Ad 3

Education makes a door to bright future

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education is a way to success in life

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education is a best friend goes lifelong

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education makes a person a responsible citizen

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education is a key to the door of all the dreams

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Wednesday, April 14, 2021

ভোকাবুলারি সমৃদ্ধ করার সুযোগ এখন ‘লকডাউন’ এর এই সময়টায়

 জিআরই, জিম্যাটের মতো ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষাগুলোতে অংশ নিতে ইংরেজি শব্দভান্ডার বা ভোকাবুলারি সমৃদ্ধ করা খুব গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও এই দক্ষতা কাজে লাগে। তবে এসবের চেয়েও বড় হলো নতুন একটা শব্দ শেখা এবং তা প্রয়োগ করার আনন্দ। আমরা অনেকেই ইংরেজিতে লিখতে গিয়ে হিমশিম খাই। শব্দভান্ডার সীমিত হওয়ার কারণে দেখা যায়, একই শব্দ ঘুরেফিরে লিখতে হচ্ছে বারবার। একটু সচেতনভাবে নতুন শব্দ শিখলে একদিকে আমাদের লেখা ও বলা প্রাঞ্জল হবে, সেই সঙ্গে বিভিন্ন পরীক্ষায় শূন্যস্থান পূরণ বা ভুল সংশোধনের মতো অংশগুলোতে ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা বাড়বে।


‘লকডাউন’ এর এই সময়টা কাজে লাগিয়ে চাইলে ঘরে বসে প্রতিদিন নতুন নতুন ইংরেজি শব্দ শিখতে পারেন। কিন্তু শুধু শিখলেই তো হবে না, চর্চা করতে হবে। কীভাবে কার্যকরভাবে ভোকাবুলারি সমৃদ্ধ করা যায়? জেনে নিন কিছু পরামর্শ।

কেন শিখছি


শুধু ইংরেজিতে কথা বলার জন্যই ইংরেজি শব্দ জানা ও ব্যবহার শেখা প্রয়োজন, তা নয়। বিশ্ববিদ্যালয়পর্যায়ের পড়াশোনা ও উচ্চশিক্ষার বিভিন্ন বৃত্তি ও দক্ষতাবিষয়ক পরীক্ষায় ইংরেজি শব্দভান্ডার দখল থাকা প্রয়োজন। যেমন জিআরই পরীক্ষায় সাধারণত ১ হাজার থেকে ১ হাজার ৫০০টি শব্দের অর্থ ও ব্যবহার জানতে হয়। শুধু শব্দের অর্থ জানলে হয় না, কোন শব্দ কোথায় ও কীভাবে ব্যবহার করতে হয়, তার পরিপ্রেক্ষিত সম্পর্কেও জানা প্রয়োজন। তাই কোনো লক্ষ্য সামনে রেখে আপনি নতুন শব্দ শিখছেন কি না, তা বুঝে নিন। সেই অনুযায়ী কৌশল সাজান।


সহায়ক মুঠোফোনের অ্যাপ


ম্যাগুশ জিআরই ভোকাবুলারি ফ্ল্যাশকার্ড বেশ কার্যকর একটি অ্যান্ড্রোয়েড অ্যাপ্লিকেশন। এতে প্রায় ১ হাজার ১০০ শব্দ আছে, যা কিনা জিআরই পরীক্ষায় সচারচর আসে। এই অ্যাপ থেকে শুধু শব্দের অর্থ জানলেই হবে না, নানান পরিস্থিতিতে শব্দটি কীভাবে ব্যবহার করা হচ্ছে ও কেন ব্যবহার করা হচ্ছে, সে সম্পর্কেও জানা যাবে। এ ছাড়া গুগল প্লে স্টোর বা আইফোনে অ্যাপ স্টোরে ভালো রেটিংযুক্ত অনেক অ্যাপ আছে, যা দিয়ে শেখা শুরু করা যেতে পারে। প্রতিদিন অবসর সময়ে একটু মনোযোগ দিয়ে ১০-১৫টি শব্দ পড়ে আত্মস্থ করতে হবে।


ইংরেজি চলচ্চিত্র বা সিরিজ দেখুন


ইংরেজি শব্দ নিয়ে খুব ভীতি থাকলে প্রথম দিকে সাবটাইটেল যুক্ত করে সিনেমা বা টেলিভিশন সিরিজ দেখার চেষ্টা করুন। ধীরে ধীরে সাবটাইটেল বন্ধ করে যা শুনছেন, তা বোঝার চেষ্টা করুন। এতে একদিকে ইংরেজিতে শোনার দক্ষতা যেমন বাড়বে, আর কোন পরিস্থিতিতে কোন শব্দটা ব্যবহার করা হচ্ছে, তা ভালো করে আয়ত্ত করতে পারবেন।


প্রতিদিন ইংরেজি অনুচ্ছেদ পড়ুন


বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক গণমাধ্যম থেকে প্রতিদিন দুই থেকে তিনটি করে ইংরেজি নিবন্ধ পুরোটা পড়ার চেষ্টা করুন। একটি অনুচ্ছেদ পড়ার পরে তা মনে মনে কল্পনা করুন ও নিজের মতো ভাবার চেষ্টা করুন। অনুচ্ছেদ থেকে নতুন যে শব্দগুলো দেখবেন, তা একটি নোটবুকে লিখে রাখুন। সেই শব্দের বিভিন্ন প্রয়োগ দেখুন। আপনার লেখা বা বলায়ও নতুন শেখা শব্দগুলো প্রয়োগ করার চেষ্টা করুন।


মনে রাখার কৌশল


অনেকেই একটি শব্দের সঙ্গে আরেকটা শব্দের অর্থ মিলিয়ে মনে রাখার চেষ্টা করেন। একে বলা হয় নেমোনিক (mnemonic)। যেমন abridge শব্দের অর্থ সংক্ষিপ্ত করা। ব্রিজ আমাদের যাত্রা সংক্ষিপ্ত করে। ব্রিজ শব্দটি দিয়ে আপনি অ্যাব্রিজ মনে রাখতে পারেন। এভাবে ছোট ছোট কৌশল কাজে লাগালে শব্দ শিখে রাখা সহজ হয়।


শব্দের উৎপত্তি সম্পর্কে জানা


ইংরেজি ভাষার অনেক শব্দ ল্যাটিন, ফরাসি, জার্মানসহ নানান ভাষা থেকে উদ্ভূত হয়েছে। এ ক্ষেত্রে শব্দের মূল সম্পর্কে জানা থাকলে একই ধরনের অনেক শব্দ সম্পর্কে জানা যায়। বাংলার উপসর্গ-অনুসর্গের মতো ইংরেজি প্রিফিক্স-সাফিক্স শিখলেও অনেক শব্দ সম্পর্কে জানা যায়।


