Ad 3

Education makes a door to bright future

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education is a way to success in life

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education is a best friend goes lifelong

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education makes a person a responsible citizen

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education is a key to the door of all the dreams

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Saturday, May 25, 2019

Dhaka University Admission Test 2018-2019 Ka/A Unit Questions with Solve


Dhaka University Admission Test 2018-2019 Ka/A Unit Questions with Solve




Dhaka University A Unit Question Solve (Science)

Exam: A (Ka) Unit
Date: 28 September 2018
Time: 10.00 AM
Dhaka University A Unit Question Solve

 

DU A Unit Bangla Question Solve


  1. রূঢ়ি’ – এর প্রকৃতি প্রত্যয় কোনটি? – রুহ্+ তি 
  2. ‘কাল থেকে পড়া শুরু কর’ এটি কোন কালের বিশিষ্ট প্রয়োগ? – ঘটমান বর্তমান 
  3. ‘সুখে থেকো – এই দোয়া করি’ – কোন কারক? – কর্ম
  4. ‘তুমি যে বড় এলে না’ – এখানে ‘বড়’ – অব্যয় 
  5. ‘উচ্ছিষ্ট’ শবেদর সন্ধিসাধিত রূপ কোনটি? – উদ্+ শিষ্ট 
  6. ‘যে ভিক্ষা চায়, তাকে দান কর’ এটি কোন বাক্যের উদাহরণ? – জটিল
  7. ‘স্ট’ যুক্তব্যঞ্জনটি কোন ধরনের শব্দে ব্যবহৃত হয়? – বিদেশী 
  8. ‘রংপুরে নূরলদীন একদিন ডাক দিয়েছিল’ – কত সনে? – ১১৮৯ সনে
  9. ‘পরদিন কলকাতা চলে গেলাম’। ‘আহবান’ গল্পভুক্ত এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? – গল্পকথক 
  10. শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তার সমতা লাভ করলে তাকে বলে – সমীভবন
  11. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? ৭ টি
  12. ‘যে ভবিষ্যৱ না ভেবেই কাজ করে’ – এর সংকুচিত রূপ – অবিমৃশ্যকারী
  13. ‘Phonetics’ বাংলা পারিভাষিক রূপ কোনটি? – ধ্বনিবিজ্ঞান
  14. নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’ হয়? – লবণ
  15. ‘জ্বালাতন’ শব্দটির উৎস কোনটি? – ফারসি 
  16. কোন বানানগুলো শুদ্ধ? – উচ্ছৃঙ্খল, চলচ্ছক্তি
  17. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কোন গভর্নর ‘দেশি রেশমি রুমালের জন্মস্থানের অনুসন্ধান করেন’? – লর্ড কারমাইকেল 
  18. ‘অতি শান্ত ও সহিঞ্চুতার সে জীবনের গুরুভার বহন করে’- কার প্রসঙ্গে বলা হচ্ছে? – বৃক্ষ 
  19. ‘সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে’ বারুণী বলতে কী বোঝায়? – জলের দেবী 
  20. ‘লস্কার কলঙ্ক আজি তঞ্জিব আহবে’ — ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘আহব’ অর্থ কী? – যুদ্ধ
  21. ‘আদায় কাচকলা’ বাগধারাটির অর্থ কী? – শত্রুতা
  22. ‘অংক করতে ভূল করও না’ চলিত রীতির বাক্যটিতে অশুদ্ধ-সংখ্যা? – 3 টি
  23. নিচের কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ? – তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম 
  24. কোন উপসর্গটি পরবর্তী অর্থে ব্যবহৃত হয়েছে? – অভিষেক 
  25. ‘সর্বনাশ করে যে’ এই ব্যাসবাক্যটি কোন সমাস? – উপপদ তৎপুরুষ
  26. নিচের শব্দগুলোর মধ্যে কোনটি রূঢ়ি শব্দ? – হরিণ
  27. ‘আমি যাব না’ – এটি কোন বাচ্য? – কর্তৃবাচ্য 
  28. নিচের কোনটি বহুবচনবাচক বাক্য? – গাছে ফুল এসেছে
  29. নিচের কোন বাক্যটি শুদ্ধ? – আপনি সস্ত্রীক আমন্ত্রিত
  30. ‘সিতকর’ শব্দের অর্থ – চাঁদ

