Ad 3

Education makes a door to bright future

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education is a way to success in life

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education is a best friend goes lifelong

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education makes a person a responsible citizen

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Education is a key to the door of all the dreams

University admission and others information,International Scholarships, Postgraduate Scholarships, College Scholarship, Study Abroad Financial Aid, Scholarship Search Center and Exam resources for PEC, JSC, SSC, HSC, Degree and Masters Examinees in Bangladesh with take from update sports News, Live score, statistics, Government, Private, current Job Circular take from this site

Showing posts with label Student. Show all posts
Showing posts with label Student. Show all posts

Friday, February 1, 2019

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ও উত্তর মনে রাখার বিশেষ কৌশল [ চতুর্থ খন্ড ]

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ও উত্তর মনে রাখার বিশেষ কৌশল [ চতুর্থ খন্ড ],,,,,,,,

#Tragedy_of_William_Shakespeare
#টেকনিক ৭১
Hamlet >> "Macbeth" কে বলল "Romeo and
Juliet"কে বল "Coriolanus", "Titus
Andronicus" and "Timon of Athens" রা যেন
"Julius Caesar", "Troilus and Cressida", And "Anthony and Cleopatra" কে সাথে নিয়া
"Othello","King Lear"And "Cymbeline" এর
বাড়িতে "TRAGEDY" দেখতে যায় ।

>>>এখন মিলিয়ে নিন
01 >> Hamlet
02 >> Macbeth
03 >> Romeo and Juliet
04 >> Coriolanus
05 >> Titus Andronicus
06 >> Timon of Athens
07 >> Julius Caesar
08 >> Troilus and Cressida
09 >> Anthony and Cleopatra
10 >> Othello
11 >> King Lear
12 >> Cymbeline
**********

কোন ফলে কি এসিড থাকে।।।
**---------------------------------**
#টেকনিক৭২
লেবু সাই আপেলের মা তেতুল টাকে দুধে লয় টমির সালি মৌমি আমলকিতে অক্সালিক এসিড কম আছে বলে পপিকে মারে।।।
লেবু সাইট্রিক এসিড
আপেল। ম্যালিক এসিড
তেতুল টারটারিক এসিড
দুধ ল্যাকটিক এসিড
টমেটো স্যালিক।ম্যালিক এসিড
মৌমাছি বিষ পিপড়া বোলতার কামরে মিথানোয়িক বা ফরমিক এসিড
আমলোকি অক্সালিক এসিড
কমলা অ্যাসকারবিক এসিড
--------------------------

যে সব রাষ্ট্রের আইন সভার নাম
কংগ্রেস--- সেগুলা মনে রাখার
টেকনিক।
# টেকনিক :- ৭৩
কলি B B A
পড়তে নেপাল
থেকে চীনে চলিয়া গেল।
ক=কলাম্বিয়া
লি=লিবিয়া
B=ব্রাজিল
B=বলিভিয়া
A=আমেরিকা
নেপাল=নেপাল
চীনে=চীন
চলিয়া=চিলি

মুদ্রা মনে রাখার টেকনিক-৭৪---
’ক্রোনা, দিনার’ মুদ্রা।
ক) ক্রোনা: স্কেন্ডেনেবিয়ার
৫টি দেশের (ফিডে আসুন)
মধ্যে ৪টির মুদ্রা ক্রোনা, শুধু
ফিনল্যান্ডের ইউরো।
#টেকনিক:- ৭৫
"ফিডে আসুন"
১.ফিনল্যান্ড
২.ডেনমার্ক
৩.আইসল্যান্ড
৪.সুইডেন
৫.নরওয়ে
যেসব দেশের মূদ্রার নাম দিনার----
#টেকনিক:- ৭৬
আজ তিসা ও লিবা কই
ডিনার করবে?
আ=আলজেরিয়া
জ=জর্ডান
তি=তিউনিশিয়া
সা=সার্বিয়া
লি=লিবিয়া
বাহ=বাহরাইন
ক=কুয়েত
ই=ইরাক
ডিনার=দিনার।
******

উত্তর আফ্রিকার দেশগুলো মনে রাখুন সহজে
#টেকনিক:৭৭
-MoSST WEAL come
দেশ ----------রাজধানী
মরক্কো----------রাবাত
Sudan----------খার্তুম
South Sudan----জুবা
তিউনিশিয়া-------তিউনিশ
West Sahara-- আল আইয়ুন
Egypt(মিশর)---কায়রো
আলজেরিয়া------আলজিয়ার্স
লিবিয়া---------ত্রিপোলি
*****

পারমাণবিক শক্তিধর
দেশ (৮)আটটি
#টেকনিক :- ৭৮
PR UNNK BF
CI (প্রিয়ার
অনেক BF চাই)
P= পাকিস্তান
R= রাশিয়া
UN= যুক্তরাষ্ট্র
NK= উত্তর কোরিয়া/
(North Korea)
B= ব্রিটেন
F= ফ্রান্স
C= চীন
I =India(ভারত)
*******

সরল প্রোটিনসমূহ মনে রাখার টেকনিক:
#টেকনিক :::"৭৯
আলমারির গেট খুলে প্রথমে পেলাম স্কেল গ্লোব হিস্টোরি বই"।
.
#_______ব্যাখ্যাঃ-
#আলমারি - অ্যালবুমিন
#গেট - গ্লুটেলিন
#খুলে - ছন্দ মিলের জন্য
#প্রথমে - প্রোটামিন
#পেলাম - প্রোলামিন
#স্কেল - স্কেলেরোপ্রোটিন
#গ্লোব - গ্লোবিউলিন
#হিস্টোরি - হিস্টোন
**********
#ওপেক_ভুক্ত_দেশগুলোর_নাম_মনে রাখার শর্টকাট টেকনিক৮০

#টেকনিক : LOVE আছে SUQK NAA(ii)
লাভ আছে সুখ নাই।
-
১. L0 = লিবিয়া
২. V = ভেনিজুয়েলা
৩. E = ইকুয়েডর
৪. S = সৌদি আরব
৫. U = সংযুক্ত আরব আমিরাত
৬. Q = কাতার
৭. K = কুয়েত
৮. N = নাইজেরিয়া
৯.A = আলজেরিয়া
১০. A = অ্যাঙ্গোলা
১১. I = ইরান
১২. I = ইরাক
*********
#টেকনিক-৮১
যে সব দেশের মুদ্রার নাম "পেসো"
□■□■□■□■□■□■□■□■□■□■□■□■□■□
কৌশলঃ
আজ চিলি ও ফিলি কলেজে মেক্সি পরে গেলে সবাই পেসোন থেকে উকি মেরে দেখে ।
আজ= আর্জেন্টিনা চিলি, ফিলিপাইন কলেজ =কলম্বিয়া উ= উরুগুয়ে কি= কিউবা
--------------------------------------------

#টেকনিক-৮২
বলকান স্টেট্স (১১ টি)
কৌশলঃ
রুমার বস সার্বিয়া ও গ্রিস থেকে আল বুল মেসি ও মনটিকে ক্রয় করে স্লোভেনিয়ার হাঙ্গারে ফুটবল প্রাকটিস করালেন।
□■□■□■□■□■□■□■□■□■□■□■□■□■□
A। রুমার= রুমানিয়া
B।বস= বসনিয়া ও হ্যাঁজেগোবিনা
C। সার্বিয়া ও গ্রিস = সার্বিয়া ও গ্রিস
D। আল বুল মেসি = আলবেনিয়া , বুগেরিয়া ও মেসিডুনিয়া
E। মনটিকে ক্রয় করে= মনটিনিগু , ক্রোয়েসিয়া
F। স্লোভেনিয়ার হাঙ্গারে= স্লোভেনিয়া , হাঙ্গেরি
---------------------------