প্রতিদিন সময় দিন


হুট করে একদিনে অনেক শব্দ শেখা যায় না। যে কারণে শুরু করতে হয় একটু একটু করে। প্রথম সাত দিন ৫টি করে শব্দ শেখার চেষ্টা করুন। এরপর প্রতিদিন আরও দুটি করে শব্দ বাড়াতে থাকুন। এতে এক মাসে প্রায় ১৫০টি নতুন শব্দ শেখার সুযোগ পাবেন। এভাবে দুই মাস চালানোর পরে রিভিশন দিন, দেখবেন দুই মাসে প্রায় ৩০০টি নতুন শব্দের ব্যবহার শিখে ফেলেছেন।


যা শিখছেন তা ব্যবহার করুন


বিভিন্ন অনুচ্ছেদ বা লেখা পড়ে কিংবা অ্যাপের মাধ্যমে যেসব শব্দ শিখছেন, তা চেষ্টা করুন প্রতিদিন ব্যবহার করতে। এ জন্য ই–মেইল লিখতে কিংবা কাউকে বার্তা পাঠানোর জন্য নতুন শব্দ ব্যবহার করতে পারেন। নিয়মিত চর্চার মাধ্যমে কিছু শব্দ খুব বেশি আয়ত্তে চলে আসবে। এর মাধ্যমে আপনার ইংরেজি ভাষার শব্দের ওপর দক্ষতা ধীরে ধীরে বাড়বে।


শব্দজট বা ধাঁধা মেলানোর খেলা


অনেক ইংরেজি পত্রিকা বা সাময়িকীতে নিয়মিত শব্দজট ছাপা হয়। ইন্টারনেটে আপনি শব্দজট মেলানোর বিভিন্ন ওয়েবসাইট পাবেন। এ ছাড়া শব্দজটের খেলার জন্য বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন আছে। সুবিধামতো যেকোনো মাধ্যমে শব্দজট মেলানোর অভ্যাস করতে পারেন। বলা হয়, শব্দজটের সমাধান করা নতুন নতুন শব্দ শেখার ক্ষেত্রে বেশ কার্যকর। শুরুতে সহজ শব্দজটগুলো মেলানোর চেষ্টা করুন। এরপর ধীরে ধীরে কঠিনের দিকে যান। তাহলে আপনার মনোযোগ বাড়বে। একই সঙ্গে নতুন শব্দের ওপর দখল তৈরি হবে।


পডকাস্ট শুনুন


ইতিহাস–ঐতিহ্য কিংবা আপনি যে বিষয়ে আগ্রহী, সেই বিষয়ে কোনো পডকাস্ট বা অডিও প্রতিদিন নিয়মিত শুনতে পারেন। এতে একদিকে আপনার নতুন শব্দ শেখার যেমন সুযোগ থাকবে, তেমনি নতুন তথ্য ইংরেজি ভাষাতে জানার সুযোগ পাবেন। ইংরেজি ভাষায় চিন্তা করার কৌশলগুলো আয়ত্ত করার বিষয় সম্পর্কে ধারণা পাবেন বিভিন্ন পডকাস্ট থেকে। গুগল পডকাস্ট নামিয়ে নিয়ে হার্ভার্ড বিজনেস রিভিউ, টেডের মতো পডকাস্ট শুনতে পারবেন।


ভোকাবুলারি সমৃদ্ধ করার সুযোগ এখন ‘লকডাউন’ এর এই সময়টায়


বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বিসিএস কিংবা চাকরির জন্য সাধারণ জ্ঞান-১

 ১. মেট্রোরেলের প্রথম ট্রেন দেশে আসে কবে?


ক. ৩০ মার্চ, ২০২১

খ. ৩১ মার্চ, ২০২১

গ. ১৮ মার্চ, ২০২১

ঘ. ২৬ মার্চ, ২০২১


২. মেট্রোরেলের কোচগুলো তৈরি হয়েছে কোন দেশে?

ক. চীন

খ. যুক্তরাষ্ট্র

গ. জাপান

ঘ. তাইওয়ান


৩. কোন বন্দর দিয়ে মেট্রোরেলের কোচ দেশে পৌঁছে?

ক. মোংলা বন্দর

খ. চট্টগ্রাম বন্দর

গ. পায়রা বন্দর

ঘ. কক্সবাজার বন্দর


৪. দক্ষিণ এশিয়ায় লিঙ্গবৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে শীর্ষ দেশ কোনটি?

ক. ভারত

খ. নেপাল

গ. ভুটান

ঘ. বাংলাদেশ


৫. বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা?

ক. জাতিসংঘ

খ. সুইজারল্যান্ডভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)

গ. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

ঘ. সেন্টার ফর হেলথ অ্যান্ড জেন্ডার ইকুইটি


৬. সম্প্রতি প্রকাশিত ‘বাংলাদেশে বাজেট: অর্থনীতি ও রাজনীতি’ বইটির লেখক কে?

ক. আকবর আলি খান

খ. মোহাম্মদ ইউনুস

গ. ওয়াহিদউদ্দিন মাহমুদ

ঘ. খোন্দকার ইব্রাহিম খালেদ


৭. সম্প্রতি কোন বাংলাদেশি জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির ‘বাংলাদেশ চেয়ার’ নির্বাচিত হয়েছেন?

ক. অধ্যাপক শাহরিয়ার আলম

খ. অধ্যাপক রায়হান আহমেদ

গ. অধ্যাপক হারুন-অর-রশিদ

ঘ. অধ্যাপক রফিকুল ইসলাম


৮. সম্প্রতি প্রেসিডেন্টের সঙ্গে মতানৈক্যের জের ধরে কোন দেশের তিন বাহিনীর (সেনা, নৌ ও বিমান) প্রধান একযোগে পদত্যাগ করেছেন?

ক. যুক্তরাষ্ট্র

খ. ব্রাজিল

গ. ইকুয়েডর

ঘ. আর্মেনিয়া


৯. কোন মোবাইল ফোন প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিনিয়োগ করতে শুরু করেছে?

ক. নকিয়া

খ. এইচটিসি

গ. শাওমি

ঘ. মটোরোলা


১০. দেশে এখন পর্যন্ত কতটি স্টার্টআপকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে?

ক. ১৭২টি

খ. ১৭০টি

গ. ১৮৭টি

ঘ. ১০৯টি

১১. মানুষের তৈরি বিশ্বের গভীরতম খাল কোনটি?

ক. চীনের গ্র্যান্ড খাল

খ. সুয়েজ খাল

গ. গ্রিসের করিন্থ খাল

ঘ. কোনোটিই নয়


১২. আন্তর্জাতিক শ্রম সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের হার কত?

ক. ৩৮ শতাংশ

খ. ৩৫ শতাংশ

গ. ৪২ শতাংশ

ঘ. ৩৪ শতাংশ


১৩. ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় কতজন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়?

ক. ১ হাজার ৬৪২ জন

খ. ১ হাজার ৫০৯ জন

গ. ১ হাজার ২০০ জন

ঘ. ১ হাজার ৯০৮ জন


১৪. ১৯৭২ সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত ছিল?

