Ad 3

Education makes a door to bright future

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education is a way to success in life

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education is a best friend goes lifelong

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education makes a person a responsible citizen

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education is a key to the door of all the dreams

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Showing posts with label Best Jobs. Show all posts
Showing posts with label Best Jobs. Show all posts

Saturday, December 22, 2018

বিসিএস প্রিলির ভালো প্রস্তুতির জন্য কী কী বই পড়বেন? BCS Exam Preparation-বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিন অনলাইনে

***বিসিএস ক্যাডার হওয়ার জন্য বাংলাদেশের বেশিরভাগ চাকরি প্রত্যাশী উচ্চ শিক্ষিতর ড্রিম থাকে বলা চলে। কেননা, বিসিএস ক্যাডার জব একটি অনেক সম্মানের সরকারি ফার্স্ট ক্লাস গেজেটেড জব, জব সিকিউরিটি অনেক ভালো এবং বেতন-ভাতা ভালো, ভবিষ্যৎ অনেক উজ্জ্বল সর্বোপরি বিসিএস ক্যাডেরদের সামাজিক গ্রহণযোগ্যতা অনেক বেশি। কিন্ত বেশির ভাগ বিসিএস ক্যাডার প্রত্যাশীই জানেন না বিসিএসের জন্য কি কি বই পড়তে হবে কিংবা কিভাবে শুরু করতে হবে।

বিসিএস প্রিলির জন্য কোন কোন বইগুলো ভালো বা বিসিএস প্রিলির জন্য কোন কোন বইগুলো পড়তে হবে ফেইসবুকে/আমার ফেইসবুক গ্রুপে, আমার ফেইসবুক পেইজে, ফোনে অনেক জিজ্ঞেস করে থাকেন অনেক সময়। কিন্তু সবাইকে এক এক করে উত্তর দেওয়া সম্ভবপর নয় বিধায় বলতাম, "এই বিষয়ে একদিন লিখবো।" কিন্তু চাকরির ব্যস্ততা আর "BCS Preliminary Analysis" বইটির কাজের জন্য লিখবো লিখবো করেও সময় হয়ে উঠছিল না। তাই আজ লিখেই ফেললাম!

এর দ্বারা যদি একজনেরও উপকার হয় কিংবা কাজে আসে তাহলে আমার এই লিখা সার্থক।

আমার কাছে মনে হয় এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, কেউ যদি আমার লিখা বাংলাদেশের প্রথম সাজেশনভিত্তিক বই "BCS Preliminary Analysis" বইটি বুঝে বুঝে পড়ে সম্পূর্ণভাবে শেষ করে এই বইটিই বিসিএস প্রিলি পাশের জন্য যথেষ্ট ইনশাল্লাহ ; কেবল আপডেট থাকার জন্য এই বইটি সাথে প্রত্যেক মাসের "কারেন্ট অ্যাফেয়ার্সটি" পড়তে হবে আর কিছু লাগবে না।
তারপরও যাদের হাতে অনেক সময় আছে আমি মনে করি তাদের "BCS Preliminary Analysis" বইটির পাশাপাশি আরো সূক্ষ্ম প্রস্তুতির জন্য আরো কিছু বই পড়া উচিত যা তাদের জ্ঞানের পরিধি যেমন বিস্তৃত করবে তেমনিভাবে বিসিএস রিটেনে অনেক হেল্প করবে।


আমার কাছে BCS প্রিলিমিনারির জন্য যে বইগুলো ভালো লেগেছে বা কাজের মনে হয়েছে তা নিচে শেয়ার করলাম-.

বিসিএস প্রিলির ভালো প্রস্তুতির জন্য কী কী বই পড়বেন? BCS Exam Preparation-বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিন অনলাইনে

================================================================
1.Bangla- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, বাংলা ব্যাকরণ ৯-১০ শ্রেণি, প্রফেসর'স বিসিএস প্রিলিমিনারি বাংলা (প্র‍্যাকটিসের জন্য)
.
২. English - Applied English Grammar and Composition by PC Das, Advanced Learners' Functional English( Communicative টা নয়), by Chowdhury & Hossain, Saifur's Vocabulary, English for Competitive Exam by Fazlul Hoque (প্র‍্যাকটিসের জন্য)
.
3. সাধারণ জ্ঞান: MP3/নতুন বিশ্ব+ মাসিক Current Affairs
.
4. Math-: MP3 George's Math Review/ প্রফেসর'স স্পেশাল গণিত+ ক্লাস ৫-১০ Text Books (সৃজনশীল)
.
5. Metal Ability - MP3 George's Mental Ability + বিসিএস রিটেনের বিগত সালের মানসিক দক্ষতার সকল প্রশ্ন ব্যাখ্যাসহ
.
6. সুশাসন, নৈতিকতা ও মূল্যবোধ, ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা - Assurance Publications এর "সুশাসন, নৈতিকতা এবং ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থপনা" এই বইটি পড়তে পারেন; সাথে নবম - দশম শ্রেণির ভূগোল বইটি ও এইচএসসি "পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র পড়তে পারলে আরো ভালো করতে পারবেন।
.
7. বিজ্ঞান- ওরাকল/MP3 George's
.
৮. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি- Easy Computer + তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ শ্রেণি) - প্রকৌশলী মুজিবুর রহমান
9. English Literature - A Short Handbook On English Literature by Sharif

10. "কারেন্ট অ্যাফেয়ার্স বিসিএস প্রিলিমিনারি বিশেষ সংখ্যা"
.
11. বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংক- প্রফেসর'স প্রকাশন (ব্যাখ্যাসহ পড়তে হবে। কারণ বিগত সাল থেকে অনেক প্রশ্ন রিপিট করে)
.
*আর যাদের হাতে সময় কম বা এত বেশি বই পড়তে পারেন না তারা একটু ধৈর্য ধারণ করে "BCS Preliminary Analysis" বইটির জন্য অপেক্ষা করার জন্য বিশেষ অনুরোধ রইল।
.
*শুধু "BCS Preliminary Analysis" বইটি পড়লেই ইনশাল্লাহ বিসিএস প্রিলি পাশ করতে পারবেন। কিন্তু বেশি বেশি জানার জন্য বেশি বেশি পড়ার বিকল্প নেই।

*সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং জীবনে পরিশ্রম করলে যেন সফল হোন সেই শুভ কামনা রইল। আর হতাশ হওয়ার কিছু নেই; কখনো হতাশ হবেন না। সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ সব সময় পরিশ্রমীদের সাথেই আছেন। আরেকটি বিষয় মনে রাখতে হবে একনিষ্ঠ ও সৎ উদ্দেশ্যে পরিশ্রম কখনো বিফলে যায় না।

Sunday, November 11, 2018

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান---
Questions and Solutions for Primary Teacher Recruitment Examination


১. কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল-মতিউর রহমান
২. গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত- আব্রাহাম লিংকন
৩. অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ কাল-২০১২
৪. X^-3 -.001= 0 হলে x^2=? 100
৫. কৈশর এর প্রকৃতি ও প্রত্যয়- কিশোর + ষ্ণ
৬. Out and out means- Thoroughly
৭. ৬৫৫৮ এর সাথে কোনটি যোগ করলে এটি পুর্ণবর্গ সংখ্যা হবে- ৩
৮. The word gravity is- Noun
৯. ১ থেকে ৯৯ সংখ্যার গড় কত- ৫০
১০. Correct spelling- achievement
১১. কোনটি বৃহত্তম- ৪/৩
১২. কপোল এর প্রতিশব্দ-গাল
১৩. শতকরা কত হার সুদে ২৫ বছরে কোন মূলধন সুদেমুলে ৪ গুন হবে- ১২%
১৪. ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন- মুহম্মদ বিন তুঘলক
১৫. একটি বৃত্তের যেকোন দুটি সংযোগ রেখাকে কি বলে- জ্যা
১৬. লাজওয়াব শব্দে লা কোন উপসর্গ- আরবি
১৭. রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে। ঘন্টায় ৪৫ কিঃ মিঃ বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে?- ১২ সেকেন্ড
১৮. The chain was—–than we thought. – Stronger
১৯. শুদ্ধ বানান- বুদ্ধিজীবী
২০. স্বাধীনতা যুদ্ধকালে অস্থায়ী সরকার গঠিত হয়- ১৭ এপ্রিল
২১. আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি- মুক্তিযুদ্ধ
২২.নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস- কার্বন ডাই অক্সাইড
২৩. Passive form of – He is going to open a shop- A shop is going to be opened by him
২৪.যার দুই হাত সমান চলে- সব্যসাচী
২৫. ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ – ৮ ফালগুন
২৬.কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে , তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে- ২৩জন
২৭.সবার উপরে মানুষ সত্য , তাহার উপর নাই উক্তিটি – চন্ডীদাস
২৮. ক্ষুৎপিপাসা সন্ধি বিচ্ছেদ- ক্ষুধ+পিপাসা
২৯. বাংলাদেশের বীরত্বসূচক উপাধির মধ্যে ২য় কোনটি- বীর উত্তম
৩০. ৩০.কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে , তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে- ২৩জন
৩১. সবার উপরে মানুষ সত্য , তাহার উপর নাই উক্তিটি – চন্ডীদাস
৩২. কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২, ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? -১৮১
৩৩. The Train—-From Rangpur. –Has already arrived
৩৪. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপর কোণটি কত?- ৪০°
৩৫. He lives —comfortable life- a
৩৬.এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করা যাবে- সুকান্ত ভট্রাচার্য ৩৭.দূর প্রাচ্যের দেশ- জাপান
৩৮. বাংলাদেশের সংবিধানের কোন অংশে শিক্ষার জন্য সাংবিধানিক অধিকার ব্যক্ত আছে- ১৭
৩৯. Shakespeare is known mostly for his-Drama
৪০.সন্ধি বিচ্ছেদ করুন কথাচ্ছলে – কথা+ছলে
৪১.বরেন্দ্রভূমি নামে পরিচিত- রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ
৪২. ১৫ জনের কোন কাজের অর্ধেক করতে ২০ দিন লাগে , কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে- ৩০ দিনে
৪৩.বিরাম চিহ্ন এর মধ্যে পূর্ণচ্ছেদ- দাঁড়ি
৪৪. Man of straw meaning-Worthless Man
৪৫. একটি সমবাহু ত্রিভুজে একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত- কোনটিও নয়- (সঠিক ৬৪√৩)
৪৬.বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ- জীবনানন্দ দাশ
৪৭.If we want concrete proof, we are looking for- Clear evidence
৪৮.যদি X+3Y= 40 এবং Y=3X তবে y=? -১২
৪৯.সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তিকটি হবে- আয়তক্ষেত্র
৫০. one should be careful about —duty. -Ones
৫১. Nine Men were concerned —the plot. – In
৫২. Indirect narration- Farida told her mother that she would go to bed.
৫৩. A pilgrim is a person who undertakes a journey to ——. Holy Place
৫৪.মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র- স্ফিগমোম্যাননোমিটার
৫৫. A voyage to lilliput written by – Jonathan swift
৫৬.নোবেল পুরুস্কার প্রবর্তকের মূল আবিস্কার প্রধানত কি কাজে ব্যবহৃত হয়- ধ্বংসের জন্য
৫৭.ঈস্ট কি- একটি ছত্রাক
৫৮.নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি- ঔ
৫৯. Which of the noun used as feminine form- Moon
৬০.নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেই এড্রেস- rasel@yahoo.com
৬১.ভিটামিন সি এর রাসায়নিক নাম কি –এসকরবিক
৬২.কোন আমলে মসলিন কাপড় ঢাকায় তৈরি করা হতো-মোঘল
৬৩.৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে টুকড়া করা হয়েছে। ছোট টুকরাতী কত মিটার- ৯মিটার
৬৪.৬১২ টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় ১৫% ক্ষতি হয় । ব্যাগটি কত টাকায় বিক্র্য করলে ১০% লাভ হবে- ৭৯২
৬৫.৩/৪ ৪/৫ ৫/৬ এর গসাগু কত- ১/৬০
৬৬.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন-উ থান্ট
৬৭.জনসংখ্যায় ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট- মালদ্বীপ
৬৮.৭ এর গুণিতকের সেট কোন ধরণের সেট- অসীম সেট
৬৯.১৯৪৩ সালের দূর্ভীক্ষের উপরে ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী- শিল্পাচার্য জয়নুল আবেদীন
৭০.যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ – দেদীপ্যমান
৭১.কম্পিউটারের স্থায়ী স্মৃতি- Rom
৭২. সন্ন্যাসী এর বিপরীত শব্দ – গৃহী
৭৩. রাবনের চিতা বাগধারার অর্থ- চির অশান্তি
৭৪. নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়-বেতার
৭৫. Nasima arrived, while I——the dinner. – Was cooking
৭৬. ডাক্তার ডাক বাক্যটিতে “ডাক্তার” কোন কারকে কোন বিভক্তি- কর্মকারকে শূণ্য বিভক্তি
৭৭. ১ মিলিমিটার ১ কিলোমিটার কত অংশ- ১/১০০০০০০
৭৮. Synonym of Tenuous- Thin
৭৯. The invigilator made us——our identity card at test center. – Showing
৮০. Correct sentence- The Padma is the longest river in Bangladesh

Questions and Solutions for Primary Teacher Recruitment Examination


Thursday, October 11, 2018

Bangladesh Bank Job Circular 2018 | ৭ ব্যাংকে ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ১ হাজার ৯২৯ জন নিয়োগ

Bangladesh Bank Job Circular 2018 | ৭ ব্যাংকে ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ১ হাজার ৯২৯ জন নিয়োগ


সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ঊর্ধ্বতন কর্মকর্তা (সাধারণ) পদে যথাক্রমে ২৬০, ৪০০, ৩৯৭, ১২, ১০৭, ৩৬, ৫ ও ১২ জনসহ ১ হাজার ২২৯ জনকে নিয়োগ করা হবে বলে বাংলাদেশ ব্যাংক তাঁদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। বিজ্ঞপ্তিটি https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php এই লিংক থেকে ডাউনলোড করা যাবে। এসব পদে ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া পূবালী ব্যাংকের দুই পদে ৭০০ জন লোক নেওয়ার আলাদা দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আবেদনের যোগ্যতা:

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি পাস হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট গ্রহণযোগ্য হবে না। বয়স হতে হবে ১-১০-২০১৮ তারিখে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সব প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনপদ্ধতি:

এসব পদে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.erecruitment.bb.org.bd) এ অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে। ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলি ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Tracking Number Form টি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ, ২০০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বেতন ও সুবিধাদি:

চূড়ান্তভাবে নির্বাচিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা (সাধারণ) জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২ হাজার টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা পাবে।

পূবালী ব্যাংকে ২ পদে ৭০০ নিয়োগ:

দুই পদে ৭০০ জন লোক নেওয়ার আলাদা দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক লিমিটেড। তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ নিয়োগের বিষয়টি জানা গেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে প্রবেশনারি জুনিয়র অফিসার পদে ২০০ জন এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ) পদে ৫০০ জনকে নিয়োগ করা হবে। পদগুলোতে ইতিমধ্যে অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবেশনারি জুনিয়র অফিসার পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএসহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। অন্যদিকে, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ) পদের প্রার্থীদের যোগ্যতা স্নাতক উত্তীর্ণ হতে হবে। উভয় পদের প্রার্থীদের শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। বয়স হতে হবে ৩১ আগস্ট ২০১৮ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।

পদ দুটিতে আবেদনপ্রক্রিয়া ইতিমধ্যে অনলাইনে শুরু হয়ে গেছে। আগ্রহী প্রার্থীদের https://www.pubalibangla.com/career.asp এই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিয়ে আবেদন করতে হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রবেশনারি জুনিয়র অফিসার পদে প্রথম এক বছর প্রবেশনারি হিসেবে মাসিক ২৫ হাজার এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ) পদে প্রবেশনারি হিসেবে প্রথম এক বছর মাসিক মাসিক ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে। পরবর্তী সময়ে পদগুলোতে পদোন্নতি এবং সে অনুযায়ী বেতন–ভাতা দেওয়া হবে।
Bangladesh Bank Job Circular 2018 | ৭ ব্যাংকে ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ১ হাজার ৯২৯ জন নিয়োগ

Thursday, April 19, 2018

How to calculation of Kilobyte, Megabyte, Gigabyte, Terabyte, Petabyte?



How to calculation of Kilobyte, Megabyte, Gigabyte, Terabyte, Petabyte?

কিভাবে হিসাব করা হয় কিলো, মেগা, গিগা, টেরা, পেটা?
Processor or Virtual Storage

· 1 Bit = Binary Digit
· 8 Bits = 1 Byte
· 1024 Bytes = 1 Kilobyte
· 1024 Kilobytes = 1 Megabyte
· 1024 Megabytes = 1 Gigabyte
· 1024 Gigabytes = 1 Terabyte
· 1024 Terabytes = 1 Petabyte
· 1024 Petabytes = 1 Exabyte
· 1024 Exabytes = 1 Zettabyte
· 1024 Zettabytes = 1 Yottabyte
· 1024 Yottabytes = 1 Brontobyte
· 1024 Brontobytes = 1 Geopbyte

Disk Storage

· 1 Bit = Binary Digit
· 8 Bits = 1 Byte
· 1000 Bytes = 1 Kilobyte
· 1000 Kilobytes = 1 Megabyte
· 1000 Megabytes = 1 Gigabyte
· 1000 Gigabytes = 1 Terabyte
· 1000 Terabytes = 1 Petabyte
· 1000 Petabytes = 1 Exabyte
· 1000 Exabytes = 1 Zettabyte
· 1000 Zettabytes = 1 Yottabyte
· 1000 Yottabytes = 1 Brontobyte
· 1000 Brontobytes = 1 Geopbyte

This is based on the IBM Dictionary of computing method to describe disk storage – the simplest.



How to calculation of Kilobyte, Megabyte, Gigabyte, Terabyte, Petabyte?


কিভাবে হিসাব করা হয় কিলো, মেগা, গিগা, টেরা, পেটা? এই নিয়ে আছে বেশ কয়েকটি প্রমিত মান। আই বি এম এর মতে এক কিলোবাইট হল ১০০০ বাইট, এক মেগাবাইট হল ১০০০ কিলোবাইট, এক গিগাবাইট  হল ১০০০ মেগাবাইট। কিন্তু আমরা বাস্তব হিসাব নিকাশ করতে গিয়ে দেখতে পাই ব্যপারটি অন্য রকম। আমরা একটি ২৫০ গিগা হার্ডড্রাইভ কিনে আনবার পরে সেটাকে উইনডোজ ফাইল সিস্টেম এ ফরম্যাট করলে দেখতে পাই, সেটার আকার দাড়ায় প্রায় ২৩২ গিগাবাইট এর মত। কেন এই পার্থক্য?

হার্ডডাইভ এর ম্যনুফ্যাকচারার রা হার্ডড্রাইভ স্পেস হিসাব করার জন্য ব্যবহার করেন ডেসিমাল পদ্ধতি। অর্থাৎ. ১০০০ কিলো সমান এক মেগা, ১০০০ মেগা এক গিগা ইত্যাদি। কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর ফাইল সিস্টেম স্পেস এর হিসাব করে বাইনারী পদ্ধতিতে। মানে হল, ১০২৪ কিলোবাইট সমান এক মেগা, ১০২৪ মেগা সমান এক গিগা ইত্যাদি। এর ফলে আপনি একটা ২৫০ গিগা হার্ডড্রাইভ কিনেও পাচ্ছেন ২৩২ গিগা। কম পাচ্ছেন কি? না, আপনি ঠিক পরিমান স্পেসই পাচ্ছেন, তবে হিসাবটা হচ্ছে একটু অন্যরকম ভাবে।

এত কথা থাক, এবারে আসি এই পরিমাপ পদ্ধতিগুলোর আকার সুচক এর দিকে। মেগা গিগা টেরা এমনকি পেটাবাইট পর্যন্ত শুনে থাকি আমরা, হিসাবটা অবশ্য এখানেই শেষ নয়, আরও আছে।

ঠিক কত বড় এই মেগা গিগা কিংবা টেরা? কতটুকু তথ্য রাখতে পারে তারা? আসুন, দেখা যাক।
কিলোবাইট: ১০০০ বাইট এর সমান হল এক কিলোবাইট। তবে আরেক হিসেবে এটা ১০২৪ বাইট এর সমান। এই যে প্যরাগ্রাফটি পড়ছেন আপনি, এর আকার প্রায় এক কিলোবাইট এর মত। পুরো লেখাটি হবে প্রায় ৫০ থেকে ১০০ কিলোবাইট এর সমান।

মেগাবাইট: ১০০০ কিলোবাইট অথবা ১০২৪ কিলোবাইট এর সমান হল এক মেগাবাইট। কম্পিইটার যুগের প্রথম দিকে যে হার্ডড্রাইভগুলো ছিল, সেগুলোর আকার ছিল এক মেগা থেকে পাচ মেগা। অধুনা বিলুপ্ত ফ্লপিডিস্কে ধরত ১.৪৪ মেগাবাইট পরিমান তথ্য। ১০০ মেগাবাইট পরিমান জায়গায় প্রিন্টেড এনসাইক্লোপিডিয়া এর কয়েক ভলিউম ডিজিটাইজড টেক্সট এবং ইমেজ ধরে যাবে। ১০০০ পাতার বই এর সমপরিমান টেক্সট এক মেগার মধ্যে সহজেই রাখা যাবে। ৭০০ মেগা তে আবার একটি অপটিক্যাল ডিস্ক বা সিডির পরিমান জায়গা হয়।

গিগাবাইট: ১০০০ মেগা বা ১০২৪ মেগাবাইট পরিমান জায়গায় এক গিগা হয়। আজকাল ৫০০ গিগা হার্ডড্রাইভই কম্পিউটারের জন্য স্ট্যান্ডার্ড।  এক গিগা মানে প্রায় ১০০০ ফ্লপি ডিস্ক এর সমপরিমান তথ্য, এক গিগাতে একটি লাইব্রেরির দশটি শেলফের বই ধরে রাখা যাবে, ১০ গিগাতে একটি আস্ত স্ট্যান্ডার্ড লাইব্রেরির সকল বই এবং অনান্য রিডিং ম্যাটেরিয়াল রাখা যাবে।

টেরাবাইট: ১০০০ বা ১০২৪ গিগাবাইট এ হয় এক টেরাবাইট। আজকাল বাজারে এক টেরাবাইট কিংবা দুই টেরাবাইট এর হার্ডড্রাইভও পাওয়া যাচ্ছে। এক টেরাবাইট প্রায় এক ট্রিলিয়ন বাইট। এক টেরাবাইট এ ৩০০ কিলোবাইট আকারের ৩৬ লাখ ছবি সেভ করে রাথা যায়। বিশ্বের সর্ববৃহৎ লাইব্রেরি অভ কংগ্রেস এর সকল টেক্সট কালেকশন ১০ টেরাবাইট এর মধ্যে রাখা সম্ভব।

পেটাবাইট: টেরার পরে ধাপ হল পেটা। ১০০০ অথবা ১০২৪ টেরাবাইট এর সমান হল এক পেটাবাইট। আবার বলা যায়, এক পেটাবাইট সমান ১০০ লক্ষ গিগাবাইট। ৫০ কোটি পেজ এর সমান বই এর ডিজিটাইজ টেক্সট রাখা যেতে পারে, ছয় ফুট উচু চার ড্রয়ার বিশিষ্ট দুই কোটি ফাইল কেবিনেট এর তথ্য রাখা যাবে এতে।

এক্সাবাইট: ১০০০ পেটাবাইট বা ১০২৫ পেটাবাইট সমান হল এক এক্সাবাইট। আরেক দিকে বলা যায়, ১০০ কোটি গিগাবাইট সমান হল এক এক্সাবাইট। মানবসভ্যতার শুরু থেকে যতজন মানুষ বেঁচেছে, তারা যত কথা বলেছে বর্তমান সময় পর্যন্ত তার লিখিত রুপ রাখা যাবে ৫ এক্সাবাইট এর মধ্যে।

জিটাবাইট: ১০০০ বা ১০২৪ এক্সাবাইট সমান এক জিটাবাইট। এটি কতবড়, সে সম্পর্কে ধারনা দিতে বলা যায়, ৩৫ জেটাবাইট তথ্য যদি ডিভিডি এর মধ্যে রাখা য়ায়, সেই ডিভিডিগুলো একটার উপরে আরেকটা রাখলে সেটার উচ্চতা হবে পৃথিবী থেকে চাদ পর্যন্ত।

ইয়োটাবাইট; ১০০০ বা ১০২৪ জিটাবাইট সমান এক ইয়োটাবাইট। এটা নিয়ে এক কথায় বলা যায়, বর্তমান সমযের সবথেকে গতিশীল ইন্টারনেট কানেকশন ব্যবহার করে এক ইয়োটাবাইট সমান ফাইল ডাউনোলড করতে সময লাগবে ১১ ট্রিলিয়ন বছরের কাছাকাছি।

ব্রন্টোবাইট: ১০০০ বা ১০২৪ ইয়োটাবাইট সমান এক ব্রন্টোবাইট। কেন যে এই মাপটা তৈরি করেছে সেটাই আশ্চর্য... অন্তত আগামী কযেক হাজার বছরে এই সাইজ দিযে কোনকিছু হিসাব করা যাবে না, কিংবা এক ব্রন্টোবাইট সমান হাড্রডাইভ বার হবে না। এক ব্রন্টোবাইট গনিতে লেখার জন্য ১ এর পরে ২৭ টা শুন্য বসাতে হবে। চিন্তা করুন এবার...

আমাদের ছেলেপুলেদের পরে এক হাজার প্রজন্ম জন্ম নেবার পরে এই মাপগুলো হয়ত তাদের দৈনন্দিন জীবনের অংশ হযে যাবে, কে বলতে পারে, কি হবে তখনকার মুভি সাইজ কিংবা একটা গান এর সাইজ, কত হবে তখনকার ইন্টারনেট স্পীড। তবে এটুকু অনুমান করাই যায়, কয়েকশ বছর আগে অনেক মানুষ আমাদের বর্তমান অবস্থা কল্পনা করে বড় বড় দীর্ঘশ্বাস ফেলেছেন। সুতরাং  সেই একই কাজ আমাদের করার মানে হয় না, কারন যে সময়েই থাকুন না কেন আপনি, তার থেকেও উন্নততর সময়ের সম্ভাবনা থেকে যাবে সবসময়ই। তাই সন্তুষ্ট থাকুন বর্তমানেই। বর্তমানটাই বাস্তব, বাকিটুক এখনও ধোঁয়াশা...

Thursday, March 29, 2018

হতে চান সহকারী জজ-ম্যাজিস্ট্রেট? Job Circular for Assistant Judge-Magistrate?

১২তম বিজেএস নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নেওয়া হবে ৫০ জন উত্তীর্ণ হওয়ার পরে দেশের বিভিন্ন আদালতে নিয়োগ দেওয়া হবে সহকারী জজ হিসেবে ক্রিমিনাল মামলা পরিচালনার সময় তাঁরা বিবেচিত হবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে অনলাইনে কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে (www.bjsc.gov.bd) আবেদন করতে হবে আবেদন করা যাবে এপ্রিল থেকে ২৫ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত 
আবেদনের যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা দ্বিতীয় শ্রেণির এলএলএম ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে সহকারী জজ পদে। পরীক্ষায় অংশ নিয়ে থাকলেও আবেদন করা যাবে। বিদেশি ডিগ্রি থাকলে ইকুইভেলেন্ট সার্টিফিকেট দিতে হবে। মার্চ ২০১৮ তারিখে সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছর 
পরীক্ষার ধরন
প্রিলিমিনারি (এমসিকিউ), লিখিত মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রিলিতে থাকবে ১০০ নম্বর। বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলি, দৈনন্দিন বিজ্ঞান, বুদ্ধিমত্তা আইন বিষয়ের ওপর প্রশ্ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে .২৫ নম্বর
লিখিত পরীক্ষায় দিতে হবে ১০০০ নম্বরের পরীক্ষা। বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলি, গণিত দৈনন্দিন বিজ্ঞান, দেওয়ানি মামলাসংক্রান্ত আইন, অপরাধসংক্রান্ত আইন, পারিবারিক আইন, সাংবিধানিক আইন জেনারেল ক্লজেস অ্যাক্ট সাক্ষ্য আইন, ভুমি, চুক্তি, রেজিস্ট্রেশন, সম্পত্তি হস্তান্তর অন্যান্য আইন, শিশু, নারী, পরিবেশ আইনগত সহায়তা প্রদান আইন এবং দুর্নীতি দমন, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মানবপাচার প্রতিরোধ অর্থঋণসংক্রান্ত আইন বিষয়ে পরীক্ষা হবে। উত্তীর্ণ হলে ডাকা হবে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায়। তিনটি পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেলে পাস ধরা হবে। তবে বিজেএস পরীক্ষায় পাস নম্বর তোলা মানেই সহকারী জজ হিসেবে নিয়োগ পাওয়া নয়। ভালো নম্বরধারীরাই নিয়োগ পেয়ে থাকেন 
হতে চান সহকারী জজ-ম্যাজিস্ট্রেট?

হতে চান সহকারী জজ-ম্যাজিস্ট্রেট?

হতে চান সহকারী জজ-ম্যাজিস্ট্রেট?
প্রিলিমিনারিতে টিকতে হলে

১১তম বিজেএস পরীক্ষায় প্রথম স্থান অধিকারী রিমি সাহা জানান, নবম, দশম এগারোতম প্রিলিতে আইন থেকেই
৬০-৮০টি প্রশ্ন এসেছিল। বাকি প্রশ্নগুলো এসেছে সাধারণ বিষয় থেকে। সব মিলে ১০০ নম্বর। তাই প্রিলির জন্য জোর দিতে হবে আইনের বিষয়ের ওপরেই। সাধারণ জ্ঞানের জন্য দৈনিক সংবাদপত্র, কারেন্ট অ্যাফেয়ার্সবিষয়ক সাময়িকী পড়তে হবে। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ইতিহাস সংস্কৃতি নিয়ে বেশি প্রশ্ন আসে। বাংলা সাহিত্য ব্যাকরণেও নজর দিতে হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির সিলেবাস অনুসরণ করলেই হয়ে যাবে। গণিত ইংরেজির জন্যও তাই। তিনি বলেন, আইনের ধারাগুলো পড়ে যা বুঝতাম তা- বিশ্লেষণ করে নোট রাখতাম। এভাবে প্রিলির আগে গুরুত্বপূর্ণ সব আইন পড়া শেষ করেছিলাম। প্রতিটি ধারা লেখার পরে কিছু জায়গা ফাঁকা রাখতাম। বিষয়ে কোনো মামলা পেলে তা টুকে রাখতাম। এতে করে সংশ্লিষ্ট ধারার সঙ্গে বিভিন্ন সময়ে দায়ের করা মামলার বিষয়টিও জানা হয়ে যেত। বাজারে বিভিন্ন বই পাওয়া যায়। সেগুলো থেকে প্র্যাকটিস করেছি। 
লিখিত পরীক্ষার প্রস্তুতি
জুডিশিয়াল পরীক্ষার সিলেবাস পাওয়া যায়। এটি সংগ্রহ করে পড়তে হবে। রিমি সাহা জানান, দেওয়ানি মামলাসংক্রান্ত আইনের পরীক্ষা হবে এক দিনে। তাই একসঙ্গে পড়তে হবে লিমিটেশন অ্যাক্ট, স্পেসিফিক রিলিভ অ্যাক্ট, সিভিল কোর্টস অ্যাক্ট স্যুাট ভ্যালুয়েশন অ্যাক্ট। দেওয়ানি আইন থেকে পড়তে হবে দেওয়ানি মামলা করার নিয়ম, ডিগ্রি, আপিল, সমন জারি, অর্ডার, জুরিসডিকশন, আরজি, ইন্সপেকশন, ইনহেরিট্যান্স পাওয়ার টু দ্য কোর্ট, রিসিভারসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো
অপরাধসংক্রান্ত আইনের পরীক্ষা হবে একসঙ্গে। থাকবে ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, স্পেশাল আইন, আর্মস অ্যাক্টস, দ্রুত বিচার আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টস। ফৌজদারি কার্যবিধিতে পড়তে হবে ফার্স্ট ইনফোরশেন রিপোর্ট, চার্জশিট, আমলযোগ্য অপরাধ, আমল অযোগ্য অপরাধ, জবানবন্দি, ইনকোয়ারি, ইনভেস্টিগেশন, অ্যারেস্ট ইউথআউট ওয়ারেন্ট, জেরাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো। দণ্ডবিধিতে শাস্তিযোগ্য অপরাধ, আঘাত সম্পর্কিত ধারাগুলো গুরুত্বপূর্ণ। ব্যতিক্রম ধারাগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে
পারিবারিক আইনগুলোতে পড়তে হবে মুসলিম আইন, হিন্দু আইন, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ সুরক্ষা) আইন যৌতুক নিরোধ আইন। মুসলিম আইনে বিভিন্ন ধরনের জুডিশিয়াল ডিসিশন দেখতে হবে, বিয়ে, তালাক, দান, অসিয়ত, গার্ডিয়ানশিপ বিষয়গুলো পড়তে হবে
সাংবিধানিক আইন, জেনারেল ক্লজেস অ্যাক্ট সাক্ষ্য আইন বিষয়ে এক দিনে পরীক্ষা হবে। পড়তে হবে ফান্ডামেন্টাল রাইট, রুল অব , সেপারেশন অব পাওয়ার, অ্যাফেক্টস অব ভায়লেশন অব ফান্ডামেন্টাল রাইট। প্রতিটি আইনের ধারার সঙ্গে সংশ্লিষ্ট মামলার রায় পড়তে হবে
বাংলা, গণিত ইংরেজির জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিলেবাস অনুসারে পড়তে হবে
রিমি সাহা জানান,  লিখিত পরীক্ষায় সময় কম পাওয়া যায়। তাই প্রতিটি প্রশ্নের জন্য সময় নির্ধারণ করে নিতে হবে। উত্তরে কোন ধরনের রেফারেন্স আনা যাবে, কোন আইনের কোন ধারাটি লেখা যাবে তার একটি বায়োগ্রাফি মনে মনে আঁকতে হবে। তারপর বিশ্লেষণসহ সুন্দর করে গুছিয়ে লিখতে হবে 
মৌখিক পরীক্ষা
আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। সব সময় যে আইন থেকেই প্রশ্ন করবে এমনটি না- হতে পারে। পরীক্ষার্থীর আইনসংক্রান্ত জ্ঞান, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা, মানসিক দক্ষতা, চারিত্রিক দৃঢ়তা, বাচনভঙ্গি, ব্যক্তিত্ব প্রভৃতি বিষয় যাচাই করা হতে পারে 
বেতন সুযোগ-সুবিধা
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল ২০১৬ অনুসারে ৩০৯৩৫-৬৪৪৩০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে। একজন সহকারী জজ জ্যেষ্ঠতা যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ জেলা জজ পর্যন্ত হতে পারেন 
বড় সিলেবাস দেখে অনেকেই খেই হারিয়ে ফেলে
ফরিদ উদ্দীন
প্রথম স্থান অধিকারী, ১০ম বিজেএস পরীক্ষা 
আমার বিশ্বাস, একটি চাকরিকে টার্গেট করে পড়াশোনা করলে সাফল্য আসবেই। বিসিএস, ব্যাংকসহ অন্যান্য চাকরির কথা ভুলে যান। আপনার ধ্যান-জ্ঞান হবে শুধুই সহকারী জজ হওয়া। আমাদের সমস্যা হচ্ছে, একেক সময় একেক ধরনের পড়াশোনা করি। ফলে আমরা Jack of all trades, master of none. আজ থেকে আপনি জুডিশিয়ারির সিলেবাস নিয়ে পড়ে থাকুন। আমি নিশ্চিত, আপনি এবারই জজ হবেন অথবা পরেরবার কিংবা তার পরেরবার। জজ আপনি হবেনই। হওয়াটাই বড় কথা
বিশাল বড় সিলেবাস দেখে অনেকেই খেই হারিয়ে ফেলে। ভাবছেন, আগে পড়া নেই, এই কয় দিনে এত বড় সিলেবাস কিভাবে শেষ করব? আগে খুব বেশি পড়া আমারও ছিল না। জজ হওয়ার স্বপ্নে বিভোর হয়ে এবং বিশাল বড় সিলেবাস দেখে this is the last time বলে ঝাঁপিয়ে পড়েছিলাম। ধরেই নিলাম, আপনার ভালো প্রস্তুতি নেই। কিন্তু আপনি তো আইনের ছাত্র। আইনের বইগুলোতে কোথায় কী আছে আপনার জানা। আজ থেকেই শুরু করুন। A good beginning is half done.ভাবছেন, আপনার রেজাল্ট খারাপ? অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠান বিখ্যাত নয়? ভাইভা বোর্ডে আপনাকে বাদ দিয়ে দেবে! চাকরি হয় যোগ্যতায়। রেজাল্ট, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো ফ্যাক্টর নয়। আমার এলএলবিতে সেকেন্ড ক্লাস, এলএলএমে ফার্স্ট ক্লাস। এই রেজাল্ট নিয়ে কোনোদিন হীনম্মন্যতায় ভুগিনি। জানতাম, আমি কী করতে পারি। আর খোঁজ নিয়ে দেখুন, ভালো চাকরি কিন্তু ব্যাকবেঞ্চাররাই বেশি পায়! আপনার ভেতর যে স্ফুলিঙ্গ আছে, সেটার স্ফুরণ ঘটানোর দায়িত্ব আপনারই
এত কথা কেন বললাম? বেশির ভাগ পরীক্ষার্থী আগেই ধরে নেয় যে তার হবে না। যুদ্ধ শুরু করার আগেই হেরে যায়। বিশ্বাস করুন, ১০০ শতাংশ প্রিপারেশন নিয়ে কেউ পরীক্ষা দিতে পারে না। যে বিশাল সিলেবাসে পরীক্ষা হয়, তা শেষ করার বা শেষ করেও মনে রাখার সাধ্য কারো নেই। সুতরাং আপনি পাস করবেনএটা ধরেই আগান। আপনি আপনার সাধ্যের আরো একটু বেশি চেষ্টা করুন। তাতেই সই
একটা কমন প্রশ্ন, কিভাবে পড়াশোনা করলে জজ হতে পারব? আগে প্রিলির প্রশ্নের ধরন কেমন হবে, সেটি একটা ধাঁধার মতো ছিল। এখন মোটামুটি নিশ্চিত যে আইন থেকে ৬০ থেকে ৮০টি প্রশ্ন হবে। বাকি প্রশ্নগুলো করা হবে ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান থেকে। প্রিলিতে ৫০ পেলেই আপনি পাস। প্রিলির নম্বর যেহেতু যোগ হয় না এবং ৫০ পেলেই পাস, সেহেতু প্রিলিতে আপনি ফার্স্ট-সেকেন্ড হওয়ার জন্য পড়বেন না। আমি যেটা করেছি সেটা হলো, আমার পছন্দের কিছু সাবজেক্ট ভালো করে পড়েছি। পছন্দের তালিকায় সেসব সাবজেক্ট রেখেছিলাম, যেগুলো রিটেন ভাইভায় কাজে লাগবে। প্রিলির প্রশ্ন নিয়ে বিশ্লেষণ করে দেখেছি, কোথা থেকে প্রশ্ন বেশি আসে। একটা খাতায় সেই সব টপিক লিখে সেগুলো বিভিন্ন বই থেকে পড়ে ফেলেছি। যেসব বিষয় ভুলে যেতে পারি, সেগুলো নোট করেছি। প্রিলির প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়, ২০-৩০ মার্কের যে সাধারণ বিষয়াবলি থেকে প্রশ্ন আসে, সেগুলো কমন ফেলা কঠিন। আপনার বেসিক ভালো হলে এমনিতেই পারবেন। তাই বিষয়ে খুব বেশি মাথা না ঘামিয়ে আইন ভালো করে পড়ুন। সিপিসি, সিআরপিসি, অ্যাভিডেন্স অ্যাক্ট, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, পেনাল কোড, সাংবিধানিক আইন, মুসলিম হিন্দু আইন, ভূমি আইন, নারী শিশু নির্যাতন দমন আইনমোটামুটি এই বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন হয়। একটি বা দুটি সহায়ক বই কিনে পড়ে শেষ করতে হবে
আমার মনে হয়েছে, সাধারণ বিষয়াবলির জন্য প্রিলি ডাইজেস্টই যথেষ্ট। অনেকেই বলেন, শুধু ডাইজেস্ট পড়লে হবে? কিন্তু ৯০ শতাংশ ছাত্র-ছাত্রী ডাইজেস্ট পড়েই শেষ করতে এবং সব মনে রাখতে পারে না। কারণ এতে প্রচুর তথ্য থাকে। প্রিলিতে ম্যাথ খুব বেশি আসে না। সাধারণ সূত্রের প্রয়োগ সংবলিত ম্যাথগুলো করে রাখা ভালো। সাম্প্রতিক বিষয় পড়ে মাথা নষ্ট না করাই শ্রেয়। তবে চোখ-কান খোলা রাখা উচিত। বাংলা-ইংরেজির জন্য এখন থেকেই প্রিপারেশন নিলে রিটেনে ভালো করা যাবে। ইংরেজি গ্রামারের জন্য আমার পছন্দের বই ছিল জাকির হোসেনের A passage to the English language, চৌধুরী অ্যান্ড হোসাইনের ইন্টারমিডিয়েট গ্রামার বই। তবে এই বইগুলো যতটা না পড়েছি, তার থেকে বেশি পড়েছি ইংলিশ নিউজ পেপার, নেটে সার্চ দিয়ে বিভিন্ন আর্টিকল। গ্রামার নিয়ে কোনো প্রশ্নের উদ্ভব হলে বা কোনো শব্দের অর্থ জানার দরকার হলে সঙ্গে সঙ্গে নেটে সার্চ দিয়ে বের করে পড়েছি। বাংলার জন্য সৌমিত্র শেখরের বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, মুনীর চৌধুরী হায়াত মামুদের ব্যাকরণ বই ফলো করেছি
এবার আসি রিটেনে। ১০০০ মার্কের পরীক্ষা হয়, ৬০০ মার্ক আইনের ওপর আর ৪০০ মার্ক সাধারণ বিষয়াবলির ওপর। লিখিত পরীক্ষায় কোনো বিষয়ে ৩০-এর কম পেলে ফেল আর সব বিষয় মিলিয়ে ৫০ শতাংশ মার্কস পেলে পাস। ৬০০ নম্বরের আইনের জন্য প্রায় ৫০টি আইন পড়তে হয়, বুঝতে হয়, মনে রাখতে হয়যা আসলেই ভয় উদ্রেককারী। এত বিশাল সিলেবাস দেখে অনেকেই হতাশ হয়ে আশা ছেড়ে দেয়। কিন্তু আশার কথা হচ্ছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই পরীক্ষায় আসে, যা একটু চিন্তা করলে কমন ফেলা যায়। আমি রিটেনে একটা প্রশ্নও ছেড়ে আসিনি। ১০০০ মার্কের উত্তর করেছিলাম। অযথা বড় করে উত্তর লিখিনি। কাঠখোট্টা না আবার বাগাড়ম্বরও না। অনেকের স্বভাব আছে পৃষ্ঠা ভরানো। রচনা ২০ পেজ না লিখলে তাদের মন ভরে না। আমার যুক্তি হচ্ছে, একটা বিষয় সম্পর্কে যতটুকু লিখলে সেটা পরিষ্কারভাবে পরীক্ষককে বোঝানো যায়, ততটুকুই লিখব। প্রশ্নের নম্বর কম হলে কম লিখব
বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলির জন্য বেশির ভাগ ক্ষেত্রে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্ন আসে এবং সঙ্গে সঙ্গে অতীতের বিষয়গুলো টেনে আনা হয়। যেমনইসরায়েল ফিলিস্তিনের মধ্যকার বিবাদে ইসরায়েলের প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের কারণ কী? ইসরায়েল রাষ্ট্র গঠনের ইতিহাস আলোচনা করে এই সমর্থনের যৌক্তিকতা বিচার করুন। বিষয়ে বাজারের যেকোনো একটা লিখিত ডাইজেস্ট পড়লেই হবে
গণিতের জন্য আগের বিসিএস বিজেএস পরীক্ষার সব প্রশ্ন বুঝে বুঝে সমাধান করলে ভালো ফল পাওয়া যেতে পারে। বিজ্ঞানের জন্য দৈনন্দিন জীবনে যেসব বিজ্ঞানের বিষয় চোখে পড়ে, সেখান থেকেই প্রশ্ন আসে। ইংরেজি বাংলার জন্য আগে যেসব বইয়ের কথা বলেছি, সেখান থেকে গ্রামার বা ব্যাকরণ, সাহিত্য পড়তে পারেন
সাধারণ বিষয়াবলিতে সময় কম দিয়ে আইন পড়েছি বেশি। ক্লাসে যে বই পড়েছি, সেই বই থেকেই নতুন করে পড়েছি। বেয়ার অ্যাক্ট সামনে নিয়ে মিলিয়ে পড়েছি। নোট করেছি। ছোট স্পেশাল লগুলো বেয়ার অ্যাক্ট থেকে পড়লেই হবে। কিন্তু সাংবিধানিক আইন, মুসলিম/হিন্দু আইন, সিপিসি, সিআরপিসিসহ বেশ কিছু আইন বিস্তারিত পড়তে হবে এবং লেখার সময় কিছু কেস রেফারেন্স দিতে হবে
এবার ভাইভা প্রসঙ্গ। আমার কাছে যা মনে হয়েছে, আপনি ভাইভা বোর্ডে কী পারলেন না পারলেন, সেটা যতটা না বড় বিষয়, তার থেকে বিবেচ্য বিষয় হলো, আপনি এই পদের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছেন কি না
কিছু কিছু কমন প্রশ্ন প্রিলি, রিটেন, এমনকি ভাইভায়ও করা হয়। যেমন বাংলাদেশের অভ্যুদয় মুক্তিযুদ্ধ, মামলা দায়েরের পদ্ধতি, সময়সীমা, বিচারপ্রক্রিয়া, আপিল, রিভিউ, রিভিশন
সব শেষে একটা কথা, আপনার পরিশ্রম অর্থহীন, যদি আপনি সুস্থ শরীরে পরীক্ষা দিতে না পারেন। শুভকামনা নিরন্তর