DU A Unit English Questions Solve

  1. ‘Prospective’ in the passage is a/an ___ – adjective
  2. The phrase ‘pooh-pooh’ means ___ – to reject
  3. Novelists judge an individuai’s mental characteristics by ___. physical shape, color and cloths
  4. Phrenology is ___. the detailed study of the shape and size of the cranium as a supposed indication of character and mental abilities.
  5. A synonym of ‘accentuate’ is ___. emphasize
  6. The world has seen many Diasporas but scholars have been studying the phenomenon ___ great interest only ___ recent decades. in, for
  7. Snorkelling is one kind of- diving
  8. What is the meaning of the proverb, ‘the pot calling the kettle back’? do not criticize somebody for a fault that you possess yourself
  9. My father ___ live in Gazipur. used to
  10. What does B. C. E. stands for? before the common era
  11. The train ___ late three times this week. has been
  12. It ___ hardly an understatement to say that online searching ___ changed dramatically with the development of the Web. is, has
  13. What surprised me the most was how ___ and reacted exactly like you, said the hanker to me. he looked
  14. If you ___ the environmental damage that plastic bags cause, he cost difference ___ really negligible. consider, is
  15. Bangladesh has been one of the ___ in formulating and implementing a National Drug Policy in the face of the massively powerful and ___ global pharmaceutical industry. pioneers, lucrative
  16. Succeeding in college often is a challenge for students, ___ , most colleges provide services designed to help students. therefore
  17. The woman sees the cat out in the rain; ___ , the cat is gone by the time the women goes outside. however
  18. The work was finished ___ time and ___ budget. on, within
  19. The troops mustered in front of the garrison. Here, the word ‘muster’ means ___. to gather
  20. The child sat mute in the corner of the park. Here, ‘mute’ is a/an ___. adjective
  21. Where ___ when you met him? was he living
  22. Which one is the correct spelling? chauffeur
  23. The rising numbers of icebergs arc in turn “increasing the tsunami hazards” ___ occur when they break away from a glacier and trigger a tidal wave. which
  24. Choose the correct sentence. I can recite lists of coordinating conjunctions and conjunctive adverbs any time of the day or night therefore; I am idolized by my friends.
  25. The correct translation of “সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে।” The anti-socials are still at large.
  26. Which would you ___ have, Ice or coffee. rather
  27. My mother has been in hospital, I wonder how she ___. is getting on
  28. He advised me ___ the doctor. to see
  29. By the time, they arrive ___. he’ll have left
  30. How many times ___ not to do that? have I told you

DU A Unit Physics Questions Solve


  1. ১০ kg ভরের একটি বস্তুর ওপর 2F মানের বল প্রযোগ করার ফলে বস্তুটির ত্বরণ হয় 60m/s2। M ভরের একটি বস্তুর ওপর 5F মানের বল প্রয়োগ করার ফলে যদি বন্তুটির ত্বরণ 50m/s2 হয় , তবে ভর M কত? – 3.3 kg
  2. অ্যালুমিনিয়াম পাত থেকে কেটে চিত্রে প্রদর্শিত একটি বলয়াকার অ্যালুমিনিয়ামের রিং তৈরী করা হয়েছে। এটি গরম করল কি ঘটে? – ছিদ্রের ব্যাস কমে যায়।
  3. একটি তাপীয় ইঞ্জিন প্রত্যেকটি চক্রে ধনাত্বক কাজ করে এবং তাপ হারায়, কিন্তু ইঞ্জিতনতটি কোন তাপ গ্রহন করে না। ইঞ্জিনটি তাপবিদ্যার কোন সূক্রকে লঙ্ঘন করে? – দ্বিতীয় সূত্র
  4. চিত্রে প্রদর্শিত বর্তনীতে 4Ω রোধের মধ্যে তড়িত প্রবাহ কত? – 5/4 Ampere
  5. একটি আলোক রশ্মি চিত্রে প্রদর্শিত তিনটি মাধ্যম দিয়ে অতিক্রম করছে।
    বেগগুলির কোন ক্রমটি সঠিক? – v3 > v1 > v2
  6. একিট আদর্শ গ্যাস একটি তাপ অন্তরকের আবরণযুক্ত দৃঢ় পাত্রে শূণ্য মাধ্যমে প্রসারিত হল। ফলে নিম্নের কোনটি ঘটে। – চাপের কোনো পরিবর্তন হয় না।
  7. একটি পিয়ানো তারের দৈর্ঘ L এবং ভর M। যদি এর মূল কম্পাঙ্ক f হয়, তবে তারে টান হল: – 4MLf²
  8. একটি অতি সুসঙ্গত আলোক রশ্বি একটি সূক্ষ তারের উপর আপতিত হলে তারের পিছনে যে ছাযা পরে তা একটি তারের নয়, বরং অনেকগুলো সমান্তরাল তারের। এই ঘচনাটি ব্যাখ্যা করা যায় কোনটি দ্বারা? – অপবর্তন
  9. c/√2 বেগে চলমান কণার গতিশক্তি কত? স্থির অবস্থায় কণাটির ভর m0 । – 0.25 m0c2
  10. দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। এদের লব্ধির মান যেকোন ভেক্টরমানের সমান।ভেক্টর দুটির মধ্যবর্তি কোণের মান কত? – 120°
  11. একটি গাড়ি একটি সোজা রাস্তায় স্থির অবস্থা থেকে ত্বরণের মাধ্যমে যাত্রা শুরু করল। কিছু সময় পর গাড়িটি মন্দনের মাধ্যমে থেমে যায়। গাড়িটি একই পথে একইভাবে যাত্রা শুরু করে পূর্বস্থানে ফিরে আসে।নিম্নলিখিত কোন লেখচিত্রটি গাড়িটির গতিকে প্রকাশ করে? – Ans: c – hh
  12. কৌণিক ভরবেগের একক কোনটি? – kg m2 s−1
  13. 10m/s সমদ্রুতিতে r ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি কণার ক্ষেত্রে নিচের চারটি লেখাচিত্রের কোনটি সঠিক? – Ans: c – ss
  14. স্বরণ পাওয়া যায়:- বেগ- সময় লেখচিত্রের ঢাল থেকে।
  15. বাইনারি সংখ্যা 101101012 হতে বাইনারি সংখ্যা 100112 এর বিয়োগফল হল: – Ans: b – 101000102
  16. একটি প্রত্যাবর্তী তড়িত প্রবাহকে I=100 sin2πr Ampere সমীকরণ দ্বারা প্রকাশ করা হয় তড়িত প্রবাহের গড় বর্গীয় বর্গমূলের মান কত? –
  17. সরল দোল গতি সম্পন্ন একটি কণার বিস্তার 0.02 m এবং কম্পাঙ্ক 2.5 Hz হলে সর্ব্বোচ্চ দ্রুতি কত হবে? – 0.05 ms¯¹
  18. 5.0 N এর আনুভুমিক বল একটি 0.50 kg ভরের আয়তাকার বস্তুকে একটি উলম্ব দেয়ালে ধাক্কা দিচ্ছে। বস্তুটি আদিকে স্থির ছিল। যদি স্থৈতিক ও গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে μs =0.6 এবং μk=0.8 হয় তবে m/s2 বস্তুটির ত্বরণ কত? –
  19. একটি তারের ভেতর দিয়ে সাইনোসোইডাল তরঙ্গ প্রবাহিত হলে তারের কণায় সর্বোহয়চ্চ দ্রুতি vs। তারের একটি কণার সরণ সর্ব্বোচ্চ সরণের অর্ধেক হলে ঐ কণার দ্রুতি হল: – Vs/2
  20. একটি নিউক্লিয়াস একটি নিউট্রন গ্রহন করে একটি বিটা কণা নিঃসরন করে ও দুইটি আলফা কণায় পরিণত হয় । আদি নিউক্লাসের A ও Z যথাক্রমে ছিলঃ – 7, 3