ক. ৭০ ডলার

খ. ২১ ডলার

গ. ৯৮ ডলার

ঘ. ৪৫ ডলার


১৫. কত সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য বাংলাদেশের?

ক. ২০৩১ সাল

খ. ২০৪১ সাল

গ. ২০৫০ সাল

ঘ. ২০৭১ সাল


১৬. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে ‘ইতিহাসের মহানায়ক’ নামে বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ করেছে—


ক. সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

খ. বাংলা একাডেমি

গ. বাংলাদেশ আওয়ামী লীগ

ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়


১৭. বিশ্ব বাণিজ্যের ১২ শতাংশের বেশি পণ্য পরিবহন হয় কোন খাল দিয়ে?

ক. চীনের গ্র্যান্ড খাল

খ. সুয়েজ খাল

গ. গ্রিসের করিন্থ খাল

ঘ. কোনোটিই নয়


১৮. সুয়েজ খালে প্রথম জাহাজ ভাসে কবে?

ক. ১৮৬৯ সালের ১৭ নভেম্বর

খ. ১৮৭৯ সালের ২৭ নভেম্বর

গ. ১৯৬৯ সালের ২ জানুয়ারি

ঘ. ১৮৬৭ সালের ১৭ নভেম্বর


১৯. সম্প্রতি বিশাল এক পণ্যবাহী জাহাজ সুয়েজ খালে আটকে যায়। জাহাজটির নাম কী?

ক. এভার গ্রিন

খ. এভার গিভেন

গ. সুইজ জায়ান্ট

ঘ. কুইন ম্যারি


২০. সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় ইউজিসি থেকে শিক্ষাকার্যক্রম শুরুর অনুমোদন পেয়েছে?

ক. রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

খ. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়

গ. গাজীপুর বিশ্ববিদ্যালয়

ঘ. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সৃজনশীল বিশ্ববিদ্যালয়


২১. যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সম্প্রতি কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারের যে গোপন শিবিরটি বন্ধ করে দিয়েছে, তার নাম কী?

ক. সেভেন্থ ক্যাম্প

খ. ক্যাম্প সিক্স

গ. ক্যাম্প-সেভেন

ঘ. সিক্রেট ক্যাম্প


২২. আন্তর্জাতিক আর্থিক প্রকাশনা এশিয়ামানি দেশের কোন ব্যাংককে বাংলাদেশের সেরা ডোমেস্টিক ব্যাংক ২০২১ হিসেবে স্বীকৃতি দিয়েছে?

ক. ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)

খ. সাউথ ইস্ট ব্যাংক

গ. ব্র্যাক ব্যাংক

ঘ. ডাচ-বাংলা ব্যাংক


২৩. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?

ক. ৬ এপ্রিল

খ. ৮ এপ্রিল

গ. ৪ এপ্রিল

ঘ. ৭ এপ্রিল


২৪. সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশের বাণিজ্য ও বিনিয়োগের জন্য বাংলাদেশকে একটি প্রতিশ্রুতিশীল গন্তব্য অভিহিত করে সে দেশের কোম্পানিগুলোকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং একটি হাইটেক পার্কে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন?

ক. চীন

খ. যুক্তরাষ্ট্র

গ. ভারত

ঘ. যুক্তরাজ্য


২৫. সংবিধান সংশোধনীর ফলে কোন রাষ্ট্রপ্রধানের ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা নিশ্চিত?

ক. ভ্লাদিমির পুতিন

খ. জো বাইডেন

গ. নরেন্দ্র মোদি

ঘ. কোনোটাই নয়


সঠিক উত্তর


১. ৩১ মার্চ, ২০২১

২. জাপান

৩. মোংলা বন্দর

৪. বাংলাদেশ

৫. সুইজারল্যান্ডভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)

৬. আকবর আলি খান

৭. অধ্যাপক হারুন-অর-রশিদ

৮. ব্রাজিল।

৯. শাওমি

১০. ১৭০টি

১১. গ্রিসের করিন্থ খাল

১২. ৩৮ শতাংশ

১৩. ১ হাজার ৬৪২ জন

১৪. ৭০ ডলার

১৫. ২০৪১ সালে

১৬. সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

১৭. সুয়েজ খাল

১৮. ১৮৬৯ সালের ১৭ নভেম্বর

১৯. এভার গিভেন (জাপানি মালিকানাধীন)

২০. রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

২১. ক্যাম্প-সেভেন

২২. ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)

২৩. ৭ই এপ্রিল

২৪. যুক্তরাষ্ট্র

২৫. ভ্লাদিমির পুতিন

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বিসিএস কিংবা চাকরির জন্য সাধারণ জ্ঞান-১


বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বিসিএস কিংবা চাকরির জন্য সাধারণ জ্ঞান-২

১. মিয়ানমারের সঙ্গে কয়টি দেশের সীমান্ত আছে? 

ক.৪টি 

খ.৫টি 

গ.৬টি 

ঘ.৩টি 


২. তাতমাদো কোন দেশের সশস্ত্র বাহিনীর নাম? 

ক. কম্বোডিয়া 

খ. তিউনিসিয়া

খ. তানজানিয়া

ঘ. মিয়ানমার 

৩. 'চেকবই কূটনীতি' কোন দেশের সঙ্গে সম্পর্কিত? 

ক. যুক্তরাষ্ট্র

খ. জাপান 

গ. চীন 

ঘ. কানাডা

৪. সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নতুন ধরনের বন্ডের অনুমোদন দিয়েছে। বন্ডটির নাম কী? 

ক. সাজেদা বন্ড 

খ. গ্রিন বন্ড 

গ. সবুজ ঋণপত্র 

ঘ. কে অ্যান্ড কে বন্ড 


৫. বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের নতুন উদ্বোধন করা ওটিটি কলিং সেবার নাম কী? 

ক. পিপীলিকা 

খ. বাংলা বার্তা 

গ. কথোপকথন

ঘ. আলাপ 


৬. বাংলাদেশের মানুষের গড় আয়ু বৈশ্বিক বৃদ্ধির—

ক. অর্ধেক 

খ. সমান 

গ. দ্বিগুণ

ঘ. এক-তৃতীয়াংশ 


৭. ল্যানসেট কী? 

ক. সম্প্রতি মঙ্গলে প্রেরিত নভোযান

খ. বাংলাদেশের কেনা যুদ্ধ বিমান 

গ. চিকিৎসা সাময়িকী 

ঘ. টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান 


 ৮. বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নরওয়েভিত্তিক বহুজাতিক কোম্পানি টেলিনর ও মালয়েশিয়াভিত্তিক বহুজাতিক আজিয়াটা শীর্ষ দুই প্রতিযোগী প্রতিষ্ঠান। এই দুই প্রতিযোগী কোন দেশে জোট বেঁধে একীভূত হতে যাচ্ছে? 