#টেকনিক:৮৩
NIPA MBBS পড়তে আগ্রহী।
¤¤ N= নেপাল
¤¤ I= ইন্ডিয়া
¤¤ P= পাকিস্তান
¤¤ A= আফগানিস্তান
¤¤ M= মালদ্বীপ
¤¤ B= বাংলাদেশ
¤¤ B= ভুটান
¤¤ S= শ্রীলংকা
*****
মাইকেল মধুসূদন দত্তের সব নাটক <<<
.
#টেকনিক :৮৪
কিশোরি সুপমা
.
> কি = কৃষ্ণ কুমারী ( প্রথম সার্থক ট্রাজেডি - ১৮৬১)
> শ= শর্মিষ্ঠা ( প্রথম সার্থক নাটক - ১৮৫৯ )
> রি = রিজিয়া ( অস্মাপ্ত )
> সু = সুভদ্রা ( নাট্য কাব্য )
> প = পদ্দাবতী ( অমিত্রাক্ষর ছন্দ )
> মা = মায়া কানন
.
>>> এক নজরে নুরুল মোমেনের সব নাটক <<<
.
#টেকনিক : ৮৫
তোর আশন যেনে আই ভাই
.
> আ = আলোছায়া ( ১৯৬২)
> শ = শতকরা আশি জন
> ন = নয়া খানদান
> যে = যেমন ইচ্ছা
> নে = নেমেসিস ( ১৯৪৮ - second world war)
> আই = আইনের অন্তরালে (১৯৬৭)
> ভাই = ভাই ভাই সবাই ( ১৯৮২)
********
#টেকনিক: 1
বাংলাদেশে সর্বমোট নিরক্ষর মুক্ত জেলা-৭টি। প্রথম নিরক্ষর মুক্ত জেলা-মাগুরা।
✿ #সিরাজ_চুমা_লাগা ) ✿
____________
টেকনিক৮৬
সিরাজ চুমা লাগা
১। সি - সিরাজগন্জ
২। রা - রাজশাহী
৩। জ - জয়পুরহাট
৪। চু - চুয়াডাঙ্গা
৫। মা - মাগুরা (১ম)
৬। লা - লালমনিরহাট
৭। গা - গাইবান্ধা

#টেকনিক : ৮৭
sin, cos, tan এর মাঝে গোলযোগ
পাকিয়ে যায়। টেকনিক:
সাগরে লবণ আছে ; sin = লম্ব/অতিভুজ
কবরে ভূত আছে ; cos= ভূমি/অতিভুজ
ট্যারা লম্বা ভূত ; tan= লম্ব/ ভূমি।

মুঘল সম্রাটদের ক্রম :
# টেকনিক : ৮৮
বাবার-হয়েছিল-একবার-জ্বর- সাড়িল,ঔষধে
বাবার = বাবর।
হয়েছিল =হুমায়ুন।
একবার = আকবর।
জ্বর = জাহাঙ্গীর।
সাড়িল = শাহাজাহান।
ঔষধ = আওরঙ্গজেব।

টেকনিকঃ৮৯
শালার-পোলা-আইসক্রিম-আলা
শালার = সক্রেটিস
পোলা = প্লেটো
আইসক্রিম = আরিস্টোটল
আলা= আলেকজান্ডার

ভারতের ছিটমহল গুলো (১১১) বাংলদেশের যে সকল জেলায় অবস্থিত :
#টেকনিক :৯০
# কুলাপনী
কু --- কুড়িগ্রাম (১২টি)
লা --- লালমনিরহাট (৫৯টি)
প --- পঞ্চগড় (৩৬টি)
নী --- নীলফামারী (৪টি)
*******
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ও উত্তর মনে রাখার বিশেষ কৌশল [ চতুর্থ খন্ড ]


How to Write a Feature Article-কিভাবে হতে পারেন একজন আর্টিকেল রাইটার অথবা ফিচার রাইটার

How to Write a Feature Article??-কিভাবে হতে পারেন একজন আর্টিকেল রাইটার অথবা ফিচার রাইটার??????

বর্তমান সময়ে পুরো অনলাইন জুড়ে ক্ষুদে লেখক/লেখিকাদের অভাব নেই। তবে গুণগতমান সম্পন্ন ও সৃষ্টিশীল লেখক/লেখিকা খুব কমই দেখা যায় এবং তাদের মধ্যে বেশির ভাগই শখের বশীভূত হয়ে লেখালেখি করে থাকে। অনেকেই এটাকে জীবনের লক্ষ্য হিসেবেও বেছে নেয়। মূলত লেখার মান ভাল করতে হলে এবং সৃষ্টিশীল লেখক হতে হলে বেশ কিছু বিষয়ের দিকে নজর রাখতে হয়। যেগুলো মেনে চললে আপনিও আপনার লেখাটিকে প্রাণবন্ত ও সুন্দর ভাবে উপস্থাপন করতে পারবেন। তাই আপনারা যারা লেখালেখি পছন্দ করেন বা ভালো লেখক/লেখিকা হবার স্বপ্ন দেখেন তাদের এ বিষয়গুলোর দিকে সবসময় নজর দেওয়া উচিত।

১. ভালো লিখতে হলে পড়তে হবে।  হ্যাঁ, আপনি যদি ভালো লেখক হতে চান তাহলে প্রথমে আপনাকে অবশ্যই একজন ভালো পাঠক হতে হবে। পড়তে হবে অনেক বেশি পড়তে হবে। পাঠ্য বইয়ের পাশাপাশি আপনার পছন্দের লেখক/লেখিকা অথবা আপনি যে বিষয়ের উপর লিখতে পছন্দ করেন সেই বিষয়ের প্রেক্ষাপটে লেখা বিভিন্ন লেখক/লেখিকার বই গুলো পড়তে পারেন। আপনি যত বেশি পড়বেন আপনার মেধা তত বিকশিত হবে। আপনি তত বেশি জ্ঞান অাহরণ করতে পারবেন। আর আপনি কোনো বিষয়ে যত বেশি ধারনা রাখতে পারবেন আপনি তত সুন্দর ভাবে সাজিয়ে-গুছিয়ে লিখতে পারবেন। সুতরাং, ভালো লেখক/লেখিকা হওয়ার প্রথম শর্ত হলো ভালো পাঠক হওয়া।

২. কল্পনা করা শিখতে হবে। আমরা জানি, বাস্তবে ঘটে যাওয়া অভিজ্ঞতা থেকে খুব সহজেই সাজিয়ে-গুছিয়ে লেখা যায় কারণ সে ঘটনাটি আমাদের চোখের সামনেই ঘটে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা সবাই সব পরিস্থিতিরই বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারি না। অন্যের পরামর্শ নিয়ে, বই-পুস্তক পড়ে অথবা বিভিন্ন মুভি দেখে প্রেক্ষাপট গুলো উপলব্ধি করার চেষ্টা করি। আর লেখালেখি করতে গেলে অনেক বিষয়েই জ্ঞান থাকতে হয়। বিভিন্ন বিষয়কে বিভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করতে হয়। তাই আপনার কল্পনার জগৎ যত বেশি প্রসারিত হবে আপনি তত সহজেই যেকোনো বিষয়ের উপর সুন্দর ভাবে সাজিয়ে-গুছিয়ে উপস্থাপন করতে পারবেন।

৩. শুধু পড়লে ও কল্পনা করা জানলেই হবে না। যথেষ্ট পরিমাণ লেখারও অভ্যাস গড়ে তুলতে হবে। প্রথম প্রথম হয়তো আপনি নিজের মতো করে সাজিয়ে লিখতে পারবেন না। তাই বলে লেখা বন্ধ করা যাবে না। যখনই মন চাইবে, যা মন চাইবে লিখে ফেলবেন। এমনকি লেখা গুলো অনলাইনে পাবলিস করবেন। এটা ভাববেন না যে- আপনার লোখা গুলো পড়ে অন্যরা হাসা-হাসি করতে পারে। বরং অনেকেই আপনাকে উৎসাহিত করবে। আর কেউ যদি আপনার ভুল ধরেও থাকে তাহলে মন খারাপ করা যাবে না। বরং এটা আপনার জন্য ভালো। এতে করে আপনি আপনার ভুল গুলো শুধরে নিতে পারবেন। লিখতে লিখতে এক সময় আপনি নিজেই আপনার উন্নতি উপলব্ধি করতে পারবেন। ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে- “practice makes a man perfect” অর্থাৎ- “গাইতে গাইতে গায়েন”। মোটকথা আপনি যেমনই লিখেন না কেন আপনাকে নিয়মিত লেখালেখি করতে হবে তবেই আপনি একটা সময় ভালো লেখক/লেখিকা হতে পারবেন।

৪. আপনি যখন একটি বিষয়ের উপর লেখার জন্য মন স্থির করবেন; সে বিষয় সম্পর্কে আপনি যতই জানেন না কেন, লেখা শুরু করার আগে উক্ত বিষয় সম্পর্কে “Google” ও “Youtube” থেকে ভালো ভাবে স্টাডি করে নিবেন। এতে করে আপনি সে বিষয় সম্পর্কে আরও সুনির্দিষ্ট কিছু ধারনা ও তথ্যসূত্র পাবেন। তা থেকে আপনি আপনার নিজের ভাষায় আরও সুন্দর ভাবে সাজিয়ে-গুছিয়ে লিখতে পারবেন।