DU A Unit Biology Questions Solve


  1. নিচের কোনটি ফসফোলিপিড? – সেফালিন 
  2. পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টারমিনেশন কোডন কোনটি? – UGA
  3. ডিম পাড়ে এমন স্তন্যপায়ী প্রাণী- হংসচঞ্চু
  4. সংখ্যার পিরামিডে কোন জীবের আধিক্য থাকে? – উৎপাদক
  5. নিচের কোন রোগটি লিথাল জিনের প্রভাবে সঙঘটিত হয়? – থ্যালাসিমিয়া 
  6. করোটির সর্ববৃহৱ অস্থির নাম – ম্যান্ডিবল 
  7. লুটিনাইজিং হরমোন যে কাজকে প্রভাবিত করে – যৌন হরমোনের কাজ
  8. কোনটিতে গাত্রীয় অমরা বিন্যাস পাওয়া যায়? – Nelumbo nucifera
  9. অরীয় প্রতিসাম্যতা দেখা যায় – Cnidaria
  10. স্কুইড যে পর্বভূক্ত প্রাণী – Mollusca
  11. গ্লিসন ক্যাপসুল পর্দা মানবদেহের যে অঙ্গে দেখা যায় – যকৃত
  12. বোস্তামি কাছিমের বৈজ্ঞানিক নাম – Aspideretes nigricans
  13. সরীসৃপ সংক্রান্ত জ্ঞানকে কী বলা হয় ? – হারপেটলজি
  14. নিচের কোনটি রক্ত জমাট বাধতে বাধা দেয় ? – হেপারিন
  15. মানব চক্ষুতে কয়টি রেকটাস পেশি থাকে? – 4
  16. কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক – Micclle
  17. পরিপূরক জিনের কারণে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত কোনটি? – 9:7
  18. যে ধরনের উদ্ভিদে পরিবহন তন্ত্র নেই – Bryophyta
  19. গ্লুকোজ ভেঙ্গে ইথাইল এলকোহল ও পানিতে রুপান্তরিত হওয়ার বিক্রিয়ায় যে এনজাইম জড়িত – Cellubiase 
  20. ‘Enquiry into Plants’ বইটি রচনা করেন – Theophrastus
  21. নিচের কোনটিতে হারমোগোনিয়া থাকে? Ocillatoria 
  22. কোনটি চা গাছে রোগ সৃষ্টি করে? – Cephaleuros 
  23. নিচের কোন উদ্ভিদে স্টোমিয়াম থাকে? – Pteris 
  24. কোন অণুজীব নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম? – Pseudomonas
  25. কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রাডসমূহ পাোয়া যায়? – প্যাকােইটিন
  26. গিনিপিগে দাতের সংখ্যা – 20 
  27. নিচের কোনটিতে ইমব্রিকেট পুষ্পপত্র বি’ন্যাস থাকে? – Cassia Sophera
  28. সালামান্ডার কোন বর্গের প্রাণী? – Caudata 
  29. হিপনোটক্সিন কোন ধরনের কোষে দেখা যায়? – নিডোসাইট
  30. মানবদেহের রক্তে রক্তরসের হার কত? – ৫৫%