ক. মালয়েশিয়া 

খ. নরওয়ে 

গ. কাতার 

ঘ. সংযুক্ত আরব আমিরাত 


৯. দশম ডি-৮ সম্মেলনে সভাপতি হিসেবে ভাষণ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের সম্মেলনের সভাপতি ছিলেন—

ক. ইমরান খান 

খ. রিসেপ তাইয়েপ এরদোয়ান

গ. জোকো উইদোদো 

ঘ. হাসান রুহানি 


১০.১৯৯৯ সালে ঢাকায় অনুষ্ঠিত ডি-৮-এর দ্বিতীয় সম্মেলনে কে সভাপতিত্ব করেছিলেন? 

ক. শেখ হাসিনা 

খ. খালেদা জিয়া

গ. শেখ হাসিনার অনুপস্থিতিতে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ 

ঘ. পারভেজ মোশাররফ 


১১. মিষ্টি পানের জন্য বিখ্যাত—

ক. মহেশখালী 

খ. কুষ্টিয়া 

গ. বরিশাল

ঘ. নোয়াখালী 


১২. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ কে? 

ক. ক্রিস্টিন ল্যাগার্দ 

খ. গীতা গোপীনাথ 

গ. অভিজিৎ ব্যানার্জি

ঘ. মাইকেল ক্রেমার 


১৩. পাহাড়ের প্রধান উৎসব 'বৈসাবি' কোন মাসে পালিত হয়? 

ক. আষাঢ় 

খ. ভাদ্র 

গ. ফাল্গুন

ঘ. চৈত্র


১৪. 'বিজু' কাদের উৎসব? 

ক. ত্রিপুরা 

খ. মারমা

গ. চাকমা

ঘ. গারো 


১৫. মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য 'কাল ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর'। এটি কোন কবির রচনা থেকে নেওয়া হয়েছে? 

ক. রবীন্দ্রনাথ ঠাকুর 

খ. নির্মলেন্দু গুণ 

গ. কাজী নজরুল ইসলাম 

ঘ. সুকান্ত ভট্টাচার্য 


১৬. প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যাত্রার জন্য নির্বাচিত হয়েছেন কে? 

ক. নোরা ফাতেমা 

খ. নোরা জামান 

গ. নোরা খাসোগি 

ঘ. নোরা মাতরোশি 


১৭. ১৭০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী নেতৃত্ব দিতে যাচ্ছেন কোন সংবাদ সংস্থাকে? 

ক. এএফপি

খ. সিএনএন

গ. রয়টার্স 

. আল-জাজিরা


১৮. আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের পরবর্তী প্রধান সম্পাদক হচ্ছেন—

ক. আলেসান্দ্রা গ্যালোনি

খ. ক্রিস্টোফার ক্রিস 

গ. রিবন কাইস 

ঘ. স্টিভেন অ্যাডলার 


১৯. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত কে? 

ক. বাইডেন নিজে 

খ. বারাক ওবামা 

গ. লিওনার্দো ডি ক্যাপ্রিও 

ঘ. জন কেরি 


২০. বাংলা কোন সনের যাত্রা শুরু হলো? 

ক.১৪২৭ 

খ. ১৪২৮ 

গ.১৪২৯ 

ঘ. ১৪৩০ 


২১. সম্প্রতি বাজারে একচেটিয়াতন্ত্র কায়েমের অভিযোগে ২৮০ কোটি ডলার জরিমানা করা হয়েছে কোন প্রতিষ্ঠানকে? 

ক. আলিবাবা 

খ. আমাজন 

গ. ফেসবুক 

ঘ. মাইক্রোসফট 


২২. বিজিএমইএর নতুন সভাপতি কে? 

ক. ফারুক হাসান 

খ. রুবানা হক 

গ. ফারুক হোসেন

ঘ. কামাল হাসান 


২৩. দেশের ইতিহাসে বেসরকারি ব্যাংকের প্রথম নারী এমডি কে? 

ক. হুমায়রা আশরাফি 

খ. গীতা গোপিনাথ 

গ. সেলিনা হায়াত 

ঘ. হুমায়রা আজম 


২৪. সনজীদা খাতুন কোন প্রতিষ্ঠানের সভাপতি? 

ক. নজরুল একাডেমি 

খ. ছায়ানট 

গ. মুক্তিযুদ্ধ জাদুঘর 

ঘ. বাংলা একাডেমি অনুবাদ কমিটি 


২৫. জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নাম কী? 

ক. ইউএনইপি

খ. ইউএনডিপি

গ. আইপিসিসি

ঘ. ইউএনইপিসি


সঠিক উত্তর

১. মিয়ানমারের সঙ্গে কয়টি দেশের সীমান্ত আছে? 

উত্তর: ৫টি (বাংলাদেশ, চীন, ভারত, থাইল্যান্ড ও লাওস) 


২. তাতমাদো কোন দেশের সশস্ত্র বাহিনীর নাম? 

উত্তর: মিয়ানমার


৩. 'চেকবই কূটনীতি' কোন দেশের সঙ্গে সম্পর্কিত? 

উত্তর: চীন (বহু দেশের সরকারকে অবকাঠামো তৈরির নামে ঋণ দিয়ে নিজের নিয়ন্ত্রণের বলয়ে নিয়ে আসছে চীন। এটি এখন 'চেকবই কূটনীতি' নামে পরিচিত হয়েছে) 


৪. সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নতুন ধরনের বন্ডের অনুমোদন দিয়েছে। বন্ডটির নাম কী? 

উত্তর: গ্রিন বন্ড (এটি এনেছে সাজেদা ফাউন্ডেশন। দেশের প্রথম গ্রিন বন্ড এটি) 


৫. বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের নতুন উদ্বোধন করা ওটিটি কলিং সেবার নাম কী? 

উত্তর: আলাপ 


৬. বাংলাদেশের মানুষের গড় আয়ু বৈশ্বিক বৃদ্ধির—

উত্তর: দ্বিগুণ (গত ৫০ বছরে বাংলাদেশিদের আয়ু বেড়েছে ২৪ বছরের বেশি। একই সময়ে পৃথিবীব্যাপী মানুষের গড় আয়ু বেড়েছে ১২ বছর) 


৭. ল্যানসেট কী? 

উত্তর: চিকিৎসা সাময়িকী (যুক্তরাজ্যভিত্তিক) 


৮. বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নরওয়েভিত্তিক বহুজাতিক কোম্পানি টেলিনর ও মালয়েশিয়াভিত্তিক বহুজাতিক আজিয়াটা শীর্ষ দুই প্রতিযোগী প্রতিষ্ঠান। এই দুই প্রতিযোগী কোন দেশে জোট বেঁধে একীভূত হতে যাচ্ছে? 

উত্তর: মালয়েশিয়া


৯. দশম ডি-৮ সম্মেলনে সভাপতি হিসেবে ভাষণ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের সম্মেলনের সভাপতি ছিলেন—

উত্তর: রিসেপ তাইয়েপ এরদোয়ান


১০. ১৯৯৯ সালে ঢাকায় অনুষ্ঠিত ডি-৮-এর দ্বিতীয় সম্মেলনে কে সভাপতিত্ব করেছিলেন? 