৫. প্রতিটি গল্প বা আর্টিকেলের “শিরোনাম” একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই আপনি যে বিষয় নিয়ে লিখতে চান সে বিষয়ের মূলভাবের উপর ভিত্তি করে একটি সুন্দর ও অাকর্ষণীয় শিরোনাম নির্বাচন করবেন। এবং এটি আপনার লেখার শুরুতেই হাইলাইট করবেন। শিরোনামটি যেন খুব ছোট অথবা বেশি বড়ও না হয়। মোটকথা, শিরোনামটি এমন ভাবে ফুটিয়ে তুলতে হবে যাতে পাঠক আপনার লেখাটির শিরোনাম দেখেই তার মাঝে পুরো লেখাটি পড়ার আগ্রহ জন্মায়।

৬. লেখার শুরুর অংশ অর্থাৎ ভূমিকায় যথাসম্ভব নাটকীয়তা এবং ভণিতা আনতে হবে। গতানুগতিক ভূমিকায় বরাবরই পাঠক আকৃষ্টতা কম থাকে। তাই এ ক্ষেত্রে চিন্তা করে বের করতে হবে কিভাবে লেখাটি শুরু করলে পাঠক ভেতরে যেতে চাইবে, তার আগ্রহ জন্মাবে। এ কথা সবসময় মনে রাখতে হবে যে, যেকোন লেখা হুট করে শুরু করে দিলে পাঠে একঘেয়েমি চলে আসে। তাই চমৎকার সূচনার বিকল্প নেই।

৭. যেকোনো লেখার বানান একটি গুরুত্বপূর্ণ দিক। প্রতিটি লেখায় আপনাকে বানানের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারণ একজন ভালো পাঠক যখন আপনার লেখা পড়বে এবং পড়ার মাঝে যদি একটু পর পর বানান ভুল থাকে তাহলে সে আপনার লেখাটি পড়তে বিরক্তিবোধ করবে। এবং আপনার লেখা যতই ভালো হোক না কেন; শুধু ভুল বানানের কারণে আপনার লেখা পড়ার প্রতি সে উৎসাহ হারিয়ে ফেলবে। এবং আপনি আপনার মূল্যবান পাঠক হারাবেন। তাই সর্বোচ্চ চেষ্টা করবেন যেন বানান ভুল না হয়।

৮.  লেখার মাঝে কোনো বানানের ভুল/শুদ্ধ নিয়ে সন্দেহ হলে সাথে সাথে “Google” অথবা “বাংলা অভিধান” থেকে  সার্চ করে শুদ্ধ বানানটি দেখে নিবেন। এক্ষেত্রে অবশ্যই কোনো অলসতা গ্রহনযোগ্য নয়। আপনার লেখার গুণগত মান ঠিক রাখতে সঠিক বানানের বিকল্প নেই।

৯. প্রতিটি লেখার গঠনগত দিকেও নজর রাখা আবশ্যক। অনেকেই আছেন যারা তাদের লেখায় দু’লাইন পর পর এক লাইন স্পেস দিয়ে লিখে থাকেন। অাবার অনেকই কোনো স্পেসই রাখেন না। এভাবে যেকোনো লেখাই গঠনগত দিক থেকে তার সৌন্দর্য হারিয়ে ফেলে। গঠনগত দিক থেকে আপনার লেখাটি সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে স্টেপ বাই স্টেপ এক লাইন স্পেস রাখাটা জরুরি। যেমনটা আমার এ লেখাটিতেই আমি প্রতিটি স্টেপ পর পর এক লাইন করে স্পেস রেখেছি। 

১০. যতি চিহ্নের ব্যবহারের দিকেও সর্বোচ্চ নজর দিতে হবে। কারণ- একটি ভুল যতি চিহ্ন ব্যবহারের কারণে একটি বাক্যের পুরো অর্থই বদলে যেতে পারে। আবার অনেকেই একটু পর পর একাধিবার (…../???/!!!) যতি চিহ্ন ব্যবহার করে থাকেন।  এতেও আপনার লেখাটি গাঠনিক সৌন্দর্য হারিয়ে ফেলে। তাই যতি চিহ্নের সঠিক ব্যবহার জানতে হবে এবং প্রয়োজনের অতিরিক্ত কোনো যতি চিহ্ন বা শব্দ ব্যবহার করা যাবে না।

১১. কোনো লেখাতেই কখনই একই সাথে সাধু, চলিত বা আঞ্চলিক ভাষা ব্যবহার করবেন না। তবে কোনো গল্পের ক্ষেত্রে বিভিন্ন চরিত্রের কথোপকথন বিভিন্ন ভাষায় হতে পারে। তবে তাতে অবশ্যই কোটেশন (” “) ব্যবহার করতে হবে। আর উপস্থাপকের ভাষা সবসময় সহজ ভাবে উপস্থাপন এবং সহজ ভাষা ব্যবহার করা ভালো। যাতে করে সব ধরনের পাঠকই আপনার লেখাটি সহজেই বুঝতে পারে।

১২. আপনার লেখা যাতে পাঠ্যবইয়ের রচনামুলক প্রশ্নের উত্তর না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি। এজন্য ঢালাওভাবে তথ্য না দিয়ে যথাসম্ভব চমৎকার বিশেষণের প্রয়োগের মাধ্যমে লেখনীর ধার বাড়াতে হবে। সুন্দর বিশেষণ আপনার লেখার ওজন বাড়িয়ে দিবে।

১৩. আপনার উল্লেখিত বিষয়টি সুন্দর ও সাবলিল শব্দগুচ্ছ দ্বারা শুরু থেকে শেষ অবধি একটি পরিছন্নতা বজায় রেখে একেবারে শেষে সেই বিষয়ের মূলভাবের উপর ভিত্তি করে উপসংহার হিসেবে কিছু ছন্দময় বাক্যের দ্বারা আপনি আপনার লেখাটি সমাপ্তি করতে পারেন।

১৪. সর্বশেষ, আপনি যা লিখলেন তা প্রকাশ করার পূর্বে অবশ্যই একাধিক বার রিভিশন দিয়ে নিবেন। কারণ লেখার সময় বানানে বা অন্য কোনো অপূর্ণতা থাকতে পারে। একাধিক বার রিভিশন দিলে আপনার লেখাটিতে কোনো টাইপিং মিস্টেক বা কোনো অপূূর্ণতা থাকলে তা শুধরে নিতে পারবেন। যা সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
How to Write a Feature Article-কিভাবে হতে পারেন একজন আর্টিকেল রাইটার অথবা ফিচার রাইটার

Wednesday, January 9, 2019

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ও উত্তর মনে রাখার বিশেষ কৌশল

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ও উত্তর মনে রাখার বিশেষ কৌশল 

যে সকল দেশের মূদ্রার নাম "ডলার" সেগুলা মনে রাখার উপায়ঃ
টেকনিক 1-(গনী মাঝির জামাই HSC পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল)
★গ- গায়ানা
★নি- নিউজিল্যান্ড
★মা- মার্কিন যুক্তরাষ্ট্র
★ঝি- জিম্বাবুয়ে
★জা-জামাইকা
★H- হংক
★S- সিংগাপুর
★C- কানাডা
★B- বেলিজ
★B- ব্রুনাই
★A- এন্টিগুয়া অস্ট্রেলিয়া ও বারমুডা
★গেল-গ্রানাডা।

মধ্যপ্রাচ্যের দেশসমূহ মনে রাখার সহজ কৌশল
টেকনিকঃঃ-2
[ সুমি তুই আজ ওই বাম সিলিকা র কুলে ]

★সু - সুদান/সৌদিআরব
★মি - মিশর
★তু - তুরস্ক/তিউনিসিয়া
★ই - ইরাক/ইসরাইল
★আ - আলজেরিয়া, আরব আমিরাত
★জ - জর্ডান
★ও - ওমান
★ই - ইরান/ইয়েমেন
★বা - বাহরাইন
★ম - মরক্কো
★সি - সিরিয়া
★লি - লিবিয়া
★কা - কাতার
★কু - কুয়েত
★লে - লেবানন

পারমাণবিক সাবমেরিন আছেঃ ৬টি
টেকনিকঃ 4 (UNR BF CI) ( উনার BF
চাই)
★UN=যুক্তরাষ্ট্র
★R=রাশিয়া
★B=ব্রিটেন
★F=ফ্রান্স
★C = চীন
★I=ভারত
বাংলাদেশে সর্বমোট নিরক্ষর মুক্ত জেলা-৭টি।
(প্রথম নিরক্ষর মুক্ত জেলা-মাগুরা)
টেকনিকঃ -5
(সিরাজ_চুমা_লাগা)
★১। সি - সিরাজগন্জ
★২। রা -রাজশাহী
★৩। জ - জয়পুরহাট
★৪। চু - চুয়াডাঙ্গা
★৫। মা- মাগুরা (১ম)
★৬। লা - লালমনিরহাট
★৭। গা - গাইবান্ধা
♦ GCC ভুক্ত দেশগুলোঃ উপসাগরীয় সহযোগিতা পরিষদ।
টেকনিকঃ-6 ["ওমা সৌদি বেয়াইন আমারে কাতুকুতু"দেয় ]
★ওমা= ওমান
★সৌদি = সৌদি আরব
★বেয়াইন = বাহরাইন
★আমারে = সংযুক্ত আরব আমিরাত
★কাতু = কুয়েত
★কুতু = কাতার
♦ দূরপ্রাচ্যের দেশগুলোঃ
টেকনিকঃ-7[চীনতা কর মফিজ]
★চীন = চীন
★তা = তাইওয়ান
★কর= কোরিয়া (উত্তর/ দক্ষিন)
★ম = মঙ্গোলিয়া
★ফি = ফিলিপাইন
★জ = জাপান

♦ OPEC ভুক্ত দেশগুলোঃ
টেকনিকঃ -8 [ইরান, ইরাকের, ইক্ষু, আম, আলু ও
লেবুতে ভেজাল নাই। সৌদি, আমারে, কাতু'কুতু দেয়।]
★এখানেঃ ইরান, ইরাক, ইকুয়েডর, অ্যঙ্গোলা, আলজেরিয়া, লিবিয়া,
ভেনেজুয়েলা, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত।
♦ CIRDAP এর অন্তর্ভুক্ত দেশগুলোঃ
টেকনিকঃ-9 [ NIPAI MTV FILM BS ] [(নিপা'ই MTV
FILM BS(ভালোবাসে)]
★N-Nepal,
★I-Iran,
★P-Pakistan,
★A-Afganistan,
★I-India.
★M-Malaysia,
★T-Thailand,
★V-Vietnam,
★F-Filipine,
★I-Indonesia,
★L-Laos,
★M-Mayanmar,
★B-Bangladesh,
★S-Srilanka,

♦ পারস্য উপসাগরীয় দেশ- GCC+ ইরাক,ইরান। আরব
উপদ্বীপ- GCC+ ইয়েমেন। পূর্ব এশিয়ার দেশগুলোঃ
♦ টেকনিকঃ10 [ তাজাকোচি।]
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন
♦ দূরপ্রাচ্যের দেশগুলোঃ
♦ টেকনিকঃ-11ঃ
[তাজাকোচিফিম।]
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন
★ফি = ফিলিপাইন
★ম = মঙ্গোলিয়া
♦ SUPER SEVEN দেশঃ
টেকনিকঃ-12 [ “ থামাই সিতাদহ”]
★থা = থাইল্যান্ড
★মা = মালেয়েশিয়া
★ই = ইন্দনেশিয়া
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং
♦ FOUR EMERGING TIGERS দেশঃ
টেকনিকঃ- 13 [“ সিতাদহ ”]
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং
♦ 7 SISTERS: ভারতের ৭টি অঙ্গরাজ্য।
টেকনিকঃ-14 [“ আমি অমেত্রি মনা”]
★আ = আসাম ( গোয়াহাটি )
★মি = মিজরাম ( আইজল )
★অ = অরুনাচল ( ইন্দিরাগিরি )
★মে = মেঘালয় ( শিলং )
★ত্রি = ত্রিপুরা ( আগরতলা )
★ম = মনিপুর ( ইম্ফল )
★না = নাগাল্যান্ড ( কোহিমা )
(বিঃ দ্রঃ - বন্ধনির ভিতর সংশ্লিষ্ট প্রদেশের রাজধানি)
♦ স্কেন্ডেনেভিয়ান রাষ্ট্র ৫ টিঃ
টেকনিকঃ 15ঃ [“ফিডে আসুন“]
★ফি = ফিনল্যান্ড
★ডে = ডেনমার্ক
★আ =আইসল্যান্ড
★সু = সুইডেন
★ন = নরওয়ে
♦ বাল্টিক রাষ্ট্র ৩ টিঃ
টেকনিকঃ-16 “ALL”
★A = এস্তনিয়া
★L = লাটভিয়া
★L =লিথুনিয়া
♦ D-8 ভুক্ত দেশঃ
টেকনিকঃ17 [“ মা বাপ নাই তুমিই” সব]
★মা =মালেয়েশিয়া
★বা =বাংলাদেশ
★পা =পাকিস্তান
★না =নাইজেরিয়া
★ই =ইরান
★তু =তুরস্ক
★মি =মিশর
★ই =ইন্দনেশিয়া
ASEAN ভুক্ত ১০টি দেশঃ
♦ টেকনিকঃ-18[ “ MTV এর FILM দেখলে BCS হবেনা ”]
★M =মালেয়েশিয়া ( কুয়ালালামপুর )
★T = থাইল্যান্ড( ব্যাংকক )
★V = ভিয়েতনাম ( হ্যানয় )
★F = ফিলিপাইন ( ম্যানিলা )
★I = ইন্দোনেশিয়া ( জাকার্তা )
★L = লাওস ( ভিয়েন তিয়েন )
★M = মায়ানমার ( নাইপিদ )
★B = ব্রুনাই ( বন্দর সেরি বেগাওয়ান )
★C = কম্বোডিয়া( নমপেন )
★S = সিঙ্গাপুর ( সিঙ্গাপুর সিটি )
( বিঃ দ্রঃ - বন্ধনির ভিতর সংশ্লিষ্ট দেশের রাজধানি )
বিভিন্ন (Golden Cresent)
♦ মাদক উৎপাদক অঞ্চল।
টেকনিক :- 19"আপাই’’
আ=আফগানিস্থান ,
পা= পাকিস্থান ,
ই=ইরান
♦ (Golden Ways)
মাদক চোরাচালানের জন্য বিখ্যাত ৩টি দেশ।“
★টেকনিক:-20 "নেভাবা”
নে= নেপাল ,
ভা= ভারত ,
বা= বাংলাদেশ
♦ (Golden Triangle)
মাদকের জমজমাট আসর ৩টি দেশ।“
★টেকনিক:-21"মাথাল”
মা= মায়ানমার
থা=থাইল্যন্ড
ল= লাওস
""Golden Village"""
বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬টি গাজা
উৎপাদনকারী অঞ্চল..
♦ বিজ্ঞানীদের মধ্যে কার পর কে এসেছে
টেকনিকঃ-22 (SPAA)(স্পা পানির নাম মনে রাখলে হবে)
S=Socretice (সক্রেটিস)
P=Pleto (প্লেটো)
A=Aristritol (এরিস্টটল) A=Alekgender
(আলেকজান্ডার)
♦ মোগল সম্রাটদের মধ্যে কার পরে কে এসেছে
★টেকনিক:23(বাবার-হয়েছিল-একবার-­
জ্বর-সাড়িল,ঔষধে)
বাবার=বাবর।
হয়েছিল=হুমায়ুন।
একবার= আকবর।
জ্বর= জাহাঙ্গীর।
সাড়িল= শাহাজাহান।
ঔষধ= আওরঙ্গজেব।
♦ যে সব রাষ্ট্রের আইন সভার নাম
"কংগ্রেস"-
টেকনিকঃ-24
(কলি BBA পড়তে নেপাল থেকে চীনে চলিয়া গেল।)
★ক-কলম্বিয়া
★লি-লিবিয়া
★B-ব্রাজিল
★B-বলিভিয়া
★A-আমেরিকা
★নেপাল-নেপাল
★চীনে-চীন
★চলিয়া-চিলি
★★বিদেশি শব্দ মনে রাখার অসাধারণ
টেকনিকঃ
-----------------------------
♦ টেকনিক-25
জাপানি শব্দঃ
"[জাপানিরা জুডো, কম্ফু, কারাতে খেলে হারিকেনসহ রিক্সায়
করে হাসনাহেনা ফুল নিয়ে প্যাগোডায় যায়, সুনামির ভয়ে সামপানে চড়ে হারিকিরি করে "]
(জাপানি শব্দঃ জুডো, কম্ফু, কারাতে, হারিকেন, রিক্সা, হাসনাহেনা,
প্যাগোডা, সুনামি,সামপান, হারিকিরি )

♦ টেকনিক-26
গুজরাটি শব্দঃ
[" গুজরাটিরা হরতাল এর দিন কোন জয়ন্তী হলে খদ্দর পরে "]
(গুজরাটি শব্দঃ হরতাল,জয়ন্তী, খদ্দর পরে।)
------------------------------
♦ টেকনিক-27
[" এক তুর্কি উজবুক দারোগা তোপের বসে তার
কুলি ও চাকরকে মুচলেকা দিয়ে বলল যদি জঙ্গলে
গিয়ে চাকু ও কাচি দিয়ে লাশ কাটতে পার তবে
আমার বাবুর্চি তোমাদের চকমক কোর্মা রেধে খাওয়াবে"]
(তুর্কি শব্দঃ উজবুক, দারোগা, তোপ, কুলি, চাকর, মুচলেকা, জঙ্গল,
চাকু, কাচি, লাশ, বাবুর্চি, চকমক, কোর্মা ।)
-----------------------------------
♦ টেকনিক-28
[" ফরাসি বুর্জোয়ারা আঁতাত করলেও কুপন ছাড়া ফিরিঙ্গির মত কার্তুজ নিয়ে রেস্তোরা, ক্যাফে ডিপোতে প্রবেশ করে না "]
(ফরাসি শব্দঃ বুর্জোয়া, আঁতাত, কুপন, ফিরিঙ্গি, কার্তুজ, রেস্তোরা,
ক্যাফে, ডিপো)
------------------------------
♦ টেকনিক- 29
[" ওলন্দাজরা হরতন রুইতন ইস্কাপন ও টেক্কাদিয়ে তাসে তুরুপ মারে ]
(ওলন্দাজ শব্দঃ হরতন, রুইতন, ইস্কাপন, ও টেক্কা,তাস, তুরুপ
♦ মৌলিক রঙ মনে রাখার কৌশল:
টেকনিক:30 (আসল)
★আ = আসমানী(নীল)
★স = সবুজ
★ল = লাল
টেকনিক ৩০

উপমহাদেশে নোবেল বিজয়ীদের নাম মনে রাখার টেকনিক
ছন্দ : রবী রমনকে বলল খোরানা আর সালাম তেরেসার সাথে কি করে।
জবাবে অমর্ত্য সেন হেসে বলল সবই ভাই ইউনুছ জানে।
১। রবীন্দ্র নাথ ঠাকুর - সাহিত্যে
(১৯১৩),
২। চন্দ্রশেখর ভেঙ্গটরমন - পদার্থে
(-১৯৩০ ),
৩। হরগোবিন্দ খোরানা-চিকিৎসায়
-১৯৬৮,
৪। আব্দুস সালাম - পদার্থে - ১৯৭৯,
৫। মাদার তেরেসা - -শান্তিতে
(১৯৭৯),
৬। অমর্ত্য সেন - -অর্থনীতিতে-১৯৯৮,
৭। ড .মো: ইউনুছ - -শান্তিতে-২০০৬।
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ও উত্তর মনে রাখার বিশেষ কৌশল

Friday, November 9, 2018

৩৮ তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের সমাধান

১. ন্যানো স্যাটেলাইট – ব্রাক অন্বেষা
২. মায়ানমারের সাথে সমুদ্রসীমা – Permanent tribunal for the law of the sea
৩. সর্বাধিক পরিমাণ অর্থের আমদানি – চীন
৪. মুজিবনগর সরকারের ত্রান মন্ত্রী – কামরুজ্জামান
৫. ভাষা আন্দোলন – বাঙ্গালী জাতীয়তাবাদ
৬. ১৯৫৪ এর প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না- সলিমুল্লাহ
৭. জুম চাষ- খাগড়াছড়ি
৮. চাকমা জনগোষ্ঠী বেশি বাস করে – রাঙ্গামাটি
৯. প্রথম আদমশুমারি – ১৯৭৪
১০. মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান – ক্রমহ্রাসমান
১১. বিশেষায়িত ব্যাংক – বাংলাদেশ কৃষিব্যাংক
১২. সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান – ২৭ ধারা
১৩. ইকোনমিক রিভিউ ২০১৬ অনুযায়ী শিশুমৃত্যু হার – ২৮
১৪. ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী গড় প্রবৃদ্ধি – ৭.৪০
১৫. ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল – ৬.০%
১৬. বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় : প্রাকৃতিক গ্যাস
১৭. প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা : চট্টগ্রাম ‘
১৮. নিম্নের মোঘল সম্রাটদের মাঝে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন : বাবর
১৯. ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬সালের – ফেব্রুয়ারিতে
২০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল :৫ বছর.
২১. দেশের কোন এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে: কোনোভাবেই প্রার্থী হতে পারবেন না *
২২. কোনটি স্থানীয় সরকার নয় : পল্লী বিদ্যুৎ
২৩. আইন প্রণয়নের ক্ষমতা – জাতীয় সংসদের
২৪. সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার না কর্পোরেট গরূপে থাকে না কিন্তু সরকারের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে- সুশীল সমাজ
২৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স : ৩৫ বছর
২৬. বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কয়টি ভাগে ভাগ করা হয় :
২৭. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডবল সেন্ঞ্চুরী করেন : মুশফিক
২৮. নিচের কোনটি নাগরিকের দায়িত্ব: রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
২৯. মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে: ৩ টি
৩০. পার্বত্য চট্টগ্রাম শান্তচুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ;১৯৯৭

======== আন্তর্জাতিক অংশের সমাধান  =========

১. ফিফা ২০২২ হবে- কাতার
২. ওআইসির দাপ্তরিক ভাষা- তিনটি (আরবি+ইংরেজি+ ফ্রেন্স)
৩. এসডিআইকে বলা হতো- তারকা যুদ্ধ (সমালোচকরা বলতেন)
৪. কপ-২১এ অংশগ্রহণকারী জাতি- ১৯৬ (১৯৫দেশ + ইইউ)
৫. রোহিঙ্গারা নাগরিকত্ব হারায়- ১৯৮২ সালে
৬. অক্টোবর বিপ্লবের নেতৃত্ব- লেনিন দিয়েছেন
৭. দুই পরাশক্তির মাঝের দেশ- বাফার স্টেট
৮. পিংপং হচ্ছে- টেবিল টেনিস
৯. বিআরআই প্রস্তাবক- চিন
১০. জাতিসংঘের সহযোগী সদস্য নয়- আসিয়ান
১১. সার্কের সদরদপ্তর- কাঠমাণ্ডু, নেপাল
১২. ১৯৯৫ গোল্ডেন জুবেলি- জাতিসংঘ (১৯৪৫ সালে প্রতিষ্ঠিত। ৯৫ এ ৫০ বছর)
১৩. অ্যামেনেস্টি ইন্টারন্যাশন্যাল- মানবাধিকার সংগঠন
১৪. ইউএনএইচসিআর সদরদপ্তর -জেনেভা
১৫. ভারতের প্রাচীন রাজনৈতিক দল- ন্যাশনাল কংগ্রেস
১৬. ওজনস্তর রক্ষা বিষয়ক চুক্তি- মন্ট্রিল প্রোটোকল
১৭. নৈরাজ্য হলো- নব্য মার্কসবাদ
১৮. প্রাকৃতিক আইনের উদ্ভব-জন লক, হবসন হুগো, গ্রেসিয়াস এর লেখনী থেকে
১৯. ইমপেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেশ অব ক্যাপিটালিজম- লেনিন লিখেছেন
২০. গুয়ামের গভর্নর- অ্যাডি ক্যালভো

৩৮ তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের সমাধান


Thursday, October 11, 2018

Bangladesh Bank Job Circular 2018 | ৭ ব্যাংকে ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ১ হাজার ৯২৯ জন নিয়োগ

Bangladesh Bank Job Circular 2018 | ৭ ব্যাংকে ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ১ হাজার ৯২৯ জন নিয়োগ


সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ঊর্ধ্বতন কর্মকর্তা (সাধারণ) পদে যথাক্রমে ২৬০, ৪০০, ৩৯৭, ১২, ১০৭, ৩৬, ৫ ও ১২ জনসহ ১ হাজার ২২৯ জনকে নিয়োগ করা হবে বলে বাংলাদেশ ব্যাংক তাঁদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। বিজ্ঞপ্তিটি https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php এই লিংক থেকে ডাউনলোড করা যাবে। এসব পদে ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া পূবালী ব্যাংকের দুই পদে ৭০০ জন লোক নেওয়ার আলাদা দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আবেদনের যোগ্যতা:

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি পাস হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট গ্রহণযোগ্য হবে না। বয়স হতে হবে ১-১০-২০১৮ তারিখে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সব প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনপদ্ধতি:

এসব পদে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.erecruitment.bb.org.bd) এ অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে। ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলি ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Tracking Number Form টি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ, ২০০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বেতন ও সুবিধাদি:

চূড়ান্তভাবে নির্বাচিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা (সাধারণ) জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২ হাজার টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা পাবে।

পূবালী ব্যাংকে ২ পদে ৭০০ নিয়োগ:

দুই পদে ৭০০ জন লোক নেওয়ার আলাদা দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক লিমিটেড। তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ নিয়োগের বিষয়টি জানা গেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে প্রবেশনারি জুনিয়র অফিসার পদে ২০০ জন এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ) পদে ৫০০ জনকে নিয়োগ করা হবে। পদগুলোতে ইতিমধ্যে অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবেশনারি জুনিয়র অফিসার পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএসহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। অন্যদিকে, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ) পদের প্রার্থীদের যোগ্যতা স্নাতক উত্তীর্ণ হতে হবে। উভয় পদের প্রার্থীদের শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। বয়স হতে হবে ৩১ আগস্ট ২০১৮ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।

পদ দুটিতে আবেদনপ্রক্রিয়া ইতিমধ্যে অনলাইনে শুরু হয়ে গেছে। আগ্রহী প্রার্থীদের https://www.pubalibangla.com/career.asp এই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিয়ে আবেদন করতে হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রবেশনারি জুনিয়র অফিসার পদে প্রথম এক বছর প্রবেশনারি হিসেবে মাসিক ২৫ হাজার এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ) পদে প্রবেশনারি হিসেবে প্রথম এক বছর মাসিক মাসিক ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে। পরবর্তী সময়ে পদগুলোতে পদোন্নতি এবং সে অনুযায়ী বেতন–ভাতা দেওয়া হবে।
Bangladesh Bank Job Circular 2018 | ৭ ব্যাংকে ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ১ হাজার ৯২৯ জন নিয়োগ

Friday, July 20, 2018

উপদেশমূলক বাণী-হৃদয়স্পর্শী কিছু কথা-তৃতীয় খন্ড

151.⌠⌠জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম। যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেইল করাটা স্বাভাবিক⌡⌡

152.⌠⌠কখনো কখনো কাউকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন., কিন্তু... একবার যদি আপনি সামনে এগিয়ে যেতে পারেন... তবে পেছন ফিরে দেখবেন আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটাই আপনি নিয়েছিলেন ⌡⌡

153. নিজেকে সস্তা করে ফেলবেন না, তাহলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা পাবেন না।

154. পৃথিবীতে যদি অপেক্ষা না থাকতো, তবে বোধ হয় পৃথিবীটা এতো সুন্দর হতো না।

155. একটি হাঁস যদি সারাদিন পানিতে থাকেলেও, তাঁর গায়ে লেগে থাকে না, ঝরে পড়ে।
তেমনি মা তাঁর সন্তানকে যতো ই অভিশাপ দেয় না কেনো, তা সন্তানের গায়ে লাগে না।

156. সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে, সম্পর্ক বদলায় না আপনজনের সঙ্গে, খালি আপনজন বদলে যায় সময়ের সঙ্গে..

157. যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি।

158. মানুষের সব সখ মেটা উচিত নয় । কারন সব সখ মিটে গেলে, বেচেঁ থাকার প্রেরণা নষ্ট হয়ে যায় ।

159. পৃথিবীতে যদি দুঃখ না থাকতো, তবে মানুষ সুখ খুঁজতো না। দুঃখই মানুষকে সুখ সন্ধানী করে তুলে।

160. কোনো কিছু না পাওয়ার জন্য আপনিই বেশী দায়ী, কারণ একটাই, আপনার চাওয়ায় ত্রুটি ছিল।

161. মানুষকে জোর করে পরাধীনতার শিকলে বন্দি করা গেলেও, মানুষের মনের স্বাধীনতা হরন করার সাধ্য কারো নেই। আকাশের মতোই মনের স্বাধীনতা সর্বব্যাপী।

162. জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর করবেন না , কারন অন্ধকারে আপনার চায়াও আপনাকে ছেড়ে চলে যায় ।

163. বিশ্বাস মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়। একটি সত্য ঘটনা একজন বিশ্বাস করলেও, অন্যজন বিশ্বাস নাও করতে পারে। যে বিশ্বাস করছে না তাকে বিশ্বাস করানোটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এক্ষেত্রে প্রমাণ অতি জরুরি। ......................প্রত্যাশী।

164. লাজুক ধরনের মানুষ কোন সময়ই মনের কথা বলতে পারে না, মনের কথা হড়বড় করে বলতে পারে একমাত্র পাগলেরাই | তাই পাগলেরাই পৃথিবীর সবচেয়ে সুখী | _____হুমায়ূন আহমেদ

165. প্রতিটি মানুষের জীবনেই একজন বিশেষ মানুষ আসে। সেই মানুষটি জীবনে এসে হয় অগোছালো জীবন গুছিয়ে দেয়, না হয় গোছালো জীবনকে অগোছালো করে দেয় |

166. বড় গাছ নড়ে কম। বড় মাছের কাঁটা কম। জ্ঞানী লোকের কথা কম । সৎ লোকের সংখ্যা কম। গুণী লোকের কদর কম। মরা নদীর পানি কম। রাগী লোকের ধৈর্য কম । সুস্থ লোকে খায় কম। মূর্খ লোকের আক্কেল কম। নিষ্ঠুর লোকের মায়া কম। শিশুদের হিংসা কম। সৎ লোকের বন্ধু কম। মেয়ে মানুষের বুদ্ধি কম। নিঃশ্বাসের বিশ্বাস কম|

167. যদি ভাল পেনসিল হাতে না পারো,, কারো সুখের গল্প লিখার জন্যে.. তাহলে ভাল রাবার হও,, যেনো কারো দুঃখ মুছে দিতে পারো..!!

168. "সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে"

169. জীবনে যদি কেউ তোমার জন্য Wait  না করে তবে পাবলিক টয়লেটে গিয়ে কিছুক্ষণ বসে থাকো।বাহির হয়ে দেখবে লাইনে দাঁড়িয়ে অনেকেই তোমার জন্য Wait করছে.

170. মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেওনা। কেননা, সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে।
171. ভালবাসতে মানুসে রুপ খুজুনা,সুন্দর একটা মন খুজু,কারন রুপের ভালবাসা একদিন ফুরিয়ে জাই,কিন্তু মনের ভালবাসা কুনদিন ফুরাইনা 

172. কাওকে পাওয়ার আসা করুনা,কারন তাকে পেতে গিয়ে তুমি নিজে ধঙ্গস হৈয়ে যেতে পার,নিজেকে এমনভাবে তৈরি কর যাতে মানুস তুমাকে পাওয়ার আসা করে 

173. সাধারন হওয়াটাই একটা অসাধারন বিষয়, সবাই সাধারন হতে পারে না | ..... হুমায়ুন আহমেদ..... 

174. মনের মতন স্ত্রী আর সংসার হলে জীবনের সব দুঃখ, সব ব্যর্থতা, সব সমস্যার মোকাবেলা করা যায়। ----- নিমাই ভট্টাচার্য। 

175. "মেয়েদের বোঝা খুব কঠিন। একটি মেয়েকে কখনো পুরোপুরি বুঝতে যা না। পুরোপুরি বুঝতে গেলে হয় আপনি পাগল হয়ে যাবেন নয়তো আপনি মেয়েটির প্রেমে পড়ে যাবেন।" 

176. হাসি সব সময় সুখের অনুভুতি বুঝায় না। এটা মাঝে মাঝে এটাও বোঝায়, আপনি কতটা বেদনা লুকাতে পারেন। 

177. “ভালোবাসা কোনো অধিকারের মধ্যে কাউকে আটকিয়ে ফেলে না, বরং তাকে নতুন স্বাধীনতা দান করে। “ - ---রবীন্দ্রনাথ ঠাকুর 

178. চেহারা দেখে যদি মানুষ চেনা যেতো তাহলে ভুল মানুষের প্রেমে পরে এতো কাদতে হতো না_____ 

179. সেই ছেলেকে জীবন সঙ্গী করো, যার ভবিষ্যৎ ভালো। সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো, যার অতীত ভালো। _________ (রবীন্দ্রনাথ ঠাকুর) 

180. মিথ্যার শক্তি অনেক বেশি। সুন্দর, সত্য বাণীর চেয়ে এ কারণেই গুজব আগে ছড়ায়। ___*হুমায়ূন আহমেদ*___ 

181. মাঝে,মাঝে কষ্ট করে হলেও একা একা চলা শিখতে হয়? কারণ,যাকেছাড়া আপনি চলতে পারবেন না, বা বাঁচতে পারবেন না ভাবছেন, সে কিন্তু, আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে... 

182. তুমি দেখতে সুন্দর বলে, অন্যকে ঘৃনা করোনা।কারন, তুমি যার হাতে সৃষ্টি, সে তার হাতে সৃষ্টি । কখনো নিজের সুন্দোর্য নিয়ে অহংকার করোনা. 

183. হাসাতে না পারলে, কাঁদাবে না।আনন্দ দিতে না পারলে,কষ্ট দিবে না। ভালবাসতে না পারলে,ঘৃণা করবে না। আর বন্ধু হতে না পারলে, শত্রু হবে না? 

184. কাউকে আবেগের ভালোবাসা দিওনা, মনের ভালোবাসা দিও! কারন আবেগের ভালবাসা ১দিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরোদিন থেকে যাবে... ___এলটন ডি 

185. যদি তুমি কাওকে ভালবাস, তবে তাকে মুক্তি দাও, যদি সে ফিরে আসে, তবে সে তোমার। আর যদি ফিরে না আসে, তবে সে কোনদিন ও তোমার ছিল না, 

186. জীবনে কাউকে এতোটা ভালোবাসা উচি না যাতে তাকে ভুলতে কষ্ট হয়, আবার এতটাও ঘৃণা করা উচিত নাহ যে তার জন্য তোমার মায়া হয়.

187. বিনা মেঘে বৃষ্টি হয় না , সূর্য না ডুবলে রাত হয় না , কিছু এমন মানুষ আছে , যাদের সুপ্রভাত না বললে দিনই শুরু হয় না 

188. হারিয়েছে সে-ই কিছু পেয়েছে। এটাই পৃথিবীর একমাত্র লোকসান যাতে আসলে লাভই ভাগ্যে জুটে যায়। 

189. জীবনে এমন একটা সময়ও আসে,যখন নক্ষত্রের জ্যোতিতেও প্রাণের শিরা বেদনার্ত হয়ে ওঠে। 

190.  প্রত্যেক প্রেমিকের জীবনে একটাই সত্য রয়েছে- প্রেমিকের দুঃখে কাঁদবার কেউ নেই; কিন্তু প্রেমিকের কীর্তিকথার বিদ্রুপের হাসি হাসতে সারা জগৎ প্রস্তুত হয়ে আছে। 

191.  সকল ভয়ই মৃত্যভয়ের প্রকাশ্য ছদ্মাবরণ। পরিবর্তনকে ভয় পাই বলেই আমরা ভয় দ্বারা আক্রান্ত হই। 

192.  বস্তুর সীমাবদ্ধতা হলো- তা পাওয়ার আগ পর্যন্ত অস্থিরতা কাজ করে। কিন্তু পাওয়া হয়ে গেলেই তা তৃপ্তি দেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। 

193.  পৃথবীতে মানুষই একমাত্র সৃষ্টি যে চিন্তা ও অনুভূতির দ্বারা তার জৈবিক অবস্থা বদলাতে পারে। 

194.⌠⌠জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম।যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেইল করাটা স্বাভাবিক⌡⌡ 

195.  পৃথিবীতে বেচে থাকতেহলে প্রতি পদে পদেমায়াকে তুচ্ছকরতে হয়।- হুমায়ূন আহমেদ

196. কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে, না পাওয়ার বেদনা অনেক বেশী যন্ত্রনাদায়ক।------------ প্রত্যাশী। 

197.  চাঁদকে উদ্দেশ্য করে তীর ছুঁড়ো,যদি তীর চাঁদের গায়ে নাও লাগে তবে নিশ্চিত তা "তারা" গুলোর বুক তো ভেদ করবেই।বড় কিছু হবার চেষ্টা করো,একটা না একটা কিছু হতে পারবেই। 

198.  কথা বলা শিখতে একজন মানুষের দুই বছর লাগে, কিন্তু-কি বলা উচিত নয়, তা শিখতে লাগে সারাজীবন। 

199. তোমার জিবনে কষ্ট বলনা,যে তোমার কষ্ট বুঝেনা।তাকে ভালোবাস না যে কিনা তোমার ভালোবাসার মর্ম বুঝেনা। 

200.  কারো সাথে বন্ধুত্ব করা সহজ কিন্তু বন্ধুত্ব রক্ষা করা পানির ওপর পানি দিয়ে লেখার চেয়েও কঠিন.

Friday, August 25, 2017

২০১৭-২০১৮ ইং শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি || Admission notice for MBBS course in the academic year 2017-2018

২০১৭-২০১৮ ইং শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি || Admission notice for MBBS course in the academic year 2017-2018 
২০১৭-২০১৮ ইং শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি || Admission notice for MBBS course in the academic year 2017-2018

 This web portal has been created and maintained by Management Information System (MIS) of DGHS (Directorate General of Health Services). The DGHS is one of the agencies of the Ministry of Health & Family Welfare of Bangladesh. The main functions of this agency are the implementation of different health programs, health management, planning & execution of different policies through administration. In addition to this, DGHS provides technical assistance to the ministry.

The DGHS was established as Directorate in 1958 during the Pakistani era. In 1980, it has been upgraded to Directorate General. The head of DGHS is Director General. He is assisted by two Additional Director General. Different line directors, deputy directors, assistant directors, medical officers, other officers & supporting staffs also help him to execute all responsibilities. In all medical college hospitals and divisional offices, directors are responsible for all kind of administrative functions.

In all medical colleges, principals are available for academic purposes. In district level, Civil Surgeon and in Upazila level, Upazila Health & Family Planning Officer (UHFPO) is the facility head. The Director of Management Information System (MIS) is Dr. Ashish Kumar Saha.

২০১৭-২০১৮ ইং শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি || Admission notice for MBBS course in the academic year 2017-2018


২০১৭-২০১৮ ইং শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি || Admission notice for MBBS course in the academic year 2017-2018

২০১৭-২০১৮ ইং শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি || Admission notice for MBBS course in the academic year 2017-2018

২০১৭-২০১৮ ইং শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি || Admission notice for MBBS course in the academic year 2017-2018

২০১৭-২০১৮ ইং শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি || Admission notice for MBBS course in the academic year 2017-2018

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১৭- ১৮ শিক্ষাবর্ষে স্নাতক (ইঞ্জিনিয়ারিং) স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি || Pabna University of Science and Technology

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১৭- ১৮ শিক্ষাবর্ষে স্নাতক (ইঞ্জিনিয়ারিং) স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি || Pabna University of Science and Technology

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১৭- ১৮ শিক্ষাবর্ষে স্নাতক (ইঞ্জিনিয়ারিং) স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি || Pabna University of Science and Technology

The government passed the Act in 15 July 2001 to establish a science and technology university in Pabna. The university will be located in the district head quarter of Pabna. Pabna is a central district town in northern Bangladesh having long historical and cultural heritage. The academic curriculum of the Pabna University of Science and Technology was started on 05 June 2008. This university will play an innovative role in providing need-based higher education, training and research. Also the university will be committed to maintain and raise the quality and standard of higher education for the students as in international standards. This practical and need-based curricula will produce highly qualified trained scientists and technologists for the needs of Bangladesh as well as the world employment market. The university offers education in science- and technology-based subjects for undergraduate and post graduate levels. This newly established university will occupies an area of about 30 acres, with a number of multi-storied buildings. Because of its location, it has already drawn the attention of brilliant students for admission and scholarly faculty members for teaching and research.

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১৭- ১৮ শিক্ষাবর্ষে স্নাতক (ইঞ্জিনিয়ারিং) স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি || Pabna University of Science and Technology

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১৭- ১৮ শিক্ষাবর্ষে স্নাতক (ইঞ্জিনিয়ারিং) স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি || Pabna University of Science and Technology



Monday, March 13, 2017

Suggestion for BUET Admission Test || How I'll prepare for admission tests for BUET



Suggestion for BUET Admission Test || How I'll prepare for admission tests for BUET

|| বুয়েট ভর্তি পরীক্ষার প্রস্তুতি



বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য স্বপ্নের জায়গা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। হাড্ডাহাড্ডি লড়াই হয় বুয়েট ভর্তি পরীক্ষায়। প্রস্তুতির নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন ২০১২-১৩ শিক্ষাবর্ষে বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নাফিস ইরতিজা তৃপ্ত (দৈনিক কালের কন্ঠের সৌজন্যে)

অন্যান্য বিশ্ববিদ্যালয় বা মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা থেকে বুয়েটের ভর্তি পরীক্ষার ধরন একেবারেই আলাদা। অনেকের ধারণা, বুয়েট ভর্তি পরীক্ষা মানেই কঠিন সব প্রশ্ন। ব্যাপারটা কিন্তু মোটেও সে রকম নয়। ভর্তি পরীক্ষায় বেশির ভাগ প্রশ্নই আসে মূল বই থেকে। হয়তো একটু এদিক- ওদিক করে। যারা ভালো করে মূল বই পড়ে, তাদের সুযোগ বেড়ে যায়। কিন্তু যারা মূল বইয়ের খুঁটিনাটি না জেনে বাঁধাধরা মুখস্থবিদ্যার ওপর ভরসা রাখে, তাদের জন্য বুয়েট ভর্তি পরীক্ষা অনেকটা এভারেস্ট টপকানোর মতোই কঠিন! কারণ এখানে একজন শিক্ষার্থীর মৌলিক জ্ঞান যাচাই করা হয়।


Suggestion for BUET Admission Test || How I'll prepare for admission tests for BUET


আগে বুয়েটে ভর্তি পরীক্ষা হতো পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত আর ইংরেজি- এই চারটি বিষয়ে। গেল বছর থেকে ভর্তি পরীক্ষায় ইংরেজি থাকছে না। তার মানে গুরুত্ব দিতে হবে বাকি তিনটি বিষয়েই। তিনটি বিষয়েই ২০০ নম্বর করে মোট ৬০০ নম্বরের এমসিকিউ ও লিখিত পরীক্ষা হবে।


পদার্থবিজ্ঞান : মনে রাখতে হবে সূত্র

তপন, ইসহাক, গিয়াসউদ্দিন স্যারের বই পড়তে পারো। যা-ই পড়ো না কেন, পুরো বই ভালোভাবে রপ্ত করো। গাণিতিক সমস্যাগুলো খুব ভোগায়। যত বেশি চর্চা করবে, তত দ্রুত উত্তর দিতে পারবে। প্রথম পত্রে গতিবিদ্যাসহ প্রতিটি অধ্যায় গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পত্রে চুম্বক, তড়িৎ শক্তি, তাপ, শব্দ, আলো- এসব অধ্যায় থেকে প্রায় প্রতিবছর রচনামূলক প্রশ্ন থাকে। আর পদার্থবিজ্ঞানের প্রতিটি অধ্যায়ের খুঁটিনাটি বিষয় বুঝে পড়তে হবে। ক্যালকুলেটরে দ্রুত সমাধান করার চর্চা করতে হবে। সূত্রগুলো মনে রাখতে হবে। কোনো বিষয় বুঝতে না পারলে অভিজ্ঞ কারো সাহায্য নিতে দ্বিধা করবে না।

গণিত : মূল বই থেকে হুবহু প্রশ্ন

পদার্থেরবিজ্ঞানের মতো এখানেও দু-তিনটি বইয়ের অঙ্ক করতে পারলে ভালো। ক্যালকুলাস, দ্বিপদী ধারার যোগফল, সম্ভাব্যতা প্রভৃতি অধ্যায় থেকে প্রশ্ন থাকে। অনেক সময় দেখা যায়, মূল বইয়ের প্রশ্ন হুবহু তুলে দেওয়া হয়। গণিত প্রথম পত্রে জটিল সংখ্যা ও ত্রিকোণমিতির ওপর জোর দিতে হবে।

ত্রিকোণমিতির সূত্রগুলোর একটার সঙ্গে আরেকটার যোগসূত্র আছে। বীজগণিতের প্রশ্নগুলো একটু ঘুরিয়ে আসে। এ ক্ষেত্রে তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। দ্রুত গণিত সমাধানের জন্য ক্যালকুলেটরের সাহায্য নিতে হয়। সায়েন্টিফিক ক্যালকুলেটরের ব্যবহার ভালোভাবে শিখে নাও। না হলে পরীক্ষার হলে গিয়ে সমস্যায় পড়তে হবে। বলবিদ্যা নিয়ে দুশ্চিন্তা অনেকেরই। একটু বুঝে অঙ্কগুলো করতে পারলেই এতে ভয় থাকার কথা নয়।

রসায়ন : বিক্রিয়া ও সংকেত বেশি বেশি

প্রথম পত্রে হাজারী নাগ ও কবির স্যারের বই দুটি ভালোভাবে রপ্ত করতে হবে। গাণিতিক সমস্যার জন্য কবির স্যারের বই অনুসরণ করতে পারো। বিভিন্ন রাসায়নিক নাম, বিক্রিয়া, পারস্পরিক রূপান্তর, নামকরণ বা সংকেত থেকে প্রশ্ন থাকে বেশি। সংকেত, রূপান্তর, বিক্রিয়া ইত্যাদি ছক করে পড়লে মনে রাখতে সুবিধা হবে। বইয়ের যে লাইনগুলো গুরুত্বপূর্ণ মনে করবে সঙ্গে সঙ্গেই আন্ডারলাইন করে রাখবে। অনেকে দ্বিতীয় পত্রে একটু সমস্যায় পড়ে। অনেক বিক্রিয়া ও সংকেত আছে, যা সহজে মনে রাখা যায় না। আমারও একই অবস্থা ছিল। সে জন্য আমি রসায়নের বিক্রিয়া ও সংকেতগুলো বারবার পড়তাম। দ্বিতীয় পত্রে প্রচুর বিক্রিয়া, পরীক্ষাগার প্রস্তুতি, শিল্পোৎপাদন, সংকেত, রূপান্তর পড়তে হবে। এ ক্ষেত্রে হাইড্রোকার্বন, অ্যামিন, অ্যারোমেটিক যৌগগুলোর রসায়ন, জৈব যৌগের সূচনা, অ্যালডিহাইড, কিটোন অধ্যায় ভালোভাবে আয়ত্ত করতে হবে। জৈব রসায়নের প্রতিটি অধ্যায় ধারাবাহিকভাবে পড়ে যেতে হবে।

প্রতিটি বিষয়ে পড়বে দুজন লেখকের বই

এখনকার প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। এ সময়টায় মনে একটু ভয় কাজ করতে পারে। মনে হতে পারে, যা পড়েছি সব ভুলে যাচ্ছি। আবার অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগে- এ সময় কার বই পড়ব, কোন বই পড়ব। কোন লেখকের বই পড়বে সেটা মোটেই গুরুত্বপূর্ণ নয়। প্রতিটি বিষয়ে অন্তত দুজন লেখকের বই ভালোভাবে বুঝে পড়লে কাজে দেবে।

পদার্থবিজ্ঞান প্রস্তুতির জন্য অন্তত দুজন লেখকের বইয়ের সব ম্যাথ সলভ করা উচিত। শাজাহান-তপন স্যারের বইটা দেখা যেতে পারে। আবু ইসহাক-তোফাজ্জল হোসেন স্যারের বইটাও দেখতে পারো। আমি পদার্থবিজ্ঞানের জন্য তপন আর ইসহাক স্যারের বই, রসায়নের জন্য হাজারী আর কবির স্যারের বই, গণিতের জন্য আফসার আর হারুন রশিদ স্যারের বই দেখেছিলাম। যেকোনো বিষয়ের বই পড়ার সময় কোনো নতুন তথ্য কিংবা ব্যতিক্রম কিছু পেলে খাতায় লিখে রাখতাম। পরীক্ষার আগে পুরো বই পড়া সম্ভব হয় না। পরীক্ষার আগের দিন তাতে চোখ বুলিয়ে নিলে অনেক কাজ হবে।

কাজে দেবে মডেল টেস্ট

এ সময়টায় বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতে পারো। এতে করে ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। তবে বুয়েট ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্নই খুব একটা রিপিট হয় না। ৩০০ নম্বরের লিখিত পরীক্ষায় সময় থাকে মাত্র দেড় ঘণ্টা। যারা দ্রুত লিখতে পারে, তাদের জন্য ভালো। ঘড়ি ধরে লিখিত পরীক্ষার অনুশীলন করলে কাজে দেবে। ভর্তি পরীক্ষায় সব প্রশ্নের উত্তর করা যাবে- ব্যাপারটা কিন্তু তেমন নয়। অনেক সময় কম উত্তর করেও সুযোগ পাওয়ার নজির আছে। একটা প্রশ্ন না পারা গেলে তার জন্য সময় নষ্ট না করে পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যেতে হবে। উত্তর দেওয়ার সময় অবশ্যই প্রশ্নের নম্বর মিলিয়ে নিতে হবে। কারণ পরীক্ষা ভালো দিলেও নম্বরে মিল না থাকলে সব পরিশ্রমই পণ্ড হয়ে যাবে। সাবধান থাকতে হবে এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারেও। কারণ এমসিকিউ উত্তরের ক্ষেত্রে প্রতি চারটি ভুলের জন্য একটি সঠিক উত্তরের নম্বর কাটা যাবে। তাই অনুমাননির্ভর উত্তর দেওয়া থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। অঙ্কে একটু বেশি সময় লাগতেই পারে। তাই বলে অর্ধেক করে ছেড়ে দেওয়া যাবে না। পুরোটা শেষ করেই অন্য প্রশ্নে যাওয়া উচিত।