Dhaka University Admission Test 2018-2019 Ka/A Unit Question with Solve


Wednesday, May 8, 2019

ICC Cricket World Cup 2019 Schedule, Fixture & Time Table PDF Download, HD Pics and Videos

The biggest event of cricket ICC Cricket World Cup 2019 is here and if you are looking forward to getting the latest ICC Cricket World Cup Schedule 2019 then you are just at the right spot for getting it. In this article, we will share the complete Cricket World Cup schedule with the cricket lovers. You will be able to download ICC Cricket World Cup Schedule 2019 Pdf from our site as well.


Complete Schedule of ICC Cricket World Cup 2019

DateMatchTeamsVenueTime
30 May1st ODIEngland vs South AfricaKennington Oval, London09:30 AM GMT / 10:30 AM Local
31 May2nd ODIWindies vs PakistanTrent Bridge, Nottingham09:30 AM GMT / 10:30 AM Local
1 June3rd ODINew Zealand vs Sri LankaSophia Gardens, Cardiff09:30 AM GMT / 10:30 AM Local
1 June4th ODIAfghanistan vs AustraliaCounty Ground, Bristol12:30 PM GMT / 01:30 PM LOCAL
2 June5th ODISouth Africa vs BangladeshKennington Oval, London09:30 AM GMT / 10:30 AM Local
3 June6th ODIEngland vs PakistanTrent Bridge, Nottingham09:30 AM GMT / 10:30 AM Local
4 June7th ODIAfghanistan vs Sri LankaSophia Gardens, Cardiff09:30 AM GMT / 10:30 AM Local
5 June8th ODISouth Africa vs IndiaThe Rose Bowl, Southampton09:30 AM GMT / 10:30 AM Local
5 June9th ODIBangladesh vs New ZealandKennington Oval, London12:30 PM GMT / 01:30 PM LOCAL
6 June10th ODIAustralia vs WindiesTrent Bridge, Nottingham09:30 AM GMT / 10:30 AM Local
7 June11th ODIPakistan vs Sri LankaCounty Ground, Bristol09:30 AM GMT / 10:30 AM Local
8 June12th ODIEngland vs BangladeshSophia Gardens, Cardiff09:30 AM GMT / 10:30 AM Local
8 June13th ODIAfghanistan vs New ZealandThe Cooper Associates County Ground, Taunton12:30 PM GMT / 01:30 PM LOCAL
9 June14th ODIIndia vs AustraliaKennington Oval, London09:30 AM GMT / 10:30 AM Local
10 June15th ODISouth Africa vs WindiesThe Rose Bowl, Southampton09:30 AM GMT / 10:30 AM Local
11 June16th ODIBangladesh vs Sri LankaCounty Ground, Bristol09:30 AM GMT / 10:30 AM Local
12 June17th ODIAustralia vs PakistanThe Cooper Associates County Ground, Taunton09:30 AM GMT / 10:30 AM Local
13 June18th ODIIndia vs New ZealandTrent Bridge, Nottingham09:30 AM GMT / 10:30 AM Local
14 June19th ODIEngland vs WindiesThe Rose Bowl, Southampton09:30 AM GMT / 10:30 AM Local
15 June20th ODISri Lanka vs AustraliaKennington Oval, London09:30 AM GMT / 10:30 AM Local
15 June21st ODISouth Africa vs AfghanistanSophia Gardens, Cardiff12:30 PM GMT / 01:30 PM LOCAL
16 June22nd ODIIndia vs PakistanOld Trafford, Manchester09:30 AM GMT / 10:30 AM Local
17 June23rd ODIWindies vs BangladeshThe Cooper Associates County Ground, Taunton09:30 AM GMT / 10:30 AM Local
18 June24th ODIEngland vs AfghanistanOld Trafford, Manchester09:30 AM GMT / 10:30 AM Local
19 June25th ODINew Zealand vs South AfricaEdgbaston, Birmingham09:30 AM GMT / 10:30 AM Local
20 June26th ODIAustralia vs BangladeshTrent Bridge, Nottingham09:30 AM GMT / 10:30 AM Local
21 June27th ODIEngland vs Sri LankaHeadingley, Leeds09:30 AM GMT / 10:30 AM Local
22 June28th ODIIndia vs AfghanistanThe Rose Bowl, Southampton09:30 AM GMT / 10:30 AM Local
22 June29th ODIWindies vs New ZealandOld Trafford, Manchester12:30 PM GMT / 01:30 PM LOCAL
23 June30th ODIPakistan vs South AfricaLord’s, London09:30 AM GMT / 10:30 AM Local
24 June31st ODIBangladesh vs AfghanistanThe Rose Bowl, Southampton09:30 AM GMT / 10:30 AM Local
25 June32nd ODIEngland vs AustraliaLord’s, London09:30 AM GMT / 10:30 AM Local
26 June33rd ODINew Zealand vs PakistanEdgbaston, Birmingham09:30 AM GMT / 10:30 AM Local
27 June34th ODIWindies vs IndiaOld Trafford, Manchester09:30 AM GMT / 10:30 AM Local
28 June35th ODISri Lanka vs South AfricaRiverside Ground, Chester-le-Street09:30 AM GMT / 10:30 AM Local
29 June36th ODIPakistan vs AfghanistanHeadingley, Leeds09:30 AM GMT / 10:30 AM Local
29 June37th ODINew Zealand vs AustraliaLord’s, London12:30 PM GMT / 01:30 PM LOCAL
30 June38th ODIEngland vs IndiaEdgbaston, Birmingham09:30 AM GMT / 10:30 AM Local
1 July39th ODISri Lanka vs WindiesRiverside Ground, Chester-le-Street09:30 AM GMT / 10:30 AM Local
2 July40th ODIBangladesh vs IndiaEdgbaston, Birmingham09:30 AM GMT / 10:30 AM Local
3 July41st ODIEngland vs New ZealandRiverside Ground, Chester-le-Street09:30 AM GMT / 10:30 AM Local
4 July42nd ODIAfghanistan vs WindiesHeadingley, Leeds09:30 AM GMT / 10:30 AM Local
5 July43rd ODIPakistan vs BangladeshLord’s, London09:30 AM GMT / 10:30 AM Local
6 July44th ODISri Lanka vs IndiaHeadingley, Leeds09:30 AM GMT / 10:30 AM Local
6 July45th ODIAustralia vs South AfricaOld Trafford, Manchester12:30 PM GMT / 01:30 PM LOCAL
9 July1st SemiTBC vs TBCOld Trafford, Manchester09:30 AM GMT / 10:30 AM Local
11 July2nd SemiTBC vs TBCEdgbaston, Birmingham09:30 AM GMT / 10:30 AM Local
14 JulyFinalTBC vs TBCLord’s, London09:30 AM GMT / 10:30 AM Local
So this was the complete Cricket World Cup Schedule in England. While you have got the complete schedule, some of you would like to get the Cricket World Cup full schedule 2019 in HD images and Pdf format. For that, we shall move ahead and bring you more content.
ICC Cricket World Cup 2019 Schedule, Fixture & Time Table PDF Download, HD Pics and Videos