উত্তর: শেখ হাসিনা


১১. মিষ্টি পানের জন্য বিখ্যাত—

উত্তর: মহেশখালী


১২. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ কে? 

উত্তর: গীতা গোপীনাথ


১৩. পাহাড়ের প্রধান উৎসব 'বৈসাবি' কোন মাসে পালিত হয়? 

উত্তর: চৈত্র


১৪. 'বিজু' কাদের উৎসব? 

উত্তর: চাকমা 


 ১৫. মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য 'কাল ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর'। এটি কোন কবির রচনা থেকে নেওয়া হয়েছে? 

উত্তর: কাজী নজরুল ইসলাম


১৬. প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যাত্রার জন্য নির্বাচিত হয়েছেন কে? 

উত্তর: নোরা মাতরোশি (সংযুক্ত আরব আমিরাতের নাগরিক) 


১৭. ১৭০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী নেতৃত্ব দিতে যাচ্ছেন কোন সংবাদ সংস্থাকে

উত্তর: রয়টার্স


১৮. আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের পরবর্তী প্রধান সম্পাদক হচ্ছেন—

উত্তর: আলেসান্দ্রা গ্যালোনি


১৯. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত কে? 

উত্তর: জন কেরি 


২০. বাংলা কোন সনের যাত্রা শুরু হলো? 

উত্তর: ১৪২৮ 


২১. সম্প্রতি বাজারে একচেটিয়াতন্ত্র কায়েমের অভিযোগে ২৮০ কোটি ডলার জরিমানা করা হয়েছে কোন প্রতিষ্ঠানের? 

উত্তর: আলিবাবা


২২. বিজিএমইএর নতুন সভাপতি কে? 

উত্তর: ফারুক হাসান


২৩. দেশের ইতিহাসে বেসরকারি ব্যাংকের প্রথম নারী এমডি কে? 

উত্তর: হুমায়রা আজম


২৪. সনজীদা খাতুন কোন প্রতিষ্ঠানের সভাপতি? 

উত্তর: ছায়ানট


২৫. জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নাম কী? 

উত্তর: ইউএনইপি

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বিসিএস কিংবা চাকরির জন্য সাধারণ জ্ঞান


Saturday, April 10, 2021

বুয়েট ভর্তি পরীক্ষা আবেদন শুরু ১৫ এপ্রিল থেকে,, ভর্তি পরীক্ষা দুই ধাপে

 বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে। ওইদিন সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ২৪ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত।

শনিবার ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েট কর্তৃপক্ষ।

 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে বুয়েটের স্নাতক ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে। চলবে ২৪ এপ্রিল বেলা তিনটা পর্যন্ত। ‘ক’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ) আবেদন, প্রাক্‌-নির্বাচনী ও মূল ভর্তি বাবদ ১ হাজার এবং ‘খ’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ ও স্থাপত্য বিভাগে) ১ হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের যোগ্যতা: প্রার্থীকে দেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ- ৪.০০ পেতে হবে। এইচএসসিতে জিপিএ -৫.০০ পেতে হবে। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় গণিত, পদার্থ ও রসায়ন এর ৩০০ নম্বরের মধ্যে ২৭০ নম্বর পেতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রেও সমমানের গ্রেড/নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
আবেদনকারীদের থেকে ১ম থেকে ২৪,০০০তম পর্যন্ত সকল শিক্ষার্থীকে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। এই বাছাইয়ের ক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষার গণিত, পদার্থ ও রসায়ন পরীক্ষার মোট প্রাপ্ত নম্বর, গনিতে প্রাপ্ত নম্বর এবং পদার্থবিজ্ঞানে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকারের ক্রম হিসেবে বিবেচনা করা হবে।

বুয়েট ভর্তি পরীক্ষা আবেদন শুরু ১৫ এপ্রিল থেকে

২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা দুই ধাপে নেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এর মধ্যে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা (প্রাথমিক বাছাই) নেওয়া হবে আগামী ৩১ মে ও ১ জুন। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েট। এবার করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে এসব পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ভর্তি পরীক্ষা কবে
এরপর আগামী ৩১ মে ও ১ জুন চার শিফটে এক ঘণ্টায় ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নাম প্রকাশ করবে বুয়েট। আগামী ১০ জুন বুয়েটের মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১ জুলাই নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

আবেদনের পদ্ধতি
আবেদন করার নিয়ম ও ভর্তির নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.buet.ac.bd)–তে পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার সব কার্যক্রমের খবর বুয়েটের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

আসনসংখ্যা
পার্বত্য চট্টগ্রাম এবং অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট আসনসংখ্যা ১ হাজার ২১৫।


Friday, April 2, 2021

যাচাই করে দেখুন ফেসবুক সম্পর্কে আপনি কতটা জানেন

যে ফেসবুকে বন্ধু-স্বজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, ছবি ও ভাবনা শেয়ার করছেন, দেখুন তো সামাজিক যোগাযোগ মাধ্যমটি সম্পর্কে আপনি কতটা জানেন। উত্তর নিচেই রয়েছে।

১.

যাচাই করে দেখুন ফেসবুক সম্পর্কে আপনি কতটা জানেন

২.

যাচাই করে দেখুন ফেসবুক সম্পর্কে আপনি কতটা জানেন

৩.

যাচাই করে দেখুন ফেসবুক সম্পর্কে আপনি কতটা জানেন

৪.

যাচাই করে দেখুন ফেসবুক সম্পর্কে আপনি কতটা জানেন

৫.

যাচাই করে দেখুন ফেসবুক সম্পর্কে আপনি কতটা জানেন

৬.

যাচাই করে দেখুন ফেসবুক সম্পর্কে আপনি কতটা জানেন

৭.

যাচাই করে দেখুন ফেসবুক সম্পর্কে আপনি কতটা জানেন

৮.

যাচাই করে দেখুন ফেসবুক সম্পর্কে আপনি কতটা জানেন

৯.

যাচাই করে দেখুন ফেসবুক সম্পর্কে আপনি কতটা জানেন

১০.

