেন, কঠোর পরিশ্রম করলে তুমি অবশ্যই উত্তীর্ণ হবে।

আইবিএ ভর্তি পরীক্ষার প্রশ্নে সাধারণত IQ based (বুদ্ধির পরীক্ষা) প্রশ্ন থাকে, মাধ্যমিক পর্যায়ের অঙ্ক থাকে বেশিরভাগ। ইংরেজিতে বেসিক গ্রামারের খুঁটিনাটি জানা থাকতে হয় ভালভাবে, সাথে ভোক্যাবুলারি রয়েছে। সুতরাং ইংরেজি/গণিত এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অনুশীলনের মাধ্যমে সব আয়ত্তে আনা অবশ্যই সম্ভব।

প্রশ্নের মানবণ্টন

লিখিত পরীক্ষা দুটি পর্যায়ে হয়। নৈর্ব্যক্তিক এবং লিখিত।

নৈর্ব্যক্তিক অংশ

নৈর্ব্যক্তিক (M.C.Q) পরীক্ষার সময় ৯০ মিনিট। এতে তিনটি অংশ থাকে – ইংরেজি (৩০ মার্কস), গণিত (৩০ মার্কস), এনালিটিকাল (বিশ্লেষণী) (১৫ মার্কস)।

তোমাকে ইংরেজি, গণিত, এনালিটিকাল প্রত্যেকটি অংশ আলাদা আলাদাভাবে পাশ করতে হবে।

বেশিরভাগ অংশে ফুল মার্কস পেয়েও কোন একটি অংশেও যদি ফেল করো তাহলে তুমি অনুত্তীর্ণ।

প্রত্যেকটি অংশে Passing Mark (পাশ মার্ক) কতো?

এটি বছরভেদে বা প্রশ্ন কতো কঠিন বা সহজ হয় তার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। কিন্তু প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতিটি অংশে Passing Mark 60%।

অর্থাৎ ইংরেজি ও গণিতে তোমাকে কমপক্ষে ১৮ মার্কস এবং এনালিটিকালে কমপক্ষে ৯ মার্কস পেতে হবে।

নেগেটিভ মার্কিং কতো? ক্যালকুলেটর কি আনা যাবে?

প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে কাটা যাবে। সুতরাং একদম নিশ্চিত না হয়ে উত্তর করবে না। আইবিএ ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর কখনোই অনুমোদিত নয়।

ইংরেজি অংশ
ইংরেজিতে মূলত ৩টি অংশ থাকে।

Grammar

Reading (comprehension)

Vocabulary

গণিত অংশ
গণিতেও ৩টি অংশ থাকে।

Algebra

Arithmetic

Geometry

(এগুলো সবই মাধ্যমিক পর্যায়ের অঙ্কের Standard অনুযায়ী)।

এনালিটিকাল অংশ
যথারীতি এখানেও ৩টি অংশ।

Puzzle Solving

Critical Reasoning

Data Sufficiency

কীভাবে নেবে প্রস্তুতি?

মনে রাখতে হবে, অনুশীলনের বিকল্প নেই। তোমাকে প্রত্যেকটি টপিক হাজার হাজার বার অনুশীলন করতে হবে,  এতে কোন ঘাটতি রাখা চলবে না। এখন জানাবো প্রস্তুতির জন্য কী কী বই বা অনলাইন সোর্সের প্রয়োজন। সাথে জানাবো কোন বিষয়ের জন্যে কী কী বই পড়া দরকার।

বইয়ের তালিকা
Cliff’s TOEFL

Barron’s SAT

Word Smart (part 1 & 2)

GRE Big Book

GMAT

Math Q Bank (Mentors, Saifur’s)

ইংরেজি:

গ্রামার শেখার জন্য Cliff’s TOEFL শুরু থেকে শেষ পর্যন্ত অসম্ভব মনোযোগ দিয়ে পড়তে হবে। খুঁটিনাটি সব গ্রামাটিক্যাল রুলস খুব ভালভাবে জানতে হবে। এই বইটির প্রত্যেকটা অনুশীলনী বারবার চর্চা করবে।
Barron’s SAT থেকে Sentence Correction & Error Detection এই অংশগুলো খুব ভালভাবে অনুশীলন করবে। SAT এ প্রায় ৩৫০০ শব্দের ভোক্যাবুলারি লিস্ট আছে, সেগুলো সব শিখে ফেলতে পারলে তো কথাই নেই, তা যদি না পারো, SAT এর High Frequency 400 word একদম ঠোঁটস্থ জানতে হবে।
Analogy, Sentence Completion এগুলো GRE Big Book থেকে পড়তে হবে।
এর পাশাপাশি Word Smart বইটি অনেক সাহায্য করবে।
Reading Comprehension, Fill in the blanks এগুলো আইবিএর বিগত বছরের প্রশ্নগুলো বারবার সলভ করো, পাশাপাশি Cliff’s TOEFL & Barron’s SAT থেকেও সলভ করো।
গণিত:
 গণিতের প্রস্তুতির জন্য Mentors’ Math Q Bank এই বইটির কোন বিকল্প নেই। Algebra, Arithmetic, Geometry প্রত্যেকটি অংশ বারবার অনুশীলন করবে। আমি নিজে এই বইয়ের প্রত্যেকটা ম্যাথ কমপক্ষে দশবার সলভ করেছি। এত বেশি অনুশীলন করবে যেন প্রশ্ন দেখেই প্যাটার্ন ধরে ফেলতে পারো, মুখে মুখে সলভ করে ফেলতে পারো।
 এছাড়া বিগত বছরের আইবিএ -র গণিতের প্রশ্নগুলো বারবার সলভ করো।
 GMAT & Barron’s SAT এর গণিতের অংশগুলো অনুশীলন করো বারবার।
 Data Sufficiency এর জন্য GMAT এর data sufficiency চ্যাপ্টারের অঙ্কগুলো চর্চা করো। 

এনালিটিকাল:
এনালিটিকাল অনুশীলনের জন্য GRE Big Book সবচেয়ে গুরুত্বপূর্ণ বই। এখানে ৩০০+ পাজল আছে, সাধারণত এগুলো থেকেই প্রতিবছর ঘুরেফিরে প্রশ্ন আসে আইবিএতে। সুতরাং এখানের প্রত্যেকটি পাজল একদম ঝালাই করে অনুশীলন করতে হবে।
 Critical Reasoning এর জন্য GRE Big Book & GMAT এ দুটো বই কাজে আসবে তোমার।
অনলাইন সোর্স:
বইয়ের পালা তো গেল, প্রস্তুতির জন্য অনলাইনেও অনেক সাহায্য পাবে তুমি।

 Majortest.com খুব উপকারী একটি ওয়েবসাইট, এখান থেকে প্রতিদিন অবশ্যই ইংরেজি, গণিত, এনালিটিকাল এগুলো চর্চা করবে। এখানে উত্তর ব্যাখ্যাসহ দেওয়া থাকে, তাই বুঝতে সাহায্য করবে অনেক।
নৈর্ব্যক্তিক অংশের আলোচনা শেষ হলো। এবার দেখে নেওয়া যাক লিখিত অংশে কী কী আছে।

লিখিত অংশ (৩০ মিনিট)
তোমাকে খুব চমৎকার ইংরেজি লিখতে জানতে হবে বা সাহিত্য করতে হবে এমন কোন কথা নেই। যেগুলো লক্ষ্য রাখতে হবে-

 হাতের লেখা পরিষ্কার ও গুছানো হতে হবে। 
 কোনরকম বানান ভুল করা যাবে না।
 বাক্যের গঠনে বিন্দুমাত্র গ্রামাটিক্যাল Error যেন না হয়।
 অনর্থক লেখা বড় না করে কম কথায় মূল বক্তব্য সাজিয়ে তুলে ধরতে হবে।
প্রস্তুতি কীভাবে নেবে তা তো জানলে। কিন্তু শুধু প্রস্তুতি নিলেই চলবে না, পরীক্ষার হলে কী কী করণীয় সেটিও জানতে হবে।

পরীক্ষার হলে যা যা অবশ্যই মাথায় রাখবে
সময় ব্যবস্থাপনা করো:

আইবিএ-র প্রশ্ন ক্লাস এইটের শিক্ষার্থীও সলভ করতে পারবে, তুমি সলভ করতে পারছো কিনা তা দিয়ে কিচ্ছু আসে যায় না। কত তাড়াতাড়ি সলভ করতে পারছো সেটি আসল বিষয়। Time Constraint এর ব্যাপারটি মাথায় রাখতে হবে। বাসায় হাজার হাজারবার অনুশীলন করো প্রত্যেকটি ম্যাথ, পাজল যেন পরীক্ষার হলে দেখামাত্র মুখে মুখে সলভ করে ফেলতে পারো।
Time Management এর আরো একটি টিপস – প্রস্তুতি নেয়া বড় কথা নয়, প্রস্তুতিকে ঠিকভাবে কাজে লাগানোই সাফল্য। তোমাকে প্রত্যেকটা Segment-এ আলাদা আলাদাভাবে পাস করতে হবে। কাজেই তুমি যা পারো, শুধু সেটা নিয়েই পড়ে থাকবে না। সময়টাকে ভাগ করে নিবে, পুরো সময়ের দুই-তৃতীয়াংশ সময়ে যা যা পারো, সেগুলো ঝটপট উত্তর করে ফেলবে। বাকি সময় যেটুকু থাকে তখন অন্য প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে।
বাসায় প্রতিদিন বিগত বছরের প্রশ্নগুলোর উপর নিজে নিজে মডেল টেস্ট দিয়ে Time Management অনুশীলন করবে। শেষ একমাস কোন Study break নেই। কঠোর রুটিন মেনে পড়াশোনা করতে হবে।
ভেবেচিন্তে উত্তর দাও:

আগেই বলেছি প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্কস কাটা যাবে। সব প্রশ্নের উত্তর দেওয়ার কথা চিন্তাও করবে না। তোমাকে সব পারতে হবে এটা ভাবার প্রশ্নই আসে না।
যেগুলোর উত্তর তুমি একদম নিশ্চিত সেগুলো আগে দাগাও, পাসিং মার্ক অতিক্রম করতে পারলেই নিশ্চিত থাকো তুমি সফল হবে। ৬০% মার্কস পেয়েও বহু পরীক্ষার্থী উত্তীর্ণ হয়, অথচ ৯০% মার্কস পেয়েও নেগেটিভ মার্কিং এর জন্য কোন একটি সেকশনে পাসিং মার্ক পেরোতে না পারায় ফেল আসে অনেকের।
সারপ্রাইজের জন্য প্রস্তুত থাকো । এমন অনেক প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যেগুলো আসার কথা তুমি কল্পনাও করোনি।
STAY COOL! মাথা ঠাণ্ডা রাখো! ৯০% পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয় কেবল এই একটি কারণে। প্রশ্ন সলভ করতে সবাই পারে কিন্তু পরীক্ষার হলে মাথা গরম করে ফেললে সব স্বপ্ন ধ্বংস হয়ে যাবে তোমার।
আত্মবিশ্বাসী হও:

BE A WINNER! পরীক্ষার হলে ভয় লাগাটাই স্বাভাবিক। কিন্তু এই টেনশন আর ভয়কে প্রশ্রয় দিলে একদম সর্বনাশ হয়ে যাবে। মনে একটাই বিশ্বাস রাখবে – “WHO AM I? I AM A CHAMPION!”
শুধু আত্মবিশ্বাসের জোরেই দেখবে পরীক্ষা অনেক ভাল হবে।
তোমার বুকে ১০০% বিশ্বাস থাকতে হবে তুমি আইবিএতে চান্স পাওয়ার যোগ্য

লিখিত পরীক্ষার আলোচনা শেষ হলো। তোমরা যারা এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের আরেকটি বাধা পেরোতে হবে – মৌখিক পরীক্ষা। এখান থেকে ঝরে যাবে আরো ৬০ জন!  এতদূর পথ পাড়ি দিয়ে এই পরীক্ষায় বাদ পড়ে যাওয়ার কষ্ট সহ্য করার মতো নয়। তাই মৌখিক পরীক্ষা সম্পর্কেও জানতে হবে ভালভাবে।

চূড়ান্ত মৌখিক পরীক্ষা

সুন্দর ফরমাল ড্রেস পরে যাবে ভাইভাতে। ফুলহাতা শার্ট, প্যান্ট, সাথে স্যুট পরতে পারো। জুতো একদম পরিষ্কার যেন হয়। চুল আঁচড়ানো হবে। মেয়েদের জন্যও ভাইভা বোর্ডের ভাবগাম্ভীর্য অনুযায়ী যথাযথ পোষাক বাঞ্ছনীয়। তোমাকে দেখে যেন বিনীত এবং মার্জিত রুচির পরিচয় পাওয়া যায়।

তোমার চলনে বলনে আত্মবিশ্বাসের ছাপ থাকতে হবে। ভাইভা বোর্ডে অনেকভাবে তোমাকে নার্ভাস করার চেষ্টা করা হবে, আত্মবিশ্বাস হারালে চলবে না।
আত্মবিশ্বাস তো থাকতেই হবে, কিন্তু তাই বলে ওভার কনফিডেন্ট হলে চলবে না। বেয়াদবি বা Inappropriate কথা-বার্তা, আচরণ ভুলেও করা যাবে না ভাইভা বোর্ডে।
ভাইভার প্রস্তুতির জন্য আলাদা করে কিছু পড়তে হবে না। সাধারন জ্ঞান, এসএসসি এইচএসসি থেকে কোন পড়া ধরা হয়না সাধারনত ভাইভাতে।
অনেকেই আছে ইংরেজিতে কথা বলায় ফ্লুয়েন্ট না। এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কমন কিছু প্রশ্ন-

তোমার পরিবারে কে কী করেন, কোথায় পড়াশোনা করেছো, কেন আইবিএতে পড়তে চাও, ক্যারিয়ার হিসেবে কোন পথ বেছে নিবে, তোমার জীবনের স্বপ্ন কী ইত্যাদি প্রশ্নের উত্তর সুন্দর করে গুছিয়ে বলার অনুশীলন করবে। ভাইভা বোর্ডে পারো আর না পারো, ইংরেজি বলে যাবে। ইংরেজির জন্য কাউকে থামিয়ে রাখা যায়না। Accent নিয়ে চিন্তাও করবে না, accent কেউ দেখেনা, ইংরেজি বলতে পারলেই হলো।

ভাইভা বোর্ডে মূলত যাচাই করা হয় তোমার উপস্থিত বুদ্ধি, আচরণে মার্জিত বিনীত মনোভাব, আন্তরিকতা, আত্মবিশ্বাস, স্মার্টভাবে পরিস্থিতি সামলানোর ও মাথা ঠাণ্ডা রাখার ক্ষমতা।

শেষকথা

আইবিএ বিবিএ ভর্তি পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আত্মবিশ্বাস। আমি যেমন আইবিএ এবং বিইউপি ছাড়া অন্য কোথাও পরীক্ষাই দেইনি। তোমার বুকে ১০০% বিশ্বাস থাকতে হবে তুমি আইবিএতে চান্স পাওয়ার যোগ্য।

প্রস্তুতিতে কোন অবহেলা করা যাবে না। ভর্তি পরীক্ষার প্রস্তুতির মাঝে ঈদ, পূজোর ছুটি যাবে, এগুলোর উদযাপনে একটা ঘণ্টাও যেন নষ্ট না হয়। ঘুম, আড্ডাবাজি, ফেসবুকিং, সব বন্ধ এই কয় মাস। ভর্তি পরীক্ষার এই কয়টি দিন তুমি কতটুকু পরিশ্রম করছো তার উপর নির্ভর করবে তোমার বাকি জীবনের পথচলা।

স্বপ্নের আইবিএতে পড়ার লক্ষ্য পূরণ হোক সবার। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-ই নয়, তুমি যদি এই লেখা অনুসারে প্রস্তুতি নাও তাহলে বিইউপি, জাহাঙ্গীরনগর, নর্থ সাউথ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের বিবিএ পরীক্ষাতেও অনেক ভাল করবে।

WORK HARD, DREAM BIG, REACH FOR THE SKY!