Saturday, March 16, 2019

Make Learning English Grammar Easier-Rules of Common Errors in Translation

Make Learning English Grammar Easier-Rules of Common Errors in Translation

Errors in Verb

আমার কথা শোন – Listen to me. (hear নয়)
এই পেনসিলটা কাট - Please sharpen this pencil. (mend নয়)
চাঁদের দিকে তাকাও – Look at the moon. (see নয়)
আমি তাকে চোর বলে জানি – I knew him to be a thief. (to be বাদ হবে না)
তিনি আমাকে অপেক্ষা করতে বললেন – He told me to wait. (said নয়)
পুরষ্কারটা লাভ করা কঠিন – The prize is hard to win. (to be নয়)
ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল – I was informed of the matter.
মনে হয় রোগী মারা যাবে – I am afraid the patient will die. (think or hope নয়)
সে কেবল ঘুমাত আর কেছুই করত না – He did nothing but sleep.
সে আমাকে মিথ্যাবাদী বলল- He called me a liar. (told নয়)
সে কখনও মিথ্যা কথা বলেনা – He never tells lies. (speak or says নয়)
সে সত্য কথা বলেছিল – He spoke the truth. (said নয়)
রাকিব আমার হাত ধরল – Rakib took hold of my hand. (caught নয়)

Errors in Adverb

আমি এখনই আসছি – I am coming presently. (just now নয়)
এটা কিছু পরিমাণে সত্য – This is partly true. (somewhat নয়)
ঘরটি আমাদের জন্য নিতান্তই ছোট - The room is much too small tor us. (too much নয়)
তুমি কি সিনেমায় যাচ্ছ – Are you going to cinema? Certainly! (Of course নয়)
প্রবন্ধটি সংক্ষেপে লিখ – Write the essay briefly. (shortly নয়)

Errors in Preposition

আপনি কার কথা বলেছেন? – Whom are you speaking of? (of whom নয়)
আমার মুখ বাবার মুখের মত দেখতে – My face resembles my fathers. (to my father নয়)
আমি তাকে এ বিষয়ে সতর্ক করেছিলাম – I warned him of this. (against or about নয়)
আমি খেলার চেয়ে পড়তে ভালোবাসি – I prefer reading to writing. (to read than to write নয়)
এতে কোন সন্দেহ নাই – It admits of no doubt. (of বাদ হবে না)
তুমি কি বইখানা পড়ে শেষ করেছ – Have you finished reading the book. (to read নয়)
তুমি কোথায় গিয়েছিলে? – Where had you been? (to নয়)
তোমার উপদেশে আমার উপকার হলো – I profited by your advice. (from নয়)
তোমার উপরে আমার কোন বিশ্বাস নাই – I have no confidence in you. (on or upon নয়)
রাজশাহী কি জন্য প্রসিদ্ধ? – What is Rajshashi noted for?
সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি – I congratulate you on your success. (for নয়)
সে দশখানা বইয়ের অর্ডার দিয়েছে – He has ordered ten books. (ordered for নয়)
হেডমাস্টারের কাছে আমার হয়ে একটু সুপারিশ করে দেবেন – Please recommend me to the headmaster. (for me নয়)
২৯ মে পরীক্ষা আরম্ভ হবে- The examination will begin on the 29th May. (from নয়)
সন্ন্যাসীর কাছে রাজা ও ফকির সমান – To a hermit a king and a beggar are alike. (equal নয়)

Errors in Conjunctions

চেষ্টা না করলে সফল হবে না – Unless you try, you will never succeed. (unless you do not try হবে না)
তুমি যতক্ষণ না ফের, ততক্ষণ আমি অপেক্ষা করব – I shall wait until you come back. (until you do not নয়)
সে আমার মত ইংরেজি বলতে পারে না – He cannot speak English as I can. (like I হবে না)
সে কোন দেশের লোক? – What country does he belong to. (belongs নয়)

Miscellaneous Errors

আমার যখন পাঁচ বছর তখন আমার বাবা মারা যান – My father died when I was a child five years old. (of হবে না)
কখন যাবে বল – Tell me when you are going.
গতকাল আমি তাকে লিখেছিলাম – I wrote to him yesterday or I wrote him a letter yesterday. (I wrote him yesterday হবে না)
তার নাম কি আমি জানি না – I don’t know what his name is. (what is his name হবে না)
তোমার মত মারুফও বুদ্ধিমান – Maruf as well as you is intelligent. (are নয়)
পঞ্চাশ হাজার টাকা তো অনেক টাকা – Fifty thousand taka is a large sum. (are নয়)
বারটার মধ্যে কাজ শেষ করবে – You must finish your work by 12 o’clock. (within নয়)
ভাত ও তরকারি আমাদের খাদ্য – Rice and curry is our food. (are নয়)
Make Learning English Grammar Easier-Rules of Common Errors in Translation

Best Tips to Make Learning English Grammar Easier-Pronoun

Best Tips to Make Learning English Grammar Easier
Rules of Grammar-Pronoun

A Pronoun is a word used instead of a noun-equivalent. It is the replacement of noun.
Common pronouns are I, me, he, she, him, his, her, they, them, it, we, and us.

Example:
- She is a pretty girl.
- His contribution is appreciable.
- They are unbeatable.
- This job is done by them.
Role of Pronoun in a sentence: Pronouns are usually short words and they are used to make sentence less cumbersome and less repetitive.

Kinds of Pronoun:
There are many different kinds of pronouns. Such as:
Personal Pronoun
Possessive Pronoun
Reflexive Pronoun
Intensive Pronoun
Indefinite Pronoun
Demonstrative Pronoun
Relative Pronoun
Interrogative Pronoun
Reciprocal Pronoun.
i. Personal Pronoun:
Personal pronoun is used instead of person. Such as I, you, he, she, we, they and who.
When a personal pronoun is the subject of a verb then it is called Subjective Pronoun (I, we, he, she, they, and you).
E.g. I love this book.
When a personal pronoun is not a subject and acts as the object then it is called Objective Pronoun (me, you, her, him, it, us, them and whom).
E.g. Give it to him.

ii. Possessive Pronoun:
A Possessive Pronoun shows ownership of something. Such as his, hers, its, mine, yours, ours, and theirs.
Example:
- This pen is mine.
- Yours one is not real.
- Take hers from the room.

iii. Reflexive Pronoun:
Reflexive Pronoun refers back to the subject in the sentence. They are myself, himself, herself, ourselves, themselves, yourselves and itself.
Example:
- I ask myself when I take a decision.
- He spoke to himself.
- We learn about ourselves every day.

iv. Intensive Pronoun:
An Intensive Pronoun is used for emphasis. Intensive pronouns are myself, himself, herself, yourself, itself, yourselves, ourselves and themselves.
Example:
- I myself have done the job.
- The president himself visited the area.
- He himself can’t do it.

v. Indefinite Pronoun:
An Indefinite Pronoun refers to an indefinite or non-specific person or thing. Indefinite pronouns are any, anything, some, someone, somebody, everybody, everything, everyone, nobody, none, one, several, some, few, many and each.
An Indefinite pronoun may look like an indefinite adjective but it is used differently in sentences by taking the place of a noun.
Example:
- All people gathered here for the same purpose.
- Does anyone know anything about the matter?
- Anybody can play the game easily.
- None but the brave deserves the fair.
- Each must do his best.
- One must do one’s duty.

vi. Demonstrative Pronoun:
A Demonstrative Pronoun particularly point out a noun. This, these, that and those are demonstrative pronouns to point out a noun.
A Demonstrative pronoun stands alone but a demonstrative adjective qualifies a noun.
Example:
- You can smell that from here.
- This smells good.
- Those were bad days.
- Look at that.
- Would you deliver this?

vii. Relative Pronoun:
A Relative Pronoun is a pronoun that introduces or links one phrase or clause to another in the sentence.
Relative Pronoun are that, who, whom, where, when, whoever, whichever and whomever.
Example:
- The person who called me is my uncle.
- I know where I am going.
- The pen which I lost was red.
- You should buy the book that you need for the course.
- Robii Thakur is a poet who wrote the National Anthem.
Who and whom refer only to people.
Which refers to things, qualities and ideas.
That and whose refer to people, qualities, things and ideas.

viii. Interrogative Pronoun:
An Interrogative Pronoun is used to ask question. It helps to ask about something.
Interrogative Pronouns are who, which, what, whom, whose as well as whoever, whomever, whichever and whatever.
It is used in the beginning of the sentence.
Who and whom refer to person.
What refers to thing.
Which refers to person or thing and whose refers to person as possessive.
Example:
- What’s happened?
- What do you expect from me?
- Who designed this website?
- Whose mobile is this?
- Whatever did you want?

ix. Reciprocal Pronoun:
A Reciprocal Pronoun refers the relations between two or more persons or things. Each other and one another are Reciprocal Pronouns.
We use Reciprocal Pronouns when there are two or more persons or things doing the same thing.
Example:
- Rimi and Raju like each other.
- Why don’t we believe each other?
- They do not tolerate each other.
- We should help one another.
Best Tips to Make Learning English Grammar Easier-Pronoun

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ও উত্তর মনে রাখার বিশেষ কৌশল [ পঞ্চম খন্ড ]

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ও উত্তর মনে রাখার বিশেষ কৌশল [ পঞ্চম খন্ড ],,,,,,,,

টেকনিক-৯১

#বঙ্কিমচন্দ্র_চট্টোপাধ্যায়ের
১৪টি উপন্যাস একটিমাত্র লাইনে সীমাবদ্ধ।
,
""""""[রাসীআন কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ]"""""""
,
১। রা - রাজসিংহ : ঐতিহাসিক উপন্যাস,
২। সী - সীতারাম : সর্বশেষ উপন্যাস,
৩। আন - আনন্দমঠ : ঐতিহাসিক উপন্যাস,এতে দেশ প্রেম ফুটে উঠেছে।,
৪। ক - কপালাকুণ্ডলা : বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস।,
৫। বি - বিষবৃক্ষ : সামাজিক উপন্যাস।,
৬। রা - রাঁধারানী,
৭। ই - ইন্দিরা
৮। ক - কৃষ্ণকান্তের উইল : সর্বশ্রেষ্ঠ সামাজিক উপন্যাস হিসেবে বিবেচিত।
৯। দ - দুর্গেশনন্দিনী (১৮৬৫) প্রথম বাংলা উপন্যাস।
১০। ম - মৃণালিনী : এটি ত্রয়োদশ শতাব্দীর বাংলাদেশ ও তুর্কি আক্রমণের ঐতিহাসিক পটভূমিতে রচিত।
১১। দেবী - দেবী চৌধুরানী।
১২। র - রজনী : বাংলা ভাষায় প্রথম মনস্তাত্ত্বিক বিশ্লেষণ মূলক উপন্যাস (সামাজিক)।
১৩। চন্দ্র - চন্দ্রশেখর।
১৪। যুগ - যুগালাঙ্গুরীয়।
********

কবি নজরুলের নিষিদ্ধ ৬ টি গ্রন্থ
#টেকনিক::৯২

BAP J VC
#B= বিষের বাঁশী
#A= অগ্নিবীণা
#P= প্রলয়শিখা
#J= যুগবাণী
#V= ভাঙ্গার গান
#C= চন্দ্রবিন্দু
Note:
অগ্নিবীণা কাব্যটি কখনও নিষিদ্ধ
হয়নি। বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয়
শিখা, চন্দ্রবিন্দু ও যুগবাণী এ পাঁচটি
কাব্যগ্রন্হ নিষিদ্ধহয়।
********
সুকান্ত_ভট্রাচার্য এর কাব্যগ্রন্থ মনে রাখার টেকনিক:::
#টেকনিক: ৯৩

হরতালের পূর্বাভাস যখন আমরা পাই ছাড়পত্রের অভিযানে ঘুম নেয় সুকান্তের চোখে
#হরতাল
#পূর্বাভাস
#ছাড়পত্র
#অভিযান
#ঘুম নেয়
**********
টেকনিকে মধ্যে আফ্রিকার দেশ সমুহঃ
#টেকনিক::::৯৪
[টেকনিকে মধ্যে আফ্রিকার দেশ সমুহঃ

#টেকনিক::::[ চাদ মধ্যে গগনে কেমনে থাকি একা সাথি বিহনে]
#চাদ→চাদ
#মধ্যে→মধ্যে আফ্রিকার প্রজাতন্ত্র
#গগনে=গ-গনতান্ত্রিক কংগো প্রজাতন্ত্র/গ-গ্যাবন/নে-নিরক্ষীয় গিনি
#কেমনে→ক্যামেরুন
#একা→এ-এংগোলা/কা-কংগো
#সাথি-সাওটোপ এন্ড প্রিন্সিপে চাদ মধ্যে গগনে কেমনে থাকি একা সাথি বিহনে]
#চাদ→চাদ
#মধ্যে→মধ্যে আফ্রিকার প্রজাতন্ত্র
#গগনে=গ-গনতান্ত্রিক কংগো প্রজাতন্ত্র/গ-গ্যাবন/নে-নিরক্ষীয় গিনি
#কেমনে→ক্যামেরুন
#একা→এ-এংগোলা/কা-কংগো
#সাথি-সাওটোপ এন্ড প্রিন্সিপে
*******
#টেকনিক:::::৯৫

গণ জাতীয় মহিলা :শাহ মো.শিরীন
#ব্যাখা::::
দেশের ১ম মহিলা স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের ১ম স্পিকার:মোহাম্মদ উল্ল্যাহ
গণপরিষদেরর ১ম স্পিকার::: শাহ আব্দুল হামিদ
*******
উত্তর আফ্রিকার দেশগুলো মনে রাখার
কৌশল
#টেকনিক:- ৯৬

MoSST WEAL come
দেশ ( রাজধানী )
Mo=মরক্কো (রাবাত)
S=সুদান (খার্তুম)
S= দক্ষিণ সুদান/South Sudan (জুবা)
T=তিউনিশিয়া (তিউনিশ)
W= পশ্চিম সাহারা/West Sahara (আল আইয়ুন)
E= মিশর/Egypt (কায়রো)
L= আলজেরিয়া (আলজিয়ার্স)।
*******
টেকনিকে মনে রাখুন #পর্বতমালা-
*------------------**----------------*
#টেকনিক:::৯৭

এশিয়ার হিমালয় আফ্রিকার ক্যামেরায় ইউরোপের কাছে অল্প মনে হওয়ায় উত্তর আমেরিকা আলাস্কায় বসে দক্ষিনে আন্দাজ করে বলল অষ্ট্রেলিয়াই গ্রেট।
(এশিয়ার-হিমালয়, আফ্রিকার- ক্যামেরুন, ইউরোপের- আল্পস, উত্তর আমেরিকা-আলাস্কা, দক্ষিন আমেরিকা-আন্দিজ, অষ্ট্রেলিয়া-গ্রেট ডিভাইডিং রেঞ্জ)
*******
নদী সম্পকীত
টেকনিক-৯৮
-------------------------------------
**পদ্মা নদীর পুর্বনাম:- কীর্তীনাশা।
**যমুনা নদীর পুর্বনাম:- জোনাই নদী।
**বুড়িগঙ্গা নদীর পুর্বনাম:- দোলাই নদী।
** ব্রক্ষ্মপুত্র নদীর পুর্বনাম:- লৌহিত্য।
#টেকনিক (১)ঃ
#পদ্মার #কীর্তি দেখে #যমুনাবিবির কন্যা #জোনাকিকে #বুড়ি হওয়ার পুর্বেই
#ধোলাইখালের #ব্রাহ্মণ পুত্র #লোহিতের নিকট সপে দিল।
#টেকনিক(০২):- তিস্তা সিকিম থেকে #লাল,
#নীল,
#রং
হয়ে বাংলাদেশে এসেছে।
অথাৎ, তিস্তা নদী সিকিমের পার্বত অঞ্চল হয়ে #লালমনিরহাট,
#নীলফামারী,
#রংপুর অঞ্চল হয়ে বাংলাদেশে এসেছে।
#টেকনিক(০৩):- ব্রক্ষ্মপুত্র হিমালয়ে জন্ম নিয়ে #কুড়ি বছর
বয়সে বাংলাদেশে এসেছে।
অথাৎ, ব্রক্ষ্মপুত্র নদ হিমালয় থেকে ঊৎপত্তি হয়ে #কুঁড়িগ্রাম
জেলা দিয়ে বাংলাদেশে এসেছে।
*****
*ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন
এর আবিষ্কারকের
নামগুলা।

#টেকনিক:- ৯৯

ইট পরে নিচে।
ই = ইলেকট্রন,
ট = টমসন(থমসন)
প = প্রোটন,
রে = রাদারফোর্ড
নি = নিউট্রন,
চে = চ্যাডউইক
*********
যেসব দেশে লিখিত সংবিধান নেই।
#টেকনিক :১০০
ESPN
♦England,
♦Saudi Arabia,
♦Spain and
♦New Zealand


সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ও উত্তর মনে রাখার বিশেষ কৌশল [ পঞ্চম খন্ড ]