যাচাই করে দেখুন ফেসবুক সম্পর্কে আপনি কতটা জানেন

উত্তর মিলিয়ে নিন


১. (ক) ১৩ বছর। ফেসবুকের নীতিমালা অনুযায়ী, ১৩ বছরের কম বয়সী কেউ ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পারবে না। এমনকি তার হয়ে অভিভাবকের নিবন্ধন করাও নিয়মবহির্ভূত।


২. (ঘ) ক্যালিফোর্নিয়া। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের প্রধান কার্যালয়কে প্রায়ই পুরো এক শহরের সঙ্গে তুলনা করা হয়।


৩. (খ) ২ লাখ ডলার। শুরুতে thefacebook.com ডোমেইন নেমে ওয়েবসাইট চালু করলেও ফেসবুকের প্রথম প্রেসিডেন্ট শন পার্কারের পরামর্শে ২ লাখ ডলারে facebook.com কেনা হয়। ডোমেইন নেমের বদলে ফেসবুকের শেয়ার দিতে চেয়েছিলেন জাকারবার্গ। তবে ডোমেইনটির আগের মালিক রাজি হননি। কে জানে এখন নিশ্চয় আফসোস করেন।


৪. (ঘ) স্ন্যাপচ্যাট। ফেসবুকের মূল সেবাগুলোর মধ্যে রয়েছে ফেসবুক অ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অকুলাস, ওয়ার্কপ্লেস, পোর্টাল এবং নোভি। অন্যদিকে দুজন সহপ্রতিষ্ঠাতার সঙ্গে স্ন্যাপচ্যাট নামের সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠা করেন ইভান স্পিগেল।


৫. (খ) ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’। অবশ্য ২০১০ সালে মুক্তি পাওয়া মার্কিন চলচ্চিত্রটি মূল ঘটনা থেকে বেশ আলাদা বলে মনে করেন অনেকে।


৬. (গ) শেরিল স্যান্ডবার্গ। প্রথম প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে ২০০৮ সালে ফেসবুকে যোগ দেন শেরিল স্যান্ডবার্গ। ফেসবুকের পরিচালনা পর্ষদে প্রথম নারী সদস্যও তিনি।


৭. (ক) ৫০ জন। করোনাকালে একসঙ্গে সর্বোচ্চ ৫০ জনকে ভিডিও কনফারেন্সের সুযোগ করে দিতে গত বছর চালু করা হয় মেসেঞ্জার রুমস।


৮. (ঘ) বিজ্ঞাপন। আয়ের নানা উৎসের খোঁজ জারি রাখলেও ফেসবুকের মূল আয় এখনো বিজ্ঞাপন থেকেই আসে।


৯. (ক) ৪ ফেব্রুয়ারি। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রাতিষ্ঠানিকভাবে ফেসবুক চালু হয়েছিল বলে ধরে নেওয়া হয়।


১০. (খ) ২৪ ঘণ্টা। ২৪ ঘণ্টা পর স্টোরিজ থেকে যেকোনো পোস্ট স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।

Tuesday, March 9, 2021

ব্লগে বা ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর ১০টি সহজ ও কার্য়করী প্রক্রিয়া

 

কিভাবে ব্লগে ভিজিটর বাড়াবেন ১০০% কার্যকরী

আপনার ওয়েবসাইট বা ব্লগের জন্য ভিজিটর খুবই গুরুত্বপূর্ণ। ভিজিটর ছাড়া ব্লগ বা ওয়েবসাইট যেনো প্রাণ ছাড়া মৃত দেহ।


এরজন্যই ভিজিটরকে বলা হয় আপনার ওয়েবসাইটের প্রাণ।
ধরেনিলাম আপনার একটি ওয়েবসাইট আছে এবং আপনি সেখানে নিয়মিত অনেক কষ্ট করে জান, কিন্তু আপনার সেই কষ্ট কখনোই স্বার্থক হবে না যদি না আপনার ওয়েবসাইটে কোন ভিজিটর প্রবেশ না করে।


তাই আপনার কষ্টকে স্বার্থক করার জন্য যেমন আপনার ভিজিটর প্রয়োজন ঠিক আপনার ওয়েবসাইটিকে টিকিয়ে রাখতে হলেও আপনার সাইটে ভিজিটরের প্রয়োজন।
কারণ আপনার সাইটে ততদিন কোন ইনকাম হবে না যতদিন না আপনি আপনার ব্লগে পর্যাপ্ত পরিমাণ ভিজিটর না নিয়ে আসতে পারেন। যার ফলে আপনার দিনের পর দিন চলে যায় কিন্তু কোন টাকার মুখ আপনি দেখতে পারেন না। তাই আপনার ব্লগে টাকা ইনকাম করার জন্য হউক বা আপনার লেখার সঠিক মূল্য পাওয়ার জন্য অথবা আপনার পরিচিতি পাওয়ার জন্য হলেও আপনার ওয়েবসাইটে ভিজিটর দরকার ।

যদিও ভিজিটর আনা খুব একটা সহজ কাজ না সকলের পক্ষে এটা সম্ভব পর হয়ও না কিন্তু তারপর ও আপনি যদি সঠিক উপায়ে সঠিকভাবে চেষ্টা করেন তাহলে আপনার সাইটেও নিয়ে আসতে পারবেন আশানুরুপ ভিজিটর ।


আজ আমি আপনাদেরকে এই বিষয়েই অবগত করবো যে কিভাবে আপনার সাইটে বা ব্লগে আশানুরুপ ভিজিটরে নিয়ে আসতে পারবেন খুব কম পরিশ্রমে এবং কম সময়ে।

ব্লগে বা ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর ১০টি সহজ ও কার্য়করী প্রক্রিয়া


তো যারা যারা ভাবছেন যে আপনাদের সাইটে আসলেই আশানুরুপ ভিজিটর নেই এবং আপনাদের সাইটে পার্যাপ্ত পরিমাণ ভিজিটর আনা দরকার কিন্তু অনেক চেষ্টা করেও আপনাদের সাইটে পরিমাণমত ভিজিটর আনতে পারছেন না তাদের কে বলবো একবার আমার এই পোষ্টা মনোযোগ দিয়ে শেষ পযন্ত পড়েন এবং আমার দিক নির্দেশনা অনুযারী কাজ করে যান আমি আশা করি আপনারা খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের সাইটে আশানুরুপ ভিজিটির নিয়ে আসতে পারবেন।
তাই আমি আশা করি সবাই পুরো আর্টিকেলটিকে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়বেন। যদি সত্যি আপনাদের ওয়েবসাইটে বা ব্লগে ভিজিটর বাড়াতে চান।

ব্লগে বা ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর ১০টি সহজ ও কার্য়করী প্রক্রিয়া

নিয়মিত আর্টিকেল পাবলিশ করুন

আপনার ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশে আপনাকে অবশ্যই নিয়মিত হতে হবে । আপনার ওয়েবসাইটে বা ব্লগে ভিজিটর পেতে বা ভিজিটর ধরে রাখতে হলে নিয়মিত হওয়াটা খুবই জরুরী ।


কারণ একটি ভিজিটর যখন দেখবে আপনি একটি নিয়ম মেনে নির্দিষ্ট সময় পরপর আর্টিকেল পাবলিশ করে যাচ্ছেন তাহলে সেও নিয়মিত আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে ।


আর আপনি যদি নিয়মিত আপনার ব্লগে আর্টিকেল পাবলিশ করতে না পারেন তাহলে আপনি যত পরিশ্রমি করেন না কেন আপনার ব্লগে ভিজিটর আনাতে পারবেন না ।


নিয়মিত বলতে আপনাকে বুজতে হবে একটা নিদিষ্ট নিয়ম ও সময় মেনে তারপর আর্টিকেল পাবলিশ করতে হবে।


হয় আপনি প্রতিদিনে একটি করে আর্টিকেল পাবলিশ করবেন না হয় প্রতি সপ্তাহে একটি করে না হয় প্রতিমাসে একটি করবেন মানে একটি নির্দিষ্ট সময় ও নিয়ম মেনে করতে থাকবেন তাহলে দেখবেন আপনার ওয়বসাইটের বা ব্লগের ভিজিটর দিন দিন বেড়ে চলেছে এবং সেটা যথারীতি বাড়তে থাকবে।


অবশ্যই এমন ভাবে ওয়েবসাইটে বা ব্লগে পোস্ট করবেন না যে একটিনে ৪-৫টা তারপর এক সপ্তাহেও একটিও করলেন না ।


আপনার আর্টিকেল এর কোয়ালিটি বজায় রাখুন


আমাদের ওয়েবসাইটগুলোতে ভিজিটর না বাড়ার একটা প্রধান কারণ হলো আমরা যে আর্টিকেল গুলো লেখি সেই আর্টিকেল গুলোর কোয়ালিটি তেমন ভালো হয় না যার ফলে বেশিরভাগ ভিজিটর আমাদের ওয়েবসাইটে ঢুকেই বের হয়ে যায় এর ফলে আমাদের সাইটের বাউন্সরেট অনেক বেড়ে যায় এবং এতে সাইট বড় করা সম্ভবপর হয়ে উঠে না।


তাই আমাদেরকে অবশ্যই কোয়ালিটির উপর জোড় দিতে হবে। দরকার হলে আমরা আর্টিকেল কম পাবলিশ করবো তবুও আর্টিকেলের কোয়ালিটি বজার রাখার চেষ্টা করবো।


ধরুন আপনি এক সপ্তাহ সময় ‍নিয়ে খুব ভালোভাবে গুছিয়ে তথ্যবহুল এবং কোয়ালিটি সম্পন্ন একটি আর্টিকেল পাবলিশ করলেন আপনার ওয়েবসাইটে বা ব্লগে এবং সেই আর্টিকেলটি পড়ার জন্য আপনার সাইটে ধরুন ১সপ্তাহে ১০০০জন্য প্রবেশ করল এবং তারা দেখতে পারলো আপনার আর্টিকেলটিতে তো অনেক ভালো কিছু কথা লিখেছেন এবং অনেক ভালো ভালো তথ্য গুছিয়ে দিয়েছেন তাহলে সেই ১০০০জনের মধ্যে ৮০% ভিজিটরই আপনার সাইটের নামটি মনে রাখবে এবং তারা নিয়মিত আপনার সাইটে প্রবেশ করে ঘুরেঘুরে দেখবে আপনি নতুন কোন আর্টিকেল প্রকাশ করেছেন কিনা। কারণ সে একবার আপনার সাইটি থেকে উপকার পেয়েছে এবং আপনার আর্টিকেলটির কোয়ালিটিও ভালো পেয়েছে তাহলে কোন আপনার সাইটে দ্বিতীয়বার প্রবেশ করবে না।
এভাবে আপনার সাইটি আসতে আসতে অনেক জনপ্রিয় হয়ে উঠবে এবং সবাই আপনার সাইটিকে অনেক পছন্দ করতে শুরু করবে।


আর অন্যভাবে দেখলে আপনি দৈনিক ২-৫টা করে আর্টিকেল পাবলিশ করা শুরু করলেন কিন্তু একটি আর্টিকেল ও সেইরকম কোয়ালিটি নেই বললেই চলে তাহলে ভেবে দেখেন এরজন্য যদি আপনারসাইটে দৈনিক ৫০০০ ভিজিটরও প্রবেশ করে আপনার তেমন কোন লাভ হবে না কারণ আপনার আর্টিকেল এর কোয়ালিটি দেখে কেউ আপনার আর্টিকেলটি তো পড়বেই না এর সাথে তাদের মনে আপনার সাইট সর্ম্পকে একাটি খারাপ চিন্তা জন্মামে।


এর ফলে আপনার সাইটে তারা আর কখনো প্রবেশ করবে না এমনকি আপনার সাইটের নামটাও তারা ভালোভাবে লক্ষ্য করবে না।


তাই বেশি আর্টিকেল লেখার দিকে চিন্তা না দিয়ে যতটুকু লেখবেন ততটুকুতেই কোয়ালিটি বাজায় রাখার চেষ্টা করুন এতে আপনার ভিজিটর বাড়তে শুরু করবে।
আপনার ওয়েবসাইটটি বা ব্লগটি সার্চ ইন্জিনে সাবমিট করুন

আপনার ব্লগে বা ওয়েবসাইটে টার্গেটিব ভিজিটর আনতে সবচেয়ে বড় সাহায্য করতে পারে সার্চ ইন্জিন। কারণ সার্চ ইন্জিন থেকে মানুষ আপনার সাইটটিকে খুজে তার কোন কিছু জানার থাকলে এতে অটোমেটিক আপনার অরগানিক ভিজিটর বাড়তে থাকে আপনার তেমন কোন কষ্টই করা লাগে না।


আপনি যখন আপনার সাইটিকে বা ব্লগটিকে কোন সার্চ ইন্জিন এ সাবমিট করবেন তখন আপনার সাইট রিলেটেড কোন কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ করবে সেই সার্চ ইন্জিন থেকে তখন সেই সার্চ ইন্জিন আপনার সাইটিকে সেই ভিজিটররের সামনে তুলে ধরবে এতে আপনি কোন কিছু না করেই আপানার সাইটের জন্য ভিজিটর পেয়ে যাচ্ছেন এর জন্য আপনাকে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন আর্টিকেল পাবলিশ করতে হবে এবং সার্চ ইন্জিন এ আপনার সাইটটিকে সাব মিট করতে হবে।
আপনার আর্টিকেল গুলোকে বেশি বেশি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

বাস্তবে আপনি একটি সমাজে বসবাস করেন বলে বাস্তবে আপনাকে আপনার আশেপাশে অনেকেই চিনে যার ফলে আপনি বাস্তবে অনেক মানুষের সাথে অনেক কিছু শেয়ার করতে পারেন কিন্তু অনলাইনে তো আপনাকে কেউ চিনে না তাহলে আপনি কিভাবে আপনার ব্লগ সাইটিকে প্রমোট করবেন।
এটা আপনি করতে পারেন বিভিন্ন সোশাল মিডিয়াতে আপনার একটি প্রোফাইল তৈরি করে ।

আপনি যখন আপনার নিজের জন্য একটি সোশাল মিডিয়া প্রেফাইল তৈরি করবেন তখন আপনার অনেক বন্ধু ও ফলোয়ার তৈরি হবে সেখানে আপনি আপনার ব্লগের আর্টিকেলগুলো আপনার সেই বন্ধুেদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনার বন্ধুেদের কে বলে দিতে পারেন তারা যেন তাদের বন্ধুদের সাথে সেটি শেয়ার করে।


এটা অনেক সময়ই আমরা যেমনটা ভেবে থাকি তেমনটা হয় না কারণ হয়ত আপনার বেশির ভাগ বন্ধুই আপনার আর্টিকেলটি শেয়ার করবে না। এতে অনেক সময়ই আমরা আমাদের বন্ধুদের দোষ দিয়ে থাকি আসলে কিন্তু এতে আপনার বন্ধুর কোন দোষ নেই কারণ আপনার আর্টিকেলটি তখনি কেউ শেয়ার দিবে যখন সে দেখবে যে আপনার আটিকেলটিতে আসলেই নতুন কিছু রয়েছে বা কিছু শেখার রয়েছ যা সবার কল্যাণে কাজে আসবে। তাই আপনি আপনার বন্ধুদের কাছ থেকে তখনি শেয়ার আশা করতে পারেন যখন আপনি তার মনের মত একটি পোষ্ট তাকে উপহার দিতে পারবেন।


তাই অবশ্যই ভালো টপিক ও নতুন কিছু যাতে সবাই শিখতে পারে সেই ভাবে আর্টিকেল লেখার ও পাবলিশ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার সোশাল মিডিয়াতে আপনার আর্টিকেলটি অনেকে শেয়ার হচ্ছে ও সেই সাখে আপনার সাইটে অনেক ভিজিটরও প্রবেশ করছে।


ওয়েবসাইটের ব্যাকলিংক তৈরি করুন


অবশ্যই আপনার ব্লগের বেশ কিছু কোয়ালিটি সম্পন্ন ব্যাকলিংক তৈরি করুন। এটা আপনার ওয়েবসাইটের যেমন ভিজিটর বাড়াবে তেমনি এটা আপনার ব্লগ বা ওয়েবসাইটিকে গুগলের র‌্যাংকিং করাতে সাহায্য করবে।


আপনাকে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন ওয়েবসাইটে বা ব্লগে ব্যাকলিংক তৈরি করতে হবে না হলে তেমন কোন লাভ আপনি ব্যাকলিংক থেকে পাবেন না।
আপনি যদি অনেক কষ্ট করে ১০০০ টি ব্লগে আপনার ওয়েবসাইটের ব্যাকলিংক তৈরি করেন কিন্তু সেই ১০০০টি ব্লগের মধ্যে একটিও তেমন কোয়ালিটি সম্পন্ন না হয় তাহলে আপনার ব্লগের জন্য সেই ১০০০টি ব্যাকলিংক ও তেমন কাজের হবে না।
এই ১০০০টি ব্যাক লিংক তৈরি না করে আপনি একটু বেশি কষ্ট করে হলেও একটি কোয়ালিটি সম্পন্ন ব্লগে বা সাইটে আপনার ওয়েবসাইটের জন্য একটি ব্যাকলিংক তৈরি করেন এতে আপনার ১০০০টি নরমাল ব্যাকলিংকের চেয়ে বেশি কার্যকর হবে ।


ভিডিও মার্কেটিং

ভিডিও মার্কেটিং করে আপনারা অনেক ভিজিটর পেতে পারেন আপনাদের ব্লগের জন্য। কারণ বর্তমানে মানুষের কাছে কোন টেক্স ফরমেটের থেকে ভিডিও ফরমেট বেশি পছন্দ ।


এর জন্য আপনি ইউটিউবের সাহায্য নিতে পারেন। আপনারা হয়ত সকলেই জানেন যে ইউটিউব হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট যেখানে প্রতিদিন হাজার হাজার ভিডিও পাবলিশ হয় এবং সেই ভিডিও দেখার জন্য প্রতিদিন প্রায় ৩০ মিলিয়ন মানুষ প্রবেশ করে ।


তাই বুজতেই পারছেন কত মানুষের আনাগোনা রয়েছে এই ইউুটিউবে। আপনিও এখান থেকে কিছু ভিজিটর আপনার ওয়েবসাইটের জন্য নিতে পারেন এরজন্য আপনাকে সাবার প্রথমে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে তারপর সেখানে আপনার ব্লগ রিলেটেড নানা ধরনের ভিডিও আপলোড করতে হবে। এবং সেই সব বিডিও এর মধ্যে এবং ভিডিও ডিসক্রিপশনে আপনার ব্লগের নামটি দিয়ে দিবেন এবং আপনার ইউটিউব ভিউয়ারদেরকে সবসময় অবগত করবেন আপনার ওয়েবসাইট বা ব্লগ সর্ম্পকে তাহলে দেখবেন এখান থেকে অনেক ভিজিটর আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্য বাড়িয়ে নিতে পারবেন।
সঠিক কিওয়ার্ড বাছাই করুন


আপনার আর্টিকেলটি থেকে ভালো ভিজিটর পেতে হলে অবশ্যই আপনার আর্টিকেল এর কিওয়ার্ড সঠিক হওয়া চাই। কারণ আপনার আর্টিকেল এর কিওয়ার্ড এর উপর নির্ভর করবে আপনার আর্টিকেলটি কতটা র‌্যাংক করবে গুগলে বা কত ভিজিটর পাবেন আপনি গুগল থেকে।


ধরুন আপনি এমন কিওয়ার্ড বাছাই করলেন আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্য যে কিওয়ার্ডটি আপনার আগেই অনেকে বড় বড় ওয়েবসাইট বা ব্লগ ব্যবহার করে ফেলেছে তাহলে কিন্তু তাদেরকে টপকিয়ে আপনার সাইটি র্যাংক করানো সহজ হবে না আর কোন ভাবে র‌্যাংক করে ফেললও সেইসব সাইটের থেকে আপনার সাইটকে কেউ আগে প্রধান্য দেবে না।


আবার আপনি এমন কিছু কিওয়ার্ড বাছাই করলেন যা কেই সার্চই করে না তাহলেও কিন্তু আপনার ভিজিটর পাওয়র সম্ভাবনা নেই বলেলেই চলে। তাই সঠিকভাবে কিওয়ার্ড বাছাই করতে হবে ।


এমন কিওয়ার্ড বাছাই করতে হবে যে কিওয়ার্ডে যেমন তেমন কোন কম্পিটিটরও নাই আবার মুটামুটি সার্চ ভেলুও ভালো।
তাহলেই আপনি গুগল থেকে বা বিভিন্ন সার্চ ইন্জিন থেকে আপনার কাংখিত ভিজিটর পেতে পারবেন।


সর্বশেষ


আপনি যদি আমার এই পুরো আর্টিকেলটি সর্ম্পূণ মনোযোগ দিয়ে পরে থাকেন এবং এই অনুযায়ী কাজ করে যান তাহলে আমি আপনাকে গ্রারান্টি দিচ্ছি আপনার ব্লগ বা ওয়েবসাইটের ভিজিটর বাড়াবে।


কিন্তু এক দুই দিনে এটা সম্ভব নাও হতে পারে আপনি নিয়মিত কাজ করে যান আপনি আপনার উন্নতিটা নিজেই ধরতে পারবেন।


আশা করি আর্টিকেলটি সকলের ভালো লেগছে। ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কোন সমস্যা হলে বা কোন কিছু বুজতে অসুবিধা